ইউজার লগইন

একটি পরীক্ষা ও দুটো কথা

বন্ধুরা সবাই কেমন আছো ?
বহুদিন পর এসে হুট করে খবর জিজ্ঞেস করতে কেমন যেন লাগে ! তবু আমি দুঃখের সাথে স্বীকার করছি আমার এবিতে আসার অপারগতাকে । জানিনা এতোদিন কিভাবে এবিতে না এসে থাকতে পারলাম , তবে যাই হোক এটা পরিস্থিতির শিকার বা নিজের লেখার অপারগতা যাই বলি , তা কিছুমাত্র কম নয় । কিন্তু আজ হঠাত এসেই সবার কাছে দোয়া চাইলে কেমন লাগে !! তবু চাইছি সবার মন থেকে দোয়া ও শুভকামনা (ভোটের ক্যানভাস করছিনা তা নিশ্চিত থাক)। কিন্তু কিসের দোয়া ?
তবে শোনো , আমি হলাম গিয়ে এবার এইচ.এস.সি পরীক্ষার্থী । ফাঁকিবাজ বিজ্ঞানের ছাত্র ।তবু এ প্লাসের ধান্দায় আসি । বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার না করে থাকতে পারছিনা । আগামী পয়লা এপ্রিল থেকে যুদ্ধে নামতেছি । তাই সবার দোয়া ও আশীর্বাদ চাই । বন্ধুরা দোয়া করবে যেন আমি সবার প্রত্যাশা পূরণ করতে পারি একটা ভালো রেসাল্ট নিয়ে , আবার এবিতে স্বচ্ছন্দে লিখতে পারি । শুধু দোয়া চাইলে কেমন দেখায় ? তার চে দুছত্র লিখেই যাইনা । ভুলটুল যা আছে বন্ধুরা ক্ষমা করে আমার মনোবল বাড়াতে তোমাদের দোয়াপ্রার্থী এবং নিচের লেখাটি পঠনপ্রয়াসী ।

* * * * *

নিশাচর রাতের পাখিরা টুপে টুপে গলে পড়ে পড়ুক ।
সারাদিন ছুটোছুটি শেষে
যন্ত্রমানব যত ঘড়ি দেখে শুয়ে পড়ে পড়ুক ।
মাঝরাতে খিদে পেয়ে
হাতপা ছড়িয়ে শিশু
ঘুম থেকে উঠে পড়ে পড়ুক ।
দুরের ঝিঝি পোকারা নতুন সুরের খোঁজে দিশেহারা হয়ে পড়ে পড়ুক ।
সবাই ঘুম পাড়ে না , তবু যদি শুয়ে পড়ে পড়ুক ।
আর ফাঁকিতে পড়েছে যে , সে সারা রাত জেগে পড়ুক ।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভকামনা রইল অফুরাণ।

ভালোয় ভালোয় পরীক্ষা দিয়ে ফিরে এসে,
প্রত্যেক দিন দারুন দারুন লেখায় আমাদের সবাইকে ব্যাতিব্যাস্ত করে তোল-
এই কামনাই রইল!

মহান সৃষ্টিকর্তা তোমার সহায় হোক।

সুদূরের পিয়াসী's picture


ভীষণ খুশি হলাম বিষণ্ণ । তোমার শুভকামনা ও প্রত্যাশা যেন পুরোপুরি পূরণ হয় । আশ্বস্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ । আর একটা কথা , বন্ধুদেরকে আপনি ডাকতে কেমন যেন লাগে । তাই সাহস করেই তুমি সম্বোধন করলাম । গুরুজনরা আবার মাইন্ড করবে না আশা করি ।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ব্যাপার না।
আর আমি অত বড় ও হইনি!

তবে
বিষণ্ণ নয়
বাউন্ডুলে বলেই ডেকো বয়ং!

ভাল থাকো, অনেক ভাল।
প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ!

সুদূরের পিয়াসী's picture


আচ্ছা , বাউন্ডুলে ।
তুমিও অনেক খুশি থাক , সুস্থ থাক , সাবলীল থাক , বন্ধু থাক । Smile

ফাহমিদা's picture


ভালোভাবে, সুস্থভাবে পরীক্ষা শেষ কর, অনেক শুভকামনা থাকলো..

সুদূরের পিয়াসী's picture


অসংখ্য ধন্যবাদ ফাহমিদা ।

উচ্ছল's picture


আগামী পয়লা এপ্রিল থেকে যুদ্ধে নামতেছি ।

--- এ যুদ্ধ ভবিষ্যতের জন্য, এ যুদ্ধে তোমায় জিততেই হবে...তোমার জন্য অনেক অনেক শুভকামনা ...

সুদূরের পিয়াসী's picture


অনেক ধন্যবাদ । শেষ রক্তবিন্দু পর্যন্ত জেতার জন্যই লড়বো ।
ভালো থাকবে(ন) ।

আনন্দবাবু's picture


বিনা যুদ্ধে নাহি দেব সুচ্যগ্র মেদিনী Tongue Tongue

পোলাপাইনের লাইফের সব থেকে কঠিন আর সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে আজাইরা পরীক্ষাটা যাতে খুব বেশি ভালো হয়, এই দোওয়াই থাকলো।

১০

সুদূরের পিয়াসী's picture


যথার্থ কথা । পুরোপুরি সহমত । অনেক অনেক ধন্যবাদ , আনন্দবাবু ।

১১

রাসেল আশরাফ's picture


আজ বাদে কাল পরীক্ষা আর এই সময়ে ব্লগে কী? যাও পড়তে বসো।অবশ্য মরার আগে ঔষুধ খেয়ে কোন লাভ নাই।আমার না আমার মায়ের কথা Tongue Tongue

শুভ কামনা রইলো।

১২

সুদূরের পিয়াসী's picture


পড়ছি । তবে পড়ার চেয়েও যেটা এখন বেশী জরুরী তা হল মনোবল । এর জন্য পড়ার সাথে সাথে সবার দোয়াও দরকার । আর মরার আগে ওষুধ খেলে কাজ হয়না জানি , তবে এটাও জানি যে মরার আগে দুটো দোয়া পড়ে মৃত্যুকে ফেস করাটা অনেক সহজ ও শান্তির হতে পারে । আপনাদের এক একটি আশার বাণী এক একটি প্রশ্নের নির্ভুল উত্তরের নিশ্চায়ক না হতে পারে , তবে তা যে সহায়ক সে বিষয়ে সন্দেহ নেই । একটা দোয়া অবশ্য আমার জানা তা হল - পড়িলেই পাশ আর না পড়িলেই ফেল । এতদিন পড়িনাই কাজেই এখন যা পড়ব তাই পাশ ফেলের নিশ্চায়ক । আর পড়ার অনুপ্রেরনার জন্য সবার দোয়াই সহায়ক । অতেব কথা না বাড়িয়ে এবার সবার দোয়ায় ও ভালবাসায় এগিয়ে যাই যুদ্ধের ময়দানে । সবাইকে আবারো ধন্যবাদ জানাই ।
ধন্যবাদ রাসেল আশরাফ ।

১৩

রাসেল আশরাফ's picture


খাইছে এই পুলা দেখি নিজে দোয়া না নিয়ে উলটা আমারে হেদায়েত কইরা গেলো। শালার এই বুইড়া ব্লগে থাইকা নিজেও বুইড়া হইয়া গেলাম Big smile

১৪

সুদূরের পিয়াসী's picture


কি যে কন ? আপনাদের দোয়া আমি নেবনা ? কিছু মনে নিয়েননা , কথা কইতে লাগলে আর হুঁস থাকেনা দোয়া নিতেছি না দিতেছি । তবে দুটোই করলেও ক্ষতি নাই মনে হয় । আপনে ঠিক ই কইছেন , দুদিন পর পরীক্ষা , আর এই টাইমে ব্লগে থাকার প্রশ্নই ওঠেনা । অনেক কিছু কইলাম , কোন অনুচিত কিছু কইয়া থাকলে মাফ চাই , দোয়া রাখবেন । এবার কোমড় বেধে নেমে পড়ি বইয়ের সাগরে । গুড বাই ।

১৫

মেসবাহ য়াযাদ's picture


শালার এই বুইড়া ব্লগে থাইকা নিজেও বুইড়া হইয়া গেলাম

এত দিনে জানলাম এই ব্লগটা তোমার শালার এবং যথারীতি তিনি বুইড়া Big smile । শুনেও সুখ Wink এট রাসেল

পরীক্ষা মন মত হোক। শুভকামনা রইল।

১৬

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ মেজবাহ ভাই ।

১৭

তানবীরা's picture


আর ফাঁকিতে পড়েছে যে , সে সারা রাত জেগে পড়ুক ।

Big smile Big smile Big smile

১৮

সুদূরের পিয়াসী's picture


জী জী !

১৯

মীর's picture


পরীক্ষা ভালোভাবে দিয়েন। দরকার লাগলে ইন্টারনেট বন্ধ রাখেন পরীক্ষার সময়টায়। তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু পরীক্ষা ভালো হলে, সারাজীবন সেটা আপনাকে আনন্দ দেবে। তাই পরীক্ষা ভালো দেয়ার কোনো বিকল্প নেই। শুভকামনা রইলো আপনার জন্য।

২০

সুদূরের পিয়াসী's picture


খুবই ভালো কথা । হ্যাঁ নেট বন্ধ রাখছি । এই কমেন্টগুলো শুধু দেখতে ও জবাব দিতে এলাম । নেটে আর থাকছি না , এখুনি যাচ্ছি । তবে আবার আসবো হাঁফ ছেড়ে বাঁচতে কোন এক দিন । ভালো থাকবেন ।

২১

জ্যোতি's picture


পরীক্ষা ভালো হোক, মনের মত রেজাল্ট হোক।

২২

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ ধন্যবাদ । ভালো থাকবেন ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?