ইউজার লগইন
অন্তর্দহন বা অশ্রুবর্ষণ
লিখেছেন: সুদূরের পিয়াসী | মে ১৪, ২০১২ - ১২:০৩ পূর্বাহ্ন
জেগে ওঠে পুরানো মোচড়
হৃতপিন্ডে অনাগত ।
বিদগ্ধ দিন শেষে বেড়ে ওঠে
হৃদয়ের আদিম ক্ষত ।
অন্তর্দহনে ছাই গহীনের
বিমূর্ত নন্দনকানন ।
অলখে আঠারো বর্ষার পদচারণ ,
অতঃপর অশ্রুবর্ষণ ।
(c) by Ekanto Ovajon
পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন
সুদূরের পিয়াসী এর ব্লগ | ৩ টি মন্তব্য |  ২০৬১ বার পঠিত | ট্যাগঃ ব্লগর ব্লগর, ভালোবাসা, কবিতা, আত্মজীবনী, সমসাময়িক, স্মৃতিচারণ, বিবিধ, ১৮+
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?
আপনার লেখা চুরি হচ্ছে নাকি? নিচে আলাদা করে প্রযত্নে মার্ক করা আছে দেখা জিজ্ঞেস করলাম।
দুঃখ জাগানিয়া কথকতা।
মিনি ছড়া ভাল হয়েছে
মন্তব্য করুন