ইউজার লগইন

শুভ জন্মদিন


শুভ জন্মদিন সুপ্রিয় জন্মভূমি।

গড়পড়তা দেশগুলোর মতোন স্বাধীনতা দিবসেই যেমন সেগুলোর অধিবাসীদের নিজের হয়ে যায় দেশটা আমাদের তা হয়নি, অনেক কষ্টের মূহুর্ত পার করে তবেই পেয়েছি বিজয়, নিজের দেশ, বাংলাদেশ। বীর বাঙ্গালী স্বাধীনতা ঘোষনা দিয়ে লড়াই করে তবেই পেয়েছে স্বদেশ, তাই স্বাধীনতা দিবসই আমাদের মাতৃভূমির জন্মদিন নয় কি!

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও’সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।

অনেক কঠিন মূহুর্তেও চোখে পানি আসে না, কিন্তু অহেতুকই গলা বুজেঁ এসে চোখ ভিজে উঠে যতবারই শুনি গানটা। অদ্ভুত লাগে ধনধান্যে না ভরা থাকুক, উলটো চুরি-ছ্যাচড়ামি-মিথ্যুকের আখড়া হলেও সব ছাপিয়ে বুকভরা ভালবাসা, আত্মার টান আর কিছুতেই যে লাগে না। যতখানেই যেভাবেই থাকুক সবার নাড়িঁ পোতা যেন এখানেই, উপেক্ষার যো নেই এই অনুভবটাকে। এই দেশ নিয়ে গর্বের শেষ কি আছে কোন বাঙ্গালীরই।

আপন জায়গাটার জন্যে বুক খা খা করা অনুভূতিটা টের পাই দূরে গিয়েই, অতিব সুন্দর জায়গায় গিয়েও উদ্ভ্রান্ত হয়ে ঘুরি, নিজেকে দোষাই কোন মতিভ্রমে ছেড়ে এসেছি। সবাই বলতো অভ্যেস হয়ে যাবে ক’দিন যেতে দেও! এই ভয়েই আরো তাড়াহুড়া করে পালিয়ে আসা, নিজেকে সেই অভ্যস্ততায় অভ্যস্ত হতে দিতে চাইনি। আলহামদুলিল্লাহ, হরেক ঝামেলায় নানান যন্ত্রনাতেও অনেক ভালো আছি, আমার জায়গায় আছি।

কি শোভা কি ছায়া গো
কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মুলে
নদীর কূলে কূলে

স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল ডুডলে দেয়া হয়েছে দারুন একটা ছবি, দেখেই মন খুশিতে ভরে যায়

484205_10151362803039677_733388800_n.jpg

ধন্যবাদ গুগল মামু
------------------------------------------------------------------------------------------------------

নিজের দেশের স্বাধীনতা দিবসেই যদি হয় কারুর জন্মদিন, দিনটার মাহাত্মই তো বেড়ে যায় কতগুন! অনেকের মতো আমাদের বন্ধুরদের মাঝেও কেউ কেউ আছে যাদের আজ জন্মদিন।

chokket.jpg

“মানুষ” – সামু’তে ওর ব্লগের টাইটেলে লেখা থাকতো, “সঞ্চিত বারুদ বক্ষে, তবু প্রয়োজন ছাড়া জ্বলি না কখোন” আসলেই সর্বক্ষন দুষ্টামিতে দিন কাটানো, রম্য/কবিতা/গল্পে মাতানো ছেলেটাই কি মারাত্নক পোষ্ট দিয়ে ফেলতো, যার লাগার ঠিকই জ্বলে যেত! সাবাশি দেয়া ছাড়া বলার কিছুই রইতো না আমাদের। এখন লিখতে বললেই, জানায় “লেখা ভুলে গেছি” ... বিশ্বাস করি না, জানি প্রয়োজন বোধ করে না বলেই লিখছে না। জন্মদিনের শুভেচ্ছার সাথে এই শুভকামনা করি, মানুষ আবার সেই দুর্বার গতিতে লিখো, গল্প/কবিতা/স্যটায়ার সবটাই।

মানু’র জন্যে একখান গবিতা(বাফু’র কপিরাইটেড) উপহার

When you love someone
You'll do anything
You'll do all the crazy things that you can't explain

You'll shoot the moon
Put out the sun
When you love someone
You'll deny the truth
Believe a lie
There'll be times that you'll believe you can really fly
But your lonely nights have just begun
When you love someone

পড়ছো যদি প্রেমের ফান্দে ধরা
করতে পারো সবটাই
করতে পারো সবই যার নাই কোন ধরাসরা

চান্দের মারো গুল্লি
সূয্যিমামার উড়াও খিল্লি
পড়ছো যদি প্রেমের ফান্দে ধরা
সত্যরে করো থোড়াই কেয়ার
মিথ্যেতেই তখন সবটা পেয়ার
আকাশ কি ছাই! উড়তে পারো আমূল/সদা বিশ্বাসে
কিন্তু মামা, সবে তো শুরু শান্তির ঘুমে হাতকড়া পড়া
পড়ছো যদি প্রেমের ফান্দে ধরা

-----------------------------------------------------------------------------------------------------

ডেসিকেটর নাই, তাই জেলের পুটলি দিয়ে প্লাষ্টিকের মুড়ির ডিব্বাতেই ঠাইঁ আমার সাধের ক্যামেরার। সাধের ছবি তোলা তো দূর টুকিটাকি যাও’বা পড়তাম এই সংক্রান্ত সব কিছুতেই বিরতি পড়েছে, থমকে গেছে বই পড়া, সিনেমা দেখা, মনে মনে সাজানো কথাগুলো লিখে রাখা – সবকিছুই যেন। হ্যাঁ, জীবন থমকায়নি দিব্যি চলছে আগের চেয়েও দ্বিগুন গতিতে। বাসা-অফিস-বাসা, এমনি করেই দিন-রাতের যাওয়া আসা। এক বিকেলে বাসার কাছেই ক্যামেরা চলে কিনা সেই পরীক্ষায় গেলাম, সেদিনের কয়টা ছবি দেখেন।

প্যানিং ছবি তুলি নাই এমনকি চেষ্টাও করি নাই, রাস্তায় দাঁড়ায় একলা প্যানিং করবো এই আলসে আমি! আর যেদিন সবাই দল বেধেঁ ফুলার রোডে গেলো সেই আদ্দিকালে, যাওয়া হয় নাই, তাই ছবি দেখেই প্যানিং দেখা। সেদিন গিয়ে দিলাম এক চেষ্টা -

panning.jpg

জুম-বার্স্ট – ভাবতাম ফটোশপেই করে, ম্যানুয়ালিও যে করা যায় জেনে মজাই পেলাম। শেষবেলাতে জানলাম তাই অন্ধকারেই চেষ্টা করলাম। পরে গুগল করেও জানলাম, আমারে আগে কেউ জানাইলো না কেন!!

zoom.jpg

বোকেহ – আগেও তুলেছিলাম তবে ভালো কিছু না। তবে এদিন প্যানিং-জুম বার্স্ট এর সাথে বোকেহ’ও তোলার চেষ্টা দিলাম। জুইতের কিছু হয় নাই।

bokeh.jpg

শখ হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসার টাইমে বনানী ব্রিজের আগে ফুটপাথে দাঁড়িয়ে সারিসারি লাইটের আলো আর ঘরমুখো গাড়ির সার বাধাঁ আলোর মিছিলের বোকেহ তোলার। নিত্য যাতায়াত তাই ইচ্ছে করলেই শখটা পূরন করা যায়, দেখি কি করি!

শুভ জন্মদিন শুভ! শান্ত’র দেয়া টাইটেল তামিল ছবির শুকনা পাতলা নায়ক, ধন্যবাদ সেদিন বিকেলে ধুমধাম করে ডেকে নেয়ার জন্যে, ছবি তোলার সুযোগটা করে দেবার জন্যে, আরো আরো কিছু ছবি’র প্ল্যান মাথায় আনার জন্যে। বড় হইয়া আরো ধুমধাম ছবি তুলো, দূর্ভেদ্য(!!) কবিতার ভরিয়ে দেও ফ্লিকার/ফেসবুক!

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


দারুণ লেখা। ছবিগুলোও দারুণ। ছবি তোলা চলুক। লেখালেখিও চলুক।
শুভ জন্মদিন মানুষ ও শুভ।
অনেকদিন মানুষের লেখা পড়ি না। আর শুভর লেখা আজকাল কেমনে যেন বুঝতে পারি। কঠিন কিছু লেখেন, বুঝি আর না বুঝি।
শুভ জন্মদিন আবারও।

রায়েহাত শুভ's picture


হেপ্পি বাড্ডে মানুষ...

ওরে খাইসে রে!!! কিন্তু ধন্যবাদ ইত্যাদি দিয়া তো মিজাজ হাল্কা খ্রাপ কৈরা দিলা Confused

এইটা কি বলেন মাসুম ভাই? আমার পারফর্মেন্স এত খারাপ হইয়া গেছে? Sad আচ্ছা, এইবার দিমুনে একটা দাঁত ভাঙা কবিতা Tongue

বিজন সরকার's picture


বাংলাদেশ

আরাফাত শান্ত's picture


দারুন লেখা দারুন পোষ্ট ভালো ছবি!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভ ভাই আর মানুষ ভাইরে জন্মদিনের শুভেচ্ছা।

লেখা ব্যাপক ভাল হইছে। Laughing out loud

জ্যোতি's picture


শুভ জন্মদিন প্রিয় মানু । শুভ জন্মদিন শুভ । আনন্দময় জীবন হোক ।
লেখা এবং ছবি জট্টিল ।

রন's picture


শুভ জন্মদিন মানুষ ভাই ও শুভ ভাইরে! আর ছবি গুলা খুব একটা ভালো হয়নাই! তোমাকে আরো শিখতে হবে Tongue

তানবীরা's picture


দারুণ লেখা। ছবিগুলোও দারুণ। ছবি তোলা চলুক। লেখালেখিও চলুক।
শুভ জন্মদিন মানুষ ও শুভ।

একজন মায়াবতী's picture


দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জন্মভূমি, মানুষ আর শুভ ভাইকে।
ছবি দারুণ হইসে। আরো ছবি পোস্ট হোক।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.