লেখা জোখা - হিবি জিবি... ০১
নিজেকে একটু বিজি রাখতে লিখতে চেষ্টা করছি.. কিন্তু কি লিখবো কোন কিছুই মাথায় আসে না। তবুও একটা কিছু লিখবো বলে হাত চলে গেল কম্পিউটার এর ওয়ার্ড ফাইলে…. লিখতে গিয়ে ভাবছি এটা কি হবে?? গল্প না কবিতা না উপন্যাস না কি প্রবন্ধ ??? যাই হোক.. এটা একটা প্রচেষ্টা কিছু একটা করার…আমি এক্সটা অর্ডিনারি কোন ক্রিয়েটিভ না, যে এমন কিছু লিখতে পারবো। তবে শুরুতো করলাম.. শেয়ার ও করে দিব ফেসবুকে অথবা ব্লগে…দুখি:ত বন্ধুরা.. আমার হুদাই লেখা পড়তে হচ্ছে বলে। জীবনের ঘটনাগুলোকে কাগজে তোলার মত সাহস নাই.. পাছে আবার সত্যি বলে দেশ ছাড়া হই… আর এই দেশ আর বাবা কে ছেড়ে যাবই বা কোথায়?? বাবা না থাকলে ভাবছি রিস্ক টা নিয়েই নিব… কি বা হারানোর আছে আমার.. সম্পদ থাকলে বাঁচানোর বা রক্ষা করার প্রশ্ন আসে.. আমার সম্পদ বা সম্পত্তি কিছুই নাই.. আমার এই লেখাকে গাঁজাখুরি যাদের মনে হচ্ছে তাদেরকে আগে থেকেই ধন্যবাদ জানাই.. ( আসলে আমার নিজেরই তাই মনে হচ্ছে.. হি..হি..হি…)
এখনকার অনেক বিখ্যাত হেভিওয়েট ব্লগারদের প্রথম পোস্টটা এই রকমই কিছু একটা ছিলো... সুতরাং কোন রকম দুঃশ্চিন্তা ছাড়া হাত পা খুলে লিখতে থাকুন
ধন্যবাদ সাহস যোগানোর জন্য..

যোশ কমেন্ট .. জ্যোতি
লিখতে থাকুন।
এটা কি প্রথম পোস্ট!!!!!
এখনকার অনেক বিখ্যাত হেভিওয়েট ব্লগারদের প্রথম পোস্টটা এই রকমই কিছু একটা ছিলো... সুতরাং কোন রকম দুঃশ্চিন্তা ছাড়া হাত পা খুলে লিখতে থাকুন!
লেখা শুরুর আগেই শেষ হইয়া গেলে ক্যামনে কি?!
মন্তব্য করুন