স্বপ্ন রং
আমার স্বপ্নের রং গুলো এখন অস্বাভাবিক লাল,
এইতো কিছুদিন আগেও যেগুলো ছিল আকাশের মত নীল।
স্বপ্নগুলোকে এখন আর স্বপ্ন বলা যায় না..
রং বদলিয়ে তারা হয়ে গেছে দুঃস্বপ্ন..
দুঃস্বপ্নগুলো এখন রূপ ধরেছে ভয়াবহ।
পৃথিবীর বুকে আমার চিহ্ন মুছে দিতে তারা এখন সক্রিয়,
হয়তো সত্যি তারা সফল হবে আমার অস্তিত্ব মিশিয়ে দিতে।
তবু বাঁচার বড় ইচ্ছা হয়,
ইচ্ছা করে সাদা স্বপ্ন দেখতে,
কিন্তু না, তা হয় না,
আমার স্বপ্নগুলো আজ হারিয়ে গেছে আজ গভীর সাগরে।
সাগর থেকে স্বপ্নগুলো নিংড়ে আনার চেষ্টা করেছি,
কিন্তু সবই ব্যার্থ্..
যত সময় যায় হারিয়ে যায় অতল গভীরে……
২৭-০২-২০০৪ রাত ৯:৩৫
ভালো হইছে কবিতা।
ধন্যবাদ অনিমেষ
মানে কি?
আশাকরছি ভাল আছেন
তানবীরা, এটা ২০০৪ সালে লেখা... ওই সময়ের কষ্ট , ওই সময়ের অনুভূতি.....আর এখন আর নতুন কষ্টে কবিতা লেখা হয় না... সময় বদলেছে...
ভালো লেগেছে।
============
পুরাতন কষ্ট নিয়ে ভেবে কোন লাভ হয় না।
অফটপিকঃ
আপনার পিক টা চমৎকার,
দেখলেই মন ভাল হয়ে যায়!
ধন্যবাদ....
মন্তব্য করুন