ইউজার লগইন

আমার নবজাতিকা মেয়েও তার নাম সমাচার...

গত ২৫ জুলাই তারিখ আমার ২য় কন্যা সন্তান জন্ম নিয়েছে। আজ ১ মাস পূর্ণ হলো তার। কিন্তু এখনো এই বাবুটির জন্য আমরা কোনো নাম ঠিক করিনি। কারণ আমি এখনো এই মেয়েটির জন্য কোনো নামই খুজে পাচ্ছিনা; তাই আপনাদের শরনাপন্ন হলাম।

আমি আরবী নাম চাচ্ছি। আসলে আমি না বলে বলা উচিৎ আমার অভিভাবক-কুল (মানে ছোট্ট খুকীর নানু-দাদু) তা চাচ্ছেন এবং এই বিষয়ে আমাকে তারা সতর্কও করে দিয়েছেন।

আমার প্রথমা কন্যার নামঃ জাওয়াতা আফনান (অর্থঃ বেহেশতের দুটি উদ্যানের অধিশ্বর। সুরা আল রহমান-এর আয়াত হতে নেয়া)।

আশা করি আপনাদের সহযোগীতা পাবো।

ও; ভালো কথা, বাবুটার কিছু ছবি লোড করে দিলামঃ

a1.JPG

a2.JPG

a3.JPG

a4.JPG

a5.JPG

a6.JPG

a7.JPG

a8.JPG

a9.JPG

a10.JPG

a11.JPG

a12.JPG

.

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

প্রভাষক's picture


আরে ধুর! ছবরি এই অবস্থা হইলো ক্যা!!!...
মডুরা সব কই??? Sad( Sad( Sad(

প্রভাষক's picture


মডুরা একটু সাহায্য করনেগো... টিসু

রন's picture


ছবি গুলো আরেকটু ছোট করে দিতে হবে, সাইজ ৬৪০*৪৮০ হলে পারফেক্ট হবে!

প্রভাষক's picture


যে-কোনো ভাবেই হোক কাজটি সম্পন্ন করা হয়েছে!... Tongue

বিষণ্ণ বাউন্ডুলে's picture


jamia/jehan[beautiful] aafreen[brave,acclaim]

zafreen[victorious/knowledgable] tasnim[fountain of paradise]

প্রভাষক's picture


বাংলায় কন মিয়া!... Smile

ধইন্যা...

রন's picture


ছোট্ট বাবুটার জন্য দোয়া রইল! আশা করি খুব শীঘ্রই সুন্দর একটি নাম পেয়ে যাবেন!

প্রভাষক's picture


সাহাইয্য করেন-রে মিয়া বাই... Sad

রায়েহাত শুভ's picture


ওরে দুই পিচকুই কি সুন্দর Smile

১০

প্রভাষক's picture


নাম দেন-রে ভাইডি... Sad(

১১

আপন_আধার's picture


দুইটা পিচ্চিই সুন্দর Smile
এত সুন্দর পিচ্চিদের মাথায় আসেনা Tongue

১২

আপন_আধার's picture


* পিচ্চিদের নাম *

১৩

প্রভাষক's picture


চেষ্টা করতে থাকেন...

১৪

মীর's picture


খুব সুন্দর আপনার দুই মেয়েই মাশাল্লাহ্।

১৫

প্রভাষক's picture


ধন্যবাদ...

১৬

একজন মায়াবতী's picture


বাবু দুজনই যেন অনেক ভালো থাকে সব সময়।
আর নাম বড় জনের সাথে মিলায়া রাখেন। Smile

১৭

প্রিয়'s picture


দুইটা পিচ্চিই খুব সুন্দর।

১৮

উচ্ছল's picture


দুই পিচ্চির জন্য অনেক অনেক আদর...... Smile

১৯

বিষাক্ত মানুষ's picture


আপনার পিচ্চিটার জন্য অনেক অনেক আদর।

কিন্তু, আরবি শব্দ তো মাত্র দুইটা জানি -

আহলান ওয়া সাহলান (স্বাগতম)
কাইফা হালুকা (আপনে কেমন আছেন) Steve

২০

তানবীরা's picture


নাম যে ভাষারই হোক, মেয়েদুটো সুন্দর মনের মানুষ হয়ে উঠুক এই কামনা

২১

জোনাকি's picture


কত্ত কিউট বাবুরেরররররররর.... Big smile

২২

অনিমেষ রহমান's picture


কুটু কুটু বাবু।
Smile Smile

২৩

প্রভাষক's picture


ছোটটার নাম রাখলামঃ যারতাজ যাফিরাহ জারা

সবাইকে ধন্যবাদ...

২৪

প্রভাষক's picture


বড়টার নামঃ জা্ওয়াতা আফনান রোজা

২৫

শাশ্বত স্বপন's picture


ভাই, ৩য় টার নাম আমি দেব। জানাবেন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

প্রভাষক's picture

নিজের সম্পর্কে

প্রচন্ড অনুসন্ধিৎসু এক-জন...