ইউজার লগইন
মন্টা চ্রম খ্রাপ !
লিখেছেন: মুকুল | নভেম্বর ২৫, ২০০৯ - ২:৫৪ অপরাহ্ন
মন্টা চ্রম খ্রাপ ! বোনের বাসায় বেড়াতে আসা অফিসের পাশের বাসার মেয়েটা ঈদের ছুটিতে দেশের বাড়ী (উত্তর বঙ্গের কোন এক জেলা) চলে গেছে। আর আসবেনা মনে হয়! :-(
পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন
মুকুল এর ব্লগ | ২১ টি মন্তব্য |  ৪১২৭ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- বনভোজন - মুকুল
- স্বপ্ন - মুকুল
- দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচী শুরু হচ্ছে :) - মুকুল
- বিজয়ে তৈরি করা মাইক্রোসফট অফিস ফাইল বাংলা ইউনিকোডে রুপ... - মুকুল
- একটা ভদ্রলোকীয় স্মৃতিকথা (উৎসর্গ: মাসুম্ভাই) - মুকুল
- মন্টা চ্রম খ্রাপ ! - মীর
- আজ শোক - মুকুল
- পদাধিকার বলে - মুকুল
- একটি উত্তরাধুনিক ছোট গল্প - মুকুল
- তিনদিনের শুভেচ্ছা সফরে ঢাকা আসছি - নরাধম
সহানুভুতি জানাইয়া গেলাম :(
তুমি ট্রান্সফার লৈয়া উত্তরবঙ্গে চলে যাও
টুটুল ভাই কি ডিভি লটারিতে এ্যাপ্লাই করছেন? ;)
কইন্যা রাজি থাক্লে চাঁদের দেশেও যাওন যায়। সে তো জানেই না কিছু! এখন উত্তরবঙ্গও ম্যালা দূর ! :-(
এই বেপারে ইয়াযাদ ভাইয়ের সু দৃষ্টি কামনা করছি
ভাই উত্তরবঙ্গে একজন গেছে তো কি হইছে...মন খারাপ কইরেন না...দক্ষিনবঙ্গ থেকে দেখবেন আর একজন চলে আসবে...ব্যপার না...
আর কবে আসবে ! (দীর্ঘশ্বাস)
মনটাকে স্থির করো বৎস ! মুসকিল যিনি দিয়েছেন, তিনিই রক্ষা করবেন...
নাহলে ম্যা হু না...!!!!
ও খে। এবার আপ্নেরেই দায়িত্ব দিলাম। দেখি কী কর্তে ফারেন!
পরথম কতা হৈলো- এতো দিকে তাকানো যাইবো না। পাশের বাড়ি হৈলে পাশের বাড়ি... দুরের বাড়ি হৈলে দুরের বাড়ি... মনে রাকতে অইবো- " ইন্নামাল অামানু বিন নিয়্যাত "। হক মাউলা...
ধুরও মিয়া ! নীতি বাক্য ছাইড়া এক্টা বাস্তবভিত্তিক উদ্যোগ নেন। এত কথা শুইনা আমার ফায়দা কী? :(
বিপদে ধৈয্য হারাইয়ো না, ধৈয্যশীলদের ঈশ্বর পছন্দ করেন...
কন্তো...আপ্নেরেই উত্তর বঙ্গে কুরিয়ার কইরা দেই... ঃ)
~
হা হা হা। জাঝা কমেন্ট@ স্বপ্নের ফেরীওয়ালা
আপনার উন্নয়ন কর্মেও জাঝা ঃ)
~
কিছুই করতে পারে নাই বস, পিছলাইয়া গেছে... মুকুইল্যারে দিয়া অইবো না... @মাসুম ভাই
মুকুলের দেখি নজর খ্রাপ হয়ে গেছে।
আপসুস মুক্লা ভাই
আপ্নার দুঃখে চৌক্ষে পানি থুক্কু অস্রু চলে আসলো...........
মজা পাইলাম। আহারে..
মন্তব্য করুন