এটা মানিকগন্জে।
স্পেসিফিক ভাবে বলতে গেলে বলতে হয় সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমে ১৫ টাকা রিকশা ভাড়ার দুরত্বে।
গাবতলী থেকে জনসেবা বাসে উঠলে সাটুরিয়া নামিয়ে দেবে। সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে।
নয়তো গুলিস্তান থেকে বিআরটিসির বাসে উঠে মানিকগন্জের আগের স্টপ গোলোড়া নামতে হবে, সেখান থেকে টেম্পো।
আমি গেসিলাম টেকনিকাল থেকে বিআরটিসিতে গোলোড়ার আগের স্টপেজ নয়াডেংগী বাজার, সেখান থেকে টেম্পোতে সাটুরিয়া, সেখান থেকে রিকশায় বালিয়াটি।
এত সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থাপনাগুলা কি রকম অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দেখে খুব খারাপ লাগে । ফডুগুলা সুন্দর হইছে জেডা , বিশেষ করে জানালার ফডুকডি সৌন্দর্য আছে ।
"আমরা বন্ধু" ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ব্লগ কর্তৃপক্ষকে এজন্য কোনভাবেই দায়ী করা যাবে না।
পোস্ট প্রদান কারী ব্লগার এবং মন্তব্য প্রদান কারী ব্লগারের পোস্টে অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্য প্রদানকারী ব্লগার কর্তৃক সংরক্ষিত থাকবে। ব্লগার অথবা মন্তব্য প্রদানকারী ব্লগার/অতিথি ব্লগারের অনুমতি ব্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
কপিরাইট (c) ২০১১ - ২০১৮ | আমরা ব্ন্ধু ডট কম
আমারে কন নাই , মাইন্ডাইলাম, আমিও যামু, আপনারে কমু না।
দোয়া করি রায়হান ভাইয়ের মত বড় ফটুকগ্রাফার হন।
ভাইরে রোব্বার সব্বের অফিস, সেল্লিগাই বেকার পাব্লিকগো
কৈছিলাম...
এইটা সামুর পিকনিকের বাড়িটা না?
যদি ওইটাই হয়... তাইলে বলতে হয় চমৎকার একটা জায়গা...
আমি জানিনা
দেখতে ফরিদপুরে আমার নানাবাড়ির মতো লাগে, অথবা ছুড আছিলাম বইলা সবই এমন বিশাল বিশাল লাগতো কে জানে।
ভালো লাগলো ছবিগুলো।
ধৈন্যা মামুন ভাই...
শেষের থেকে তিন নম্বরটা খুব সুন্দর
ধৈন্যা ধৈন্যা...
দোস্ত, এমনিতেই অনেক দু:খিত আছিলাম, তার উপ্রে এইসব ফডু দেখাইয়া আরো দু:খিত কৈরা দিলা---
আগেভাগেই স্যরি কৈয়া রাখি, যেনো এরপরের ডাকটাও পাই, মিস করিও না-----
পরের ডাকের টাইমেও কি যাইতে পারবা না??? সেল্লিগা সরি কৈলা???
ধন্যবাদ আপনাকে, ছবিগুলো খুব সুন্দর হয়েছে
আপনাকেও ধন্যবাদ...
ফটো ভালো লাগলো। চুলারে উপড়ে তক্তা ক্যান??
চুলার ভিতরে খড়ি থাকার কথা!!!!
মে বি বুঝাইতে চাইতেছে কেউ কিছু করে নাই
বড় হৈলে ভালো ফটুক তুলতে পারবা...
ইয়াযাদ ভাই আমি আর কত বড় হবো
বালিয়াটি জমিদার বাড়ি...।
দয়া করে জানাবেন, কোথায় এটা?
এটা মানিকগন্জে।
স্পেসিফিক ভাবে বলতে গেলে বলতে হয় সাটুরিয়া বাস স্ট্যান্ডে নেমে ১৫ টাকা রিকশা ভাড়ার দুরত্বে।
গাবতলী থেকে জনসেবা বাসে উঠলে সাটুরিয়া নামিয়ে দেবে। সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে।
নয়তো গুলিস্তান থেকে বিআরটিসির বাসে উঠে মানিকগন্জের আগের স্টপ গোলোড়া নামতে হবে, সেখান থেকে টেম্পো।
আমি গেসিলাম টেকনিকাল থেকে বিআরটিসিতে গোলোড়ার আগের স্টপেজ নয়াডেংগী বাজার, সেখান থেকে টেম্পোতে সাটুরিয়া, সেখান থেকে রিকশায় বালিয়াটি।
ভাল্লাগছে
থেংকু থেংকু...
এসব ছবি দেখলেই মনে হয় কেনো জমিদার হলাম না
ধুর্ধুর... জমিদার হৈয়া কুনু মজা আছে???

হেভি হৈছে ফটুক গুলান।

থেংকু আপ্নেরে...
এত সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থাপনাগুলা কি রকম অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দেখে খুব খারাপ লাগে । ফডুগুলা সুন্দর হইছে জেডা , বিশেষ করে জানালার ফডুকডি সৌন্দর্য আছে ।
উন্ডোজ ইউজ করি তো, সেল্লিগা উন্ডোজের ফটুক সুন্দরৈছে
ওরে বাবা
ভুই পাইলেন্নাকি???
ভুই পেয়োনা ভুই পেয়োনা

তোমায় আমি মার্বো না...
মন্তব্য করুন