আমরা বন্ধু ব্লগ সংকলন "ম্যুরাল"
নানান বাধাবিঘ্ন পেরিয়ে অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে আমরা বন্ধু ব্লগের ২০১১-এ আসা বিভিন্ন পোস্ট থেকে বাছাই করা কিছু লেখা নিয়ে আমরা বন্ধু ব্লগ সংকলন "ম্যুরাল"। ক্ষুদ্র ক্ষুদ্র নানান ঘটনা নিয়ে যেমন একটা পুরো জীবনের চিত্র দেখা যায়, তেমনি ব্লগের বিভিন্ন স্বাদ ও গন্ধের লেখা নিয়ে ব্লগের একটা সামগ্রিক চিত্র সবার কাছে তুলে ধরবার প্রয়াস হলো "ম্যুরাল"।
"ম্যুরাল" এ সংযোজিত হয়েছে নানা সময়ে ব্লগারদের ভিন্ন ভিন্ন অনুভূতিতে পরিপূর্ণ মুক্তগদ্য, শক্তিশালী কিছু তরুণ গল্পকারের গল্প। এছাড়াও আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে দুটি লেখা থাকছে, যেগুলোর কারণে এই সংকলনটা ঋদ্ধ হয়েছে।
ম্যুরালের প্রচ্ছদ করা হয়েছে শিল্পী রাশেদুল হুদা'র একটি ছবি দিয়ে এবং বিপুল শাহ তার মুল্যবান সময় ব্যয় করে এই প্রচ্ছদটা বানাতে সহযোগিতা করেছেন। প্রকাশক, আমরা বন্ধু প্রকাশনী। আশা করা যায়, একুশে বইমেলার প্রথম সপ্তাহেই "ম্যুরাল" মেলার লিটিল ম্যাগ চত্ত্বরে সবার হাতে পৌছুবে। লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা যারা ম্যুরাল বের করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে শুভেচ্ছা।
ফেসবুক পাতা: ম্যুরাল
কৃতজ্ঞতাঃ রায়েহাত শুভ
লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা যারা ম্যুরাল বের করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে শুভেচ্ছা।
কৃতজ্ঞতাঃ তানবীরা
আপনি শুরু না করলে হয়তো শুরুটাই হইতো না
এই মন্তব্যে সুপার লাইক।
তানবীরান্টি শুরু না করলে আসলে শুরুই করা হইতো না।
সাথে মাঝপথে যখন পথ প্রায় হারাইয়াই ফেলছিলাম, তখন তানবীরান্টি ঝাড়ি না দিলে মনেহয় এইটা হারাইয়াই যাইতো।
উপরের দুই কমেন্টে সুপার লাইক।
হ! ক্যাপ্টেন ববি'র কারনেই সব্বাই দৌড়াইছে, উনার ধু্মধারাক্কা ঝাড়াঝাড়ি না থাকলে ধূলা পড়ে সবার হাতে জং ধরেই থাক্তো!
কষ্টকারীরা সব রাধা'র দেখা পাউক!
আমীন
আর যাদের আগে থেকেই রাধা আছে তারা কার দেখা পাইবো?
তানবীরার উদ্যোগকে অবশ্যই স্যালুট দিতে হবে। এতো নেতা থাকতে একজন নেত্রী সবাইরে পথ দেখায় দিলো
কৃতজ্ঞতা টু দ্যা পাওয়ার কত, সেটা আপনি বসিয়ে নিয়েন
~
আমারে এভাবে পাব্লিকলি পঁচানোর মানে কি?
(
সর্যি তো বলছি সবারে।
আমারে কেউ কৃতজ্ঞতা টৃতজ্ঞতা বলে মুরুব্বী বানানোর চেষ্টা করলে সরাসরি মারামারি
অভিনন্দন ও শুভেচ্ছা
অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভকামনা অনেক অনেক...
শুভ কামনা রইলো। বেশি বেশি বই কিনুন এবং দেউলিয়া হোন...
জটিল।

একখান কপি কেম্নে পাই
হ! আমাদের কপি না দিলে জ্বলবে আগুন মনে ঘরে!

সাথে তানবীরা আপুর প্রতি কৃতজ্ঞতা এমন কাজের উদ্যোগ নেয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে। তানবীরাকে অন্তরের শ্রদ্ধা।
তানবীরাকে অবশ্যই বাড়তি অভিনন্দন সাথে অভিনন্দন যারা অন্যান্য কাজগুলো সম্পন্ন করেছেন। প্রিয় এই ব্লগটিতে সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনা আজকাল। তবুও সম্ভবত মেইল মারফত জেনেছি আমার একটি গল্প সিলেক্ট করা হয়েছে--আ্মি এই অপরিসীম সম্পান প্রাপ্তির কারনে পুরো টীমকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
শুভকামনা রইলো ম্যুরালের জন্য। অশেষ ধন্যবাদ আয়োজকদের। চমৎকার লাগছে সুসংবাদটা পেয়ে।
ইয়ে মানে..........প্রতিটি সাফল্যের পেছনেই থাকে একজন নারী
এখানে অবশ্য একের অধিক ছিল

সবাইকে অভিনন্দন, তানবীরান্টিকে ডাবল অভিনন্দন। মোড়ক উন্মোচন কখন হবে? সবাই একসাথে গেলে খুব ভালো হবে। আর দাম কত থাকছে?
যারা অক্লান্ত পরিশ্রম করেছেন---তাঁদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ
তানবীরাপুকে---একটু বেশি বেশি ধন্যবাদ!
কখন যে বইটি হাতে পাবো!!!!????
আপনার মতন মুরুব্বি পেয়েছে বলেই ম্যুরাল আজ বইমেলায় প্রকাশিত হচ্ছে।
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।
শুভকামনা সবার জন্য সেই সাথে ম্যুরাল এর সফলতা কামনা করি। -----------
এবিতে দেখি হেববি একটা মহিলা মাস্তান আছে যা ডায়ালগ মারছে আফায় ------------------------"লিটলম্যাগ চত্বর পুরাটা দখলে রাখুম চইলা আইসেন "---------
-
লিটলম্যাগ চত্বর যাইবেন আর ম্যুরাল কিনবেন না--------তাইলে কইলাম খবর আছে---------আফায় কিনতুক পুলিশের লুক
দুই জায়গায় একই কমেন্ট চইলতোন
তানবীরাসহ অন্যান্য যারা এই জটিল কাজটির সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের শ্রমের ফসলই আজকের ম্যুরাল। আশা করি, বইটি পাঠকদের নজর কাড়বে এবং ভবিষ্যতেও্ এবি থেকে এরকম বই প্রকাশের ধারা অব্যাহত থাকবে।
শুভকামনা
আজকে ৫ ঘন্টা প্রেসে বসে থেকে তারপর কাভার ছাপতে পাঠিয়েছি...
(
কালকে এবং পরশু পুরোদিন লাগবে এমএস ওয়ার্ড থেকে ইলাস্টেটরে কনভার্ট এবং মেকাপ করতে...
এই ২ দিন ও প্রেসে থাকতে হবে...
ক্যান যে কাজ-কাম থেকে পিছলাইতে পারিনা, আফসুস !!!
আপনে আছেন দেইখাইতো বই হইতাছে : )
মেসবাহ ভাই জিন্দাবাদ
টকশোর খাওন কবে?
আপনে আছেন দেইখাইতো বই হইতাছে : )
মেসবাহ ভাই জিন্দাবাদ

লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা যারা ম্যুরাল বের করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন।

অভিনন্দন ও শুভেচ্ছা ।
শুভেচ্ছা ও অভিনন্দন।
আপডেটঃ- আজকে সারাদিন য়াজাদ ভাই পেজ মেক-আপের পিছনে ব্যয় করেছেন। এখনো কিছু মেক-আপ বাকি আছে, আশা করি আগামী কাল সেটা ফাইনাল হয়ে প্রিন্টিংয়ে চলে যাবে।
আমাকে একটা কপি মেইল করে পাঠাতে পারবেন কেউ?
স্যালুট!
আচ্ছা, খুলনায় বসে একটা বাস্তব কপি পাওয়া কি সম্ভব?
আপডেট : মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ম্যুরালের মেকাপ শেষ। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে আশা করছি বানান আর এডিটিং শেষ হবে। শনিবার নাগাদ ম্যুরাল প্রেসে যেতে পারে। ইতিমধ্যে ম্যুরালের কাভার ছাপতে দেয়া হয়েছে। সব মিলিয়ে হয়েছে- ১৩৫ পৃষ্ঠা মানে সাড়ে আট ফর্মা। সব ঠিক ঠাক থাকলে আগামী বুধবার মানে ৮ ফেব্রুয়ারি নাগাদ ম্যুরাল বই মেলার লিটল ম্যাগ চত্বরে পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে। সবাই দোয়া কৈরেন...
মেসবাহ ভাই, আমার এবং সবার অশেষ কৃতজ্ঞতা জানবেন।
মেজবাহ ভাই কাজে নামলে আর কি চাই!
খাইছে রে !!! এদ্দিন পর টাউনে আইসাতো নিউজই নিউজ

মেসবাহ ভাই জিন্দাবাদ

মেসবাহ ভায়ের আপডেট ভালা পাইলাম!
এখন ৮ ফেব্রুয়ারির আগে পিছে ঢাকা যাওয়ার ডেট ঠিক করতে পারবো!!!
থেঙ্কু মেঙ্কু মেজবাহ ভাই!
লাবণী, মেলায় আসলে ব্লগে-এই পোস্টে জানান দিয়েন।
থ্যাঙ্কস আপু! আমি এমনটাই ভাবছিলাম!

অবশ্যই জানাবো!
কতদূর..আর কতদূর..
অপেক্ষা, আর ভাল্লাগেনা।।
লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা যারা ম্যুরাল বের করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে শুভেচ্ছা।
একটা লেখা কতদিন স্টিকি থাকবে তার একটা নীতিমালা থাকা দরকার।পেইজ খুললেই একই লেখা, মনে হয়, এক জায়গায় দাড়িয়ে আছি।
সবকিছু নীতিমালার গন্ডীতে আবদ্ধ হয়ে থাকলে দম বন্ধ হয়ে যাবে। স্টিকি পোস্টের আবেদন ফুরোলেই সেটি সরে যায়। মডু এই বিষয়ে ভাল বলতে পারবে। তবে আমার নিজস্ব মত- এই পোস্টের স্টিকি হবার আবেদন এখনো ফুরোয়নি।
লীনাদির কমেন্টে ভোট আপ।
লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং যারা যারা ম্যুরাল বের করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে শুভেচ্ছা ।
বন্ধু তাতাকে সবিশেষ অভিনন্দন এবং বাচ্চু রাসেল আশরাফকে সনির্বন্ধ ক্বতজ্ঞতা।
বন্ধু তানবীরা, আর রাসেল ঠেলাঠেলি না করলে বা লিন্ক না দিলে, ব্লগের অনেক কিছুই জানা হত না। ওরা দয়া করে, আমাকে যুক্ত রেখেছে বলে, নিজেকে অনাহূত মনে হয় না।
প্রচ্ছদটা বেশ সুন্দর। যারা পরিশ্রম করে এটি করেছেন সবাইকে শুভচ্চো।
মন্তব্য করুন