ইউজার লগইন

ছবি রি-সাইজ করুন প্রান খুলে!

আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের অনেক ব্লগার ছবি সাইজ ঠিক করতে পারছেন না। একই পোষ্টে নানা সাইজের ছবি দিয়ে তিনি নিজে যেমন লজ্জা (!) পাচ্ছেন তেমনি আমাদেরও চোখের ১২টা (!) বেজে যাচ্ছে। নানা সময় নানা ব্লগার এ ব্যাপারে জানতে চান, কি করে ছবি রিসাইজ করে সুন্দর করে ছবি পোষ্ট দেয়া যায়। গতকাল এমনি আমাদের এক ছোটবোন এমনি একটা আকুতি জানিয়েছিলেন।

ছবি রিসাইজ/ ছবির ফরমেট পরিবর্তনের নানা সফটওয়্যার এ দুনিয়াতে আছে। ফ্রীতে কিংবা টাকা দিয়ে কেনা যায়। তবে আমি যেহেতু সহজ অপারেট, টাইম সেইভ এবং টাকা নিয়ে মাথা ঘামাই তাই আজ আপনাদের আমি এমন একটি রিসাইজ ও রিফরমেট করার সফটওয়্যারের খোজ দিব (অন্য ভার্সান টাকা দিয়ে কিনতে হয়)। এই ভার্সানটি/ ইঞ্জিনটা ফ্রী! যা আমি অনেক দিন ব্যবহার করে উপকার পেয়েছি! আপনিও উপকার পেতে পারেন। তবে উপকার পেয়ে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।

প্রথমে এই লিংকে হালকা করে চাপ দিন। ডাউনলোড মেনু থেকে সফটওয়্যারটা কম্পিউটারে জমা/সেইভ করে নিন।

সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন। ব্যস - ডান বাম, উপর নীচের মেনু গুলো দেখুন। কত সোজা। আর কি চাই। প্রান খুলে মজা লুটুন। নিম্মে ছবি দেখনু -

তবে ছবি রিসাইজ করাতে একটু বুদ্দি খাটাতে হবে। ইঞ্চি, পিক্সেল নাকি সিএম! শুধু রিসাইজ করে ছবির ১২টা বাজাবেন না। একটু হিসাব করে কাজটা করতে হবে। অঙ্কের খেলা। দুইভাবে এ সফটওয়্যার ব্যবহার করে ছবি রিসাইজ করতে পারেন। একটা অটোমেটিক অন্যটা নিজের ইচ্ছা মত। নিম্মে একটা নমুনা দেখুন!

ছবিটা ভাল, সব পড়া যাচ্ছে!

ছবিটা ছোট, সব পড়া যাচ্ছে না! বে সাইজ!
********************
আশা করি, সবার ধন্যবাদ পাব। তবে আমার এক্সপেরিমেন্টের ছবি দেখে ঘাবড়াবেন না। এটা আমার এক ঘনিষ্ট বন্ধুর ছবি। হাসিনা ভক্ত এর বাড়ী শেরপুর, যার কাজ ছিল অন্য জেলার লোকদের বাঁশ দেয়া, সময় ও সু্যোগ পেলেই। টাকা নিয়ে একটা অহংকার দেখাত, থ্রিডি টেলিভিশন কিনেছিল। একদিন হটাত পত্রিকায় দেখি তার ছবি! যা নিয়ে আমি এখন এক্সপেরিমেন্ট করি, আমার বেইলী রোডের অন্য বন্ধুরা হাসা হাসি করে! ব্যাটা চোর!! চোরের মার বড় গলা সব সময়!!!
********************
এটি অন্য ব্লগে প্রকাশ করে এখানে নিজ পাতায় এনে রেখেছি। তবে এখানে কিছু কাটসাট করেছি।

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


হালকা চাপ দিলেই মজা লুটে নিতে পারবো? না কি .. Wink

সাহাদাত উদরাজী's picture


মীর ভাই, কেমন আছেন। ইয়াহুতে আসুন। আসেন চ্যাট করি, মনের কথা বলি। আমি এখন অফিসে। শাহরুক খানের লাইভের কি অবস্থা।

মীর's picture


খিকজ্। শাহরুখ খানের লাইভ নিয়ে সামু'র আবালেরা আইজকা সারাদিন লাপ-ঝাপ পাড়লো দেখলাম। অবশ্য বৈশাখী টিভি ব্যবসার নামে যা শুরু করসে, তাও সহ্য করা মুশ্কিল। অফিস করতেসি। মনে কুনো কথা নাই। যেইটা ছিলো সেইটা আসছিলো, আপনার পোস্ট পৈড়া। হালকা চাপ দিলেই কি মজা লুটা সম্ভব? না কি আরো কিছু লাগবে?

সাহাদাত উদরাজী's picture


চাপাচাপি বাদ দেন। হালকা বলছি এ কারনে যে, যাতে ব্যাথা না পায়! হা হা আহা। খালি নেগেটিভ!!! প্লাস ভাবেন। স কিছুতেই মজা আছে।

নাজমুল হুদা's picture


সহজ অথচ ভাল; ভাল অথচ ফ্রী । ধন্যবাদ আপনাকে । এ সফটঅয়ার ডাউনলোড/ইন্সটল করলে ভাইরাস সংক্রমনের আশঙ্কা কি অমূলক ?

সাহাদাত উদরাজী's picture


হুদা ভাই, আজকাল তো আর দেখছি না! কই আছেন? আমার মনে হয় না যে, এই সফটঅয়ার ডাউনলোড/ইন্সটল করলে ভাইরাস সংক্রমনের আশঙ্কা আছে। ব্যবহার করে দেখতে পারেন। বেশ ভাল।

কিছু তো বললেন না!

নাজমুল হুদা's picture


"কিছু তো বললেন না!"

কী বলব বুঝতে পারছি না । কেন যেন একটু, না একটু নয়, বেশ খানিকটা ঝিমিয়ে পড়েছি । ঠিক হয়ে যাবে । আবার দেখা হবে ।

মমিনুল ইসলাম লিটন's picture


দোস্ত, তোমার দোস্ত এনায়েত কোন হাসিনা -র ভক্ত।একজন টাকা আত্মসাত কারীর সাথে হাসিনার কি সম্পক বুঝলাম না।

সাহাদাত উদরাজী's picture


লিটু, না বুঝার ভান করো না! মনে কর তুমি হাসিনার ভক্ত। হাসিনাকে কিছু বললে মার মুখি হয়ে যাও, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল! তুমি সুকাম/আকাম করলে তোমার নামে পাশে/ রেফারেন্সে যদি বলি - হাসিনা ভক্ত আমাদের জনপ্রিয় লিটু। তবে কি খারাপ লাগবে! আজ যদি এনায়েত ভাল কাজ করত তবে যদি বলতাম হাসিনা ভক্ত এনায়েত, তবে তুমি নিশ্চয় খুশি হতে।

বন্ধু, সহজ ভাবে নাও। শাহরুখ স্টেজে পাগলা 'গাজী ইলিয়াস' হয়ে যেও না!

১০

রাসেল আশরাফ's picture


কাকা আপনার পোস্ট পড়ে হালকা চাপের মাজেজা বুঝলাম।

হাসিনার সাথে কার সম্পর্ক আছে এমন লোক আপনার ঘনিষ্ঠ বন্ধু!!!!!!!এটা দিয়ে কি বুঝাতে চাইলেন?? Tongue

১১

সাহাদাত উদরাজী's picture


কাকা, এনায়েত খাঁটি আওয়ামী লীগ ভক্ত ছিল। ওর সামনে আওয়ামী লীগ/ হাসিনা নিয়ে কিছু বললে মারমুখি হয়ে যেত। এজন্য এমনটা বলা।

১২

রাসেল আশরাফ's picture


আপনার ব্লগের পাতায় ঔষুধের বিজ্ঞাপ কেন??

১৩

উলটচন্ডাল's picture


বেশ কাজের পোস্ট। আমি নিজে gimp ব্যবহার করি। একটু অ্যাডভান্সড আর ওপেন সোর্স।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills