ইউজার লগইন
উচ্ছিষ্ট !!!
লিখেছেন: অতিথি পাখি | ডিসেম্বর ২২, ২০০৯ - ৪:২০ অপরাহ্ন
বহু চেষ্টা করিয়া এই লাইন লিখার সামর্থ হইলো , পাঁচ দিনের পরিশ্রমে যা আসলো !!
ওরে পাগলা!! ভান ধরিস না কাপড় পর !!
বৈরাগ্যপনা গোফ-দাড়ি নয়, দিলে কর!!
পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন
অতিথি পাখি এর ব্লগ | ১৪ টি মন্তব্য |  ২৬৫৫ বার পঠিত
বন্ধুর কথা
সাম্প্রতিক মন্তব্য
- শেষ রাতের শেষ অন্ধকারের কিছু স্মৃতি... পর্ব দুই - তানবীরা
- শেষ রাতের শেষ অন্ধকারের কিছু স্মৃতি (উৎসর্গ ঃ বিহঙ্গ) - তানবীরা
- আজাইরা পেন পেন ( কেউ পইড়া বিরক্ত হইলে দোষ নাই ) - কাঁকন
- চেনা মুখের চেনা কথা, অজানা অচেনা দূঃখ ব্যাথা !! (... - বাউল
- দিলে চোট দিলিরে শেফালী । পর্ব ((১)) - বাউল
- অবিবাহিত যুবক সম্প্রদায় নিয়া বাতেন ভাইয়ের মজা নেয়ার পি... - অতিথি পাখি
- i want to restart my life .......... ( উৎসর্গ নীড়-দা... - অতিথি পাখি
- উচ্ছিষ্ট !!! - তানবীরা
- শিরোনাম নাই !! - লোকেন বোস
ওরে ভাবিষ্ট , ভাব বন্ধ কর
শক্ত হাতে কী বোর্ড ধর।
হাত শক্ত করেই ধরি । লেখা তো শক্ত হয় না !! আযান দিয়া নামাজ কান্দে আনলাম নিকি ?
ওরে ফাঁকিবাজ, ভাব ধরিসনা লেখা ছাড়
দুয়েক লাইনে ফাঁকি দিলে পাবি না পাড়।
ভাই না গুড!!
ট্রাই দিছি মাগার আহেনা !! ইদানিং মনে রঙ লাগছে ।।
উদাস লেখতে যাইয়া কুল মান সব শেষ !! মাথার চুল টাইনা ছিড়তে ইচ্ছা করতাছে !!
একটা গাঞ্জাময় পোষ্ট দেন !! দেখবেন মজমা বইসা গেছে ।। তখন সেই ভাবের মাঝে খালি উদাস আইবো । ম্যায় শিউর হু !!
আম্মো ছেম কেছ
গঞ্জিকাময় লেখা এখন বাইরাইবোনা। বিরাট ফেসিলিটির মইধ্যে আছিগো।
একটা গান আছেনা?
সবার দেখি করুণ অবস্থা !!
কি করি ?
টেকনিকাল্লি করার মুনয় তেমন কিছুই নাই
এই মাত্র আপনার নিশি কথন পড়লাম।। ব্যাপক হইছে ।।
দিলেন তো আগুন জ্বালায়া...
হাঃহাঃহাঃ থেঙ্ক্যু।
আগুন জ্বলছে যেহেতু সেহেতু কাছা দিয়া বইলাম
আহ!! লেখলাম একটা ঘটনা !!
সত্য ঘটনা বেশি আয়েশ করে লেখা যায় না !!
কোন রকমে টাইনা টুইনা শেষ করছি ।।
কুতায় জলদি ছাড়েনরে ভাই (ইমু কামকর্তাছেনা)
আর একটা পরফাইল ফটুক ঝুলান
ভাব জগতে আগুন লাগিছে,
দমকল বাহিনী কই?
পেটের আগুন নিভাচ্ছি এখন।
আপ্নে এক খান পোষ্ট দিয়া যাত্রা করেন না নীড়-দা......
একটা আড্ডার পোষ্ট দেন দিকি।।
পাখি ভাই করে ব্লগ রাতি পোহাইলো
দেশে বিদেশে পাঠক সকলি ঘুমাইলো।
আমি ব্যক্তিগতভাবে এই দুই লাইন এস এম এস ব্লগের চুড়ান্ত বিরোধিনী। নিজে বেশি কথা কইতে ও শুনতে ভালোবাসি।
মন্তব্য করুন