ইউজার লগইন

উচ্ছিষ্ট !!!

বহু চেষ্টা করিয়া এই লাইন লিখার সামর্থ হইলো , পাঁচ দিনের পরিশ্রমে যা আসলো !!

ওরে পাগলা!! ভান ধরিস না কাপড় পর !!
বৈরাগ্যপনা গোফ-দাড়ি নয়, দিলে কর!!

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


ওরে ভাবিষ্ট , ভাব বন্ধ কর
শক্ত হাতে কী বোর্ড ধর।

অতিথি পাখি's picture


হাত শক্ত করেই ধরি । লেখা তো শক্ত হয় না !! আযান দিয়া নামাজ কান্দে আনলাম নিকি ?

সোহেল কাজী's picture


ওরে ফাঁকিবাজ, ভাব ধরিসনা লেখা ছাড়
দুয়েক লাইনে ফাঁকি দিলে পাবি না পাড়। Undecided

অতিথি পাখি's picture


ভাই না গুড!!
ট্রাই দিছি মাগার আহেনা !! ইদানিং মনে রঙ লাগছে ।।
উদাস লেখতে যাইয়া কুল মান সব শেষ !! মাথার চুল টাইনা ছিড়তে ইচ্ছা করতাছে !!

একটা গাঞ্জাময় পোষ্ট দেন !! দেখবেন মজমা বইসা গেছে ।। তখন সেই ভাবের মাঝে খালি উদাস আইবো । ম্যায় শিউর হু !!

সোহেল কাজী's picture


আম্মো ছেম কেছ Frown
গঞ্জিকাময় লেখা এখন বাইরাইবোনা। বিরাট ফেসিলিটির মইধ্যে আছিগো।
একটা গান আছেনা?

বৃন্দাবনের মধু বনে এখন কোন মধু নাই
বৃন্দাবনের যত মধু নিয়ে গেছেন রাইগো রাই
ব্রজেশ্বরী রয় কিশোরী আইনা দে আইনা দেরে
কি করি আমি কি করি, বলরে সুবল বল দাদা।

অতিথি পাখি's picture


সবার দেখি করুণ অবস্থা !!
কি করি ?

সোহেল কাজী's picture


টেকনিকাল্লি করার মুনয় তেমন কিছুই নাই Frown

অতিথি পাখি's picture


এই মাত্র আপনার নিশি কথন পড়লাম।। ব্যাপক হইছে ।।
দিলেন তো আগুন জ্বালায়া...

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ থেঙ্ক্যু।
আগুন জ্বলছে যেহেতু সেহেতু কাছা দিয়া বইলাম Laughing

১০

অতিথি পাখি's picture


আহ!! লেখলাম একটা ঘটনা !!
সত্য ঘটনা বেশি আয়েশ করে লেখা যায় না !!
কোন রকমে টাইনা টুইনা শেষ করছি ।।

১১

সোহেল কাজী's picture


কুতায় জলদি ছাড়েনরে ভাই (ইমু কামকর্তাছেনা)
আর একটা পরফাইল ফটুক ঝুলান

১২

নীড় সন্ধানী's picture


ভাব জগতে আগুন লাগিছে,
দমকল বাহিনী কই?

১৩

অতিথি পাখি's picture


পেটের আগুন নিভাচ্ছি এখন।
আপ্নে এক খান পোষ্ট দিয়া যাত্রা করেন না নীড়-দা......
একটা আড্ডার পোষ্ট দেন দিকি।।

১৪

তানবীরা's picture


পাখি ভাই করে ব্লগ রাতি পোহাইলো
দেশে বিদেশে পাঠক সকলি ঘুমাইলো।

আমি ব্যক্তিগতভাবে এই দুই লাইন এস এম এস ব্লগের চুড়ান্ত বিরোধিনী। নিজে বেশি কথা কইতে ও শুনতে ভালোবাসি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.