ইউজার লগইন

দিলে চোট দিলিরে শেফালী । পর্ব ((১))

তুমি স্বপনে কইয়াছিলে,

১)শইলের যত্ন নিও,
২)ঠিক মত খাইও,
৩)ঠিক মত ঘুমাইও
৪) আর আমার কথা ইয়াদ কইরো ।

বিশ্বাস করো, তোমার কতা মানতে গিয়া উপ্রেত্তে নিচে আইতে আইতে তোমার কতা আর ইয়াদ থাকেনা।।

==============================
==============================

একদা, পূর্ণিনা নিশিতে চকচইক্কা চান দেইখ্যা তোমারে কইছিলাম , ওই চান্ডারে ফুল বানায়া তোমার খোপায় দিমু ,
তুমি দিলে যখম দিলা, একটা কুমড়া ফুল দিবার খেমতা নাই বইলা চইলা গেলা। ও লো শেফালী লো এঁ এঁ এঁ।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


হায় শেফালী !!!!

অতিথি পাখি's picture


বাকী আধা আইলো না ক্যান?
হায় শেফালী লো !! তোরে খাইছি !!!

সোহেল কাজী's picture


হায় শেফালী হায়

আয় শেফালী আয় Cool

ঘটনা কি? ঝাতি বিস্তারিত জানতে চায় Wink

অতিথি পাখি's picture


ঝাতিরে পরে জানাই !!
শেফালী অর্ধেক আইলো পরতমে ।। পরে পুরাখান দিলাম ।

একটা সিরিজ শুরু করলাম আর কি !!!
Funny Images Free Pics View Photos
Click here to more funny images

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ শেফালীরে কইশ্যা মাইনাস।

তয় ব্যাপার্স্না, শেফালী যায় জরিনা আসে এইতো নদীর খেলা Cool

অতিথি পাখি's picture


শেফালির কিরতি সমুহ তুইলা ধরতে চাই ঝাতির কাছে !!
এই সিরিজটা মাঝে মাঝে আসবে ।

মন মেজাজ দুর্দান্ত খারাপ থাকলে !!!

সোহেল কাজী's picture


দাগা দেয়ার অপরাধে শেফালীরে ঝুলানো হোক Cool খিকজ

অতিথি পাখি's picture


শেফালীদের এখন আর মিলেনা !! ঝুলাইলে একটা শেফালী কমে যাবে !!
তাদের থাকার দরকার আছে !!

আত্তদ্বিপ's picture


চাপা শেফালী।
হা হা হা হা খুব মজা পাইছি, পরেরটার অপেক্ষায় আছি

১০

অতিথি পাখি's picture


থ্যাঙ্কু ভাইডি...

চাপা শেফালিডা কিতা গো ভাইডি ?

১১

বিহঙ্গ's picture


শেফালীরা কি কালে কালে খালি দিলে চোট দিয়া যাইবো_ হায় শেফালী লৌ .......................

১২

অতিথি পাখি's picture


শেফালীরা কালে কালে কালের অতল তলে ডুবে যায় !! তাদের ভাসানোর জন্য এই পদক্ষেপ !!

তবে ইহা মন অত্যাধিক খারাপ থাকলেই কার্যকর হবে !!

১৩

নীড় সন্ধানী's picture


হায় শেফালী, চোট যে দিলি
এই জীবনেই বুইঝা যাবি
তুই যে কত ভুল করিলি।

১৪

অতিথি পাখি's picture


হায় রে !! এখনো মনে আইলে কান্দন আইয়ে !!
চোখের জলে বালিশ ভিজে শেফালীদের মন ভিজে না !!

১৫

তানবীরা's picture


দিলে বড় জ্বালারে পাঞ্জাবীওয়ালা

১৬

অতিথি পাখি's picture


hahaaa দিলেন তো গানটা মনে করাইয়া ।।
এই চান্সে শুইনা নেই !!

১৭

শওকত মাসুম's picture


হায় শেফালী !!!!

১৮

অতিথি পাখি's picture


লজ্জার ইমো হবে !!

১৯

জ্যোতি's picture


দিলে বড় জ্বালা রে পান্জাবীওয়ালা.....

২০

অতিথি পাখি's picture


হায়রে !! কই যাই !!!
কারেন্টের পিলারের লগে মাথা ঠুকার ইমো হবে ।।
উপরে তানবীরা আপার মন্তব্যের জবাব দ্রষ্টব্য !!

২১

জ্যোতি's picture


উদাস ভাব গেছেগা।গানডা শুইনা নেই।ধইন্যাপাতা দিরঅম ৫ কেজি

২২

বাউল's picture


হায় শেফালী!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.