ইউজার লগইন

i want to restart my life .......... ( উৎসর্গ নীড়-দা ও সোহেল কাজী)

ইদানিং কালের ব্রেকিং নিউজ হলো, রাতের সারমর্ম বুঝার আগেই ঘুমের সারমর্ম বুঝতে পারি। ঘুমের মাঝে এখন মজা নেবার বৃথা চেষ্টা চালাই। মজাটার ধরন হলো, ঘুমুতে দেরী মাগার স্বপ্ন আসতে দেরি নাই । স্বপ্নের ধরনগুলো অবশ্য একটু অন্যরকম । হয়তো অন্য সবার মত না । ভয়ে মাঝে মাঝে আতকে উঠি। সেই সুবাদে আজকাল হার্টের অবস্থা শোচনীয় । ইউ,টিউবে একটা লাশের পোষ্টমর্টেম দেখার খায়েশ জন্মেছিলো কয়েকদিন আগে। যেই আমি মুরগীর রক্ত দেখলে ভয়ে কুকড়ে যাই । সেই আমার হয়তো এটা দেখা উচিত হয়নি । ডাক্তার যখন চাকু দিয়ে লাশটার গলা থেকে নাভী পর্যন্ত এক টানে চিড়ে ফেলে । সাথে সাথেই ল্যাপটপের ঢাকনা ফেলে দেই। কিছুক্ষন কাপতে কাপতে আরেকটু দেখার সাধ জন্মে । পরবর্তি পাচঁ সেকেন্ড দেখে আর সাহস হয়নি এগুবার।

রাত দুইটা । আজ বুধবার! সন্ধ্যায় ঘুমিয়ে পড়ার কারনে ভাত খাওয়াটা আর হয়ে উঠেনি । পেটে টান পড়েছে । রান্না ঘরে এসে ভাত খেয়ে কিছুক্ষন গান শুনতে শুনতে জানালার পর্দা সরিয়ে বাহিরে সারা শহরে বরফের প্রতিচ্ছবি দেখে বাহিরে যাবার ইচ্ছেটা লুকুতে পারি নি । বোকার মত কেডস না পড়ে, সেন্ডেল পড়েই বের হয়ে পড়ি ।
সারা রাস্তায় আমি একা । ঠান্ডার ব্যাপারটা তখনও মাথায় ঢুকেনি । হয়তো অনেক দিন ঘরে বন্দি থাকার কারনে ।

তিন ঘন্টার মত হেটেছি টের-ই পাইনি । কানে তখন বাজছিলো “গোপন পিরিতি” নামের একটা ভাবের গান । হয়তো সেই ভাবের মাঝেই ডুবে থাকার কারনে তিন ঘন্টা পার হয়েছে বুঝতে পারি নি । সারা রাস্তায় আমি কয়েকটা গাড়ির আনাগোনা দেখেছি । ভাবতেই পারিনি গাড়ির সংখ্যা এতো কম হবে । মানুষের সংখ্যা বলতে দুইজনকে দেখেছি । তিন/চার ইঞ্চি বরফের উচ্চতা। ইদানিং বিড়ি টানার ইচ্ছেটা প্রবল হয়েছে ।
সাথে বিড়িও নেই । বাসায় এসেছি ভোর পাচঁটায় । বিদ্যুত নেই । পে এজ ইউ গো ইউজ করার সুবাদে ইমারজেন্সি ব্যালান্সও শেষ ।

ভোর ছয়টায় আবার বের হই । টপ আপ করে এসে এককাপ চা খেয়ে কম্পু ওপেন দিয়েই একটা ফেইচবুক ষ্টাটাস দেখে কিছুক্ষন চুপষে পড়ে থাকি ।।
“ I want to restart my life” আহা! আমার মত কেউ একজনের হাহাকার মনে হচ্ছে । আমিও যদি পারতাম আমার লাইফটা আবার শুরু করতে নতুন করে ।

তার কিছুক্ষন পরেই দেখি আরেকটা ষ্টাটাস, “ আমার নিরবতাই হলো, মনের করুন ব্যাথার আরেকটা শব্দ”!! এবার আর পারলাম না । মনটা কেঁদে উঠে।

শুনেছি , মানবকুলে আসার জন্য নাকি দেব-দেবতাগন উপাসনা করেন । কিন্তু ক্যানো করেন সেইটার রহস্য বুঝতে হয়তো আমার মত আনাড়ি দ্বারা সম্ভব নয় । আজ যখন রাস্তায় হাটছি চারিদিকে তাকিয়ে দেখলাম, একটা গাছেরও পাতা নেই। শুকনো গাছ গুলো পুতিয়ে গেছে, দাঁড়িয়ে আছে বিবস্ত্র অবস্থায় । ক্যামন যেনো বেখাপ্পা লাগে । শুনা কথায় বলছি, তাদের নাকি প্রান আছে । আমি হয়তো তাদের যন্ত্রনা বুঝি না । একবার বুঝতে গিয়ে হাপিয়ে উঠেছি । না বুঝার ভান করে বারিকিং পার্কের দিকে হাটা ধরি।
অনেকটা জঙ্গল বলা চলে, যে দেশে মানুষ নিরাপদ সে দেশে হয়তো জন্তু জানোয়াররাও নিরাপদ । কোন এক বসন্ত বিকেলে আমি এই পার্কেই শুয়ে শুয়ে ১৯ টা কাঠ-বিড়ালী গুনে ছিলাম । আমার আশ পাশ দিয়েই ঘুর ঘুর করছিলো। এখন ভাবনার মাঝে এলো এই কাঠ-বিড়ালী গুলো গেলো কই । তারা কি বরফের নীচে ? ভাবছি আর এগুচ্ছি তাদের কি প্রান আছে ? ......... নাকি যত যন্ত্রনা সব এই মানুবকুলের প্রানীদের ।

এখন আমি রান্না ঘরের সোফায় কম্বলের নীচে ঢুকে এই লেখাটা লিখছি । গ্যাসের চুলা জ্বলছে ঠান্ডার কারনে । এখন আমি শীত অনুভব করছি । আমি এখন বুঝতে পারছি আমার প্রান আছে ............? না হয় ঠান্ডা লাগবে ক্যানো ?

আসলেই আমার প্রান আছে হাহাহহা। প্রানের মাঝে আরেক প্রান আছে । আমার আকৃতি আছে , সেই আকৃতির ভাঁজে ভাঁজে মুখোশের স্তর আছে । সেই স্তরে স্তরে কুৎসিত কিছু চরিত্র আছে । সেই চরিত্রগুলোর মাঝে আসলেই গু জাতীয় বোধ আছে, এখন সেগুলো থেকে গন্ধ আসছে ।।

আমি আমার কুৎসিত স্তরের চরিত্রের ভাঁজ খুলিনা, মানবকুলের ভয়ে । আমি হয়তো বড্ড ভয় পাই এই সমাজকে । আমি হয়তো আমার চেতনাকে চির উন্নত করতে ব্যস্ত । আমি হয়তো আমার চিন্তা চেতনাকে মহাকার রূপ দিতে ব্যস্ত । আমি হয়তো আমার দোষ গুলোকে ঢাকতে ব্যস্ত, ভালো দিকটা প্রকাশ করার মানসে ।

চুপে চুপেই বলি, আমি মানবকুলে এসেছি বটে । একটা মেদি কুকুরের চরিত্র ধারন করতে পারিনি । দেব-দেবতাগন কেনো এই মানবকুলে আসতে চান এখনো টের পাইনি ।

আমি হয়তো মানব হতে পারিনি । আমার এখন আবার বলতে ইচ্ছে হচ্ছে, আমার নিরবতাই হলো, মনের করুন ব্যাথার আরেকটা শব্দ । and I want to restart my life …………………..
আমি হয়তো মানব হতে চাই । (( এই ইচ্ছাটাও প্রকাশ করা হয়তো আমার মুখোশের আরেকটা ভাঁজ । কে জানে ? ))

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


সারা শহরে বরফ? আপনেও কি কোরিয়া থাকেন নাকি?

অতিথি পাখি's picture


হুম! সুশান্ত দা ফেইচ বুকে ষ্টাটাস দিছিলো মনে হয় আজকে, কইছিলো আইজ পাগলের মত নাকি আজকে বরফ পড়ছে।

নাহ !! কোরিয়া যাবো ভাবছি চান্স পেলে ।

সাঈদ's picture


restart কইরা দেখ লাইফটা , কিছু চেঞ্জ আসে নাকি, সবার মত হইতে পারো নাকি।

অতিথি পাখি's picture


সবার মত তো আছিই !!!
রি ষ্টার্ট দিয়া দেখতে চাই কিরাম হই ?.........।। এই আর কি ...

হাসান রায়হান's picture


কাজী পোলাটা আর নীড়্যার কি কপাল! আমি হালায় এত বছর বলগ করলাম কিন্তু কেউ আমারে কোনো পোস্ট উৎসর্গ করল না।

অতিথি পাখি's picture


হাহাহা ব্যাপার তা না ............

ভাবের কথা আইলেই কাজি সাবরে ডাকতে ইচ্ছা করে । আর কইতে ইচ্ছা করে , কাজি সাব কিরাম হইলো ভাব সম্প্রসারন ।।

নীড় সন্ধানী's picture


খিকজ, আপনার জন্য আমি আস্ত ব্লগ উৎসর্গ করতে চাই (খালি নামটা কৈয়া দেহেন) :)

অতিথি পাখি's picture


নীড়-দা @

উনি কি হাসান রায়হান ভাই নাকি ?

সোহেল কাজী's picture


@রায়হান, বস কি ফটু তুল্লেননি

১০

টুটুল's picture


তাইলে এই কমেন্টস রায়হান ভাইকে উৎসর্গ কর্লাম :)

ভাল লাগছে...

অ.ট. আপ্নার প্রায় পোস্টে গু চৈলা আসে... ঘটনা কি?

১১

অতিথি পাখি's picture


থাঙ্কু আপ্নারে !!

অফটপিক ঃ গু এর সেন্সর করা লাগলে বইলেন। গু এর একটা প্রতিশব্দ জানি বিষ্টা মনে হয় ।।
গু এই শব্দটার সাথে ক্যান জানি নিজের মিল পাই । তাই প্রায় পোষ্টে চেষ্টা করি টাইন্যা হেচড়াইয়া নিয়া আইতে ......।।

১২

টুটুল's picture


পার্লে বদলাইয়া দিয়েন

কিছু শব্দ কিরম জানি লাগে ... সরি
এইটুক দাবি আপ্নার কাছে করতেই পারি নিশ্চয়?

১৩

অতিথি পাখি's picture


অবশ্যি করতে পারেন ............

গু শব্দটার একটা জোস আছে ...... এইটা বদলাইলে বেখাপ্পা লাগবো আমার কাছে ...

আর টুটুল ভাই , আমার এই গু শব্দটা এখানের অনেকের কাছেই সু পরিচিত । মনে হয় না কোন সমস্যা হবে ।। হাহাহা

ব্যাপার না । কেউ অব্জেসশন দিলে বদলাইয়া দিমু ।।

১৪

সোহেল কাজী's picture


লাইফ একটা টিস্যু পেপেরের মত, রিসাইকেল নাই ওয়ান্টাইম ইউস ওনলী।

মনের ভেতর জ্বলছে শত জনমের অঙ্গার, আর সুখটা জ্বলন্ত অঙ্গারে কয়েক ফোঁটা জলের ছিটার মতোই ষ্পর্শ করার আগেই বাষ্প হয়ে উবে যায়। আমার কাছে বাষ্পবন্দীর পাত্র নেই তাই সেগুলোকে ডানা মেলতে দেই, খুঁজে নিক আপন নীড় বিষন্ন নীল আকাশে। কখনো হয়তো বৃষ্টি হয়ে ভিঁজিয়ে দিবে খুব কাছের কাউকে কিংবা তুষার হয়ে ঝরে পরবে আমার চৌকাঠে। আমি তখন উষ্ণতা সন্ধানে এক দৃষ্টে চেয়ে থাকব জীবনের দিকে। পরিব্রাজক আমার সাথে আড়ি তার অনেকগুলো দিন।

লেখাতো পুরা উড়ন্তিস হৈছেরে বুখে আয় উদাসী

১৫

অতিথি পাখি's picture


এই কমেন্টের পরে আর কিছু লেখতে ইচ্ছা হচ্ছে না !!

১৬

সোহেল কাজী's picture


আতকা ইট্টু আইটকা এলাম, দেখি ঝামেলা শেষ কইরা জলদি আইতারি নাকি

১৭

জ্যোতি's picture


বিশাল ভাবের পোষ্ট।কিছু ভাব পাঠায়া দিয়েন তো!পোষ্ট লিখব।

১৮

অতিথি পাখি's picture


একটা গান গাইতে ইচ্ছা করতাছে ............ ভাবের ঘাটের নাইয়া......... আমারে নি নিবা........................ ( আর মনে নাই )

ফু দিয়া দিলাম ......... কাজ হইলেও হইতে পারে । পীর-ফকির তো আর গায়ে লেখা থাকে না । বিশ্বাস করতে হয় ।

১৯

নীড় সন্ধানী's picture


জ্ঞানের কথা কই একটা:
প্রান থাকলে প্রানী হয়, মন থাকলেই কি মানুষ হয়, নাকি অমানুষও?

২০

সোহেল কাজী's picture


নীড়'দা, হাঃহাঃহাঃ এইটাতো আমার খোমা কিতাবের ইস্টেটাসের থেনে টুক্লিফাই কর্ছেন
সংক্ষিপ্ত কমেন্টে হৈপেনা

২১

নীড় সন্ধানী's picture


খাইছে কমেন্ট করেও শান্তি নাই, কপিরাইট যন্ত্রনা

২২

নীড় সন্ধানী's picture


কমেন্ট অর্ধেক আসে কেন, মডু সাব?
________________________
টুকলিফাই করি নাই কাজীদা, ঈমানে কইলাম :)

২৩

অতিথি পাখি's picture


কাজি সাব@

নীড়-দা একটা কমেন্ট করছে, তাও আপ্নাগো লেইগা শান্তি নাই ।।

২৪

অতিথি পাখি's picture


আমার তেমন জ্ঞান নাই , যা দিয়া এইটার জবাব দিমু ।।

দুই একটা ভাবের আনাগোনা দেখা দিলে আবজাব লিখি .........।
সেই ভাব থেকেই বলছি ,

মনের পাল্লায় নিজেরে দাড় করাইলে অদ্ভুত এক রহস্য মিলে , তখন মানুষ আর অমানুষের কোনো খেলা থাকে না .........
তখন খেলা থাকে প্রেমের । আর প্রেম সর্বদাই উত্তম , সব কিছু হতে !!
যার ভিতরে প্রেম নাই সে অমানুষ !!

এখন চিন্তার বিষয় জন্তুর মাঝেও প্রেম আছে । তাইলে কি তারাও মানুষ?
আমার ধারনা মানুষ হলো একটা আকৃতি । যে কীট থেকে এই মানব বডির ফাংশানে মানবকুলের আগমন । এখন কার মাঝে প্রেম আছে এইটাই আসল ।

( সরি আছি বেশি ভাব মারলাম মনে হচ্ছে নীড়দা )

২৫

আত্তদ্বিপ's picture


আপনে খুব খারাপ আছেননি। কদিন ধরেই দেখছি আপনার লেখার মাঝে এক ধরনের কষ্ট থাকছে যা না চাইলেও নিজের মাঝে চলে আসছে। এজন্য আমি হাল্কা কমেন্ট করছিলাম কিন্তু আজ আর কিছুই বলতে পারছি না। তারাতারি মনটা ভাল করেনতো, নইলে.........

২৬

অতিথি পাখি's picture


আত্তদ্বিপ ভাই ,@

হাহাহা !!
কখন যে কি কারনে মন খারাপ থাকে তা বুঝার ক্ষমতা আমার থাকে না ভাইডি ............।।

ইচ্ছা তো করে , হেসে খেলেই পাড় করি সারাটা জীবন । তা আর হয়ে উঠে না ......... ঐ যে পিছুটান ।

এই পিছুটান , একেক সময় একেক জনের নির্ধারিত ।

ভালো থাকবেন। ট্রাই দিবো মনটা ভালো করার !!

২৭

টুটুল's picture


সব্বাই কিরম শীতে ঠাণ্ডা হইয়া গেছে... এক্টা ঝাকানাকা লেখা দেনতো

২৮

অতিথি পাখি's picture


হাহহা তাও তো দুইটা লেখা দিয়া দিলাম দুইদিনে ।।
এই মন খারাপের কালে ............।

আপ্নে একটা ফান পোষ্ট দেন । পইড়া হাসি কিছুক্ষন !!

২৯

টুটুল's picture


কিল এক্টাও মাটিতে পর্পে না :(

৩০

অতিথি পাখি's picture


মেজাজ মর্জি ভালো থাকলে আপ্নের কওয়া লাগপে না।।
ফান পোষ্ট দিয়া ভরায়া ফেলামু !!!

কিঞ্চিত টাইম লাগবে আর কি ... আর কিছু না !!

৩১

টুটুল's picture


মেজাজ্রে টাইট দেন :) যাতে দ্রুত লাইনে চৈলা আসে

৩২

অতিথি পাখি's picture


আগের পোষ্টটা ইচ্ছা করেই ডিলেট দিয়েছি ।। ফাজলামী পোষ্ট ছিলো !!

৩৩

নজরুল ইসলাম's picture


আমি কয়দিন আগে ফেইসবুকে স্ট্যাটাস দিছিলাম রিস্টার্টের। কিছু জিনিস নতুন কইরা শুরু করছি। খারাপ না।
শুরু করে দেন নতুন কইরা। ফি আমানিল্লাহ্...

শিরোনামটা ইংরেজিতে কেন দিলেন? জ্বলজ্বল করতেছে কলঙ্কের মতো।

লেখা ভালো লাগলো অনেক

৩৪

অতিথি পাখি's picture


লেখা ভালো লাগছে জেনে ব্যাপক আনন্দিত !!

থাকনা দুই/একটা কলংকের ছাপ তো থাকবেই .........। মানুব কুলের প্রানী বলে কথা !!

৩৫

তানবীরা's picture


এমন লেখায় মন্তব্য করার মতো যোগ্যতা আমার নাই। শুধু পড়েছি জানিয়ে গেলাম

৩৬

অতিথি পাখি's picture


দিলেন তো বাশঁ একটা !!

একই নানীর বাড়ির এলাকার মানুষ । দয়া মায়া রাইখেন দিলের মাঝে ...

৩৭

পদ্মলোচন's picture


বরফ পড়ছেনি? কি কন? টের পাই নাই বার এপ্লিকেশন নিয়া ব্যাপক বিজি ছিলাম। মাত্র শেষ করলাম।

৩৮

অতিথি পাখি's picture


হাহাহা ...............

কারে কি কই ?......... জানালাডা খুইলা দেখেন । রঙ্গ এখনো শেষ হয় নাই ............

 ভালো কইরা পড়েন মিয়া !!

৩৯

বাতেন ছিদ্দিকী's picture


comments ase na kan?

৪০

বাতেন ছিদ্দিকী's picture


হুম রিস্টার্ট বাটনে টিবি দেন, আপনার নাকি বিয়ার সম্বোন্ধ আইছে?

৪১

অতিথি পাখি's picture


বিয়ার সম্বন্ধের কথা ক্যান জানি শরম শরম লাগতাছে !!

 আছেন কিরাম ?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.