কথোপকথন
আপা, আমার ভয় ভয় করছে !!
কেন, হয়েছে কী, কিসের ভয়, কেনই বা ভয় ?
আমার ভাগনেরা আজ পারবে তো?
আরে, বলিস কি, পারবে না মানে !
জানি তো! তবু লাগে ডর।
দেখিয়ে দেবে আজ কত চা’লে কত ভাত।
তা তো বটেই, বাঘের বাচ্চা বাঘ।
হ্যাঁ, রাখবি মনে, বাঘের বাচ্চা বাঘ!
আপা, দুলাভাইতো এলোনা এখনও !
এইতো, আসবে চলে একটু সবুর কর।
হালুম! আটকে গেলুম কাজে তাইতো একটু দেরী।
সালাম, দুলাভাই, সালাম, ফিরতে এততো দেরী?
আরে ছোট গিন্নি! কাজের ধান্দায় ঘুরি!
দুলাভাই, কী হবে আজ?পারবো তো?
অবশ্যই, বাঘের বেটারা দেখিয়ে দেবে আজ।
কিন্তু ভাগ্নেরা দেখতে যে আমারগুলোর মত!
আছে মনের জোর, আছে এদের নখ, আরও শক্ত দাঁত।
পারলে তো ভালোই, আছি সবাই মিলিয়ে সবার হাত।
কিতা মাত মাতলাইন! লিখলাইন বাঘের কথা ছবি দিলাইন বিলাইর বাচ্চা!!
মাসির ছবি দেখে রাগ করেন কেন?
আজ মাসির জোরেই আমাদের জোর।

বিড়াল দেখি বাঘ হওয়ার পথে । ইনশাল্লাহ জিতবে আজ বাংলাদেশ।
দেখলেন তো বিড়ালও বাঘ হতে পারে ! @উদরাজী, বাঘের না দিয়ে বিড়ালের ছবি দেবার তাৎপর্য বুঝলেন?
বিড়ালের নখের খামছি মারাত্বক!
হু, ছোট সাপেরও বিষ থাকে !
হুদা ভাই এবার ছবিটা বদলায়ে একটা বাঘের ছবি দেন।
জীবনে কখনও বাঘের ছবি তুলি নাই, বাঘের কাছে যেতে ভয় পাই। একটা অহিংস্র বাঘ পেলে তার ছবি তুলতাম, বদলে দিতাম বিড়ালের ছবি।
এদের কুনু ভরসা নাই, বিলাইয়ে ছবিই ঠিকাছে
হু হু বাঘের মাসি ! এ কি যেমন তেমন কিছু ?
খেলা শেষ, বেলা শেষ, এলেন অবশেষে
এসেই দিলেন শব্দ করে অট্টহাসি হেসে!
দিলেন হাসি অবহেলায়, নাকি ভালোবেসে?
বিলাই এর ছবিটা দারুণ পছন্দ হৈছে।
শাওন যেন দেখেনা !
দেখলে আবার ভাবতে পারে তাকে না-জানিয়ে ছবি তুলেছি! 

অনুমতি ছাড়া ছবি তোলা বিরাট অন্যায়!
:D মজার তো!!
কেমন মজা?
ব্যাঙ ভাজা।
কী ব্যাঙ?
কোলা ব্যাঙ।
- - - - - - -
পরের ৫ টা খেলা জিতলেই চলবে। আপাতত আর কিছু চাই না
ঠিক বলেছেন। আপাততঃ আর কিছু চাই না।
হুদা ভাই, আমার পোস্টে আপনাকে আর দেখিনা কেন?
শর্মি, স্মরণ করার জন্য ধন্যবাদ! কেমন যেন অবসন্নতায় ভুগছি। দেখা হবে আবারও নতুন পোস্টে, কোন এন সময়ে! শুভ কামনা।
মন্তব্য করুন