চাইনা বৃষ্টি-----আগুন চাই
দিওনা বৃষ্টি ।
নিভতে চাইনা
গাইছি আগুনের স্তব।সাগ্নিক।
শুধু শুধু জড়ো করি আসর-ভাঙ্গা জলসাঘরের দীর্ঘশ্বাসগুলো
যাবার নিয়মে চলে যায় রূপকথা বলা সবুজ টিয়াটি।তার
অনিচ্ছার একটি পালক শুধু পড়ে থাকে।পুড়াই।
মুছে ফেলি পেলব ঘাসের সবুজ-মমতা।
মুঠোতে মেখেছি জ্যোৎস্না আর
চাঁদের গরলটুকু নিঃশেষে করেছি পান;
দেখেছি হৃৎপিন্ডের নীল রং ।তীব্র।
ভাল আছি।
ঝিনুকের খোলের ভেতরে গুটানোর ভব্যতাটুকু রপ্ত হয়ে গেলে
সবাই ভালই থাকে।এভাবেই।
সুন্দর। হৃদয়ছোঁয়া।
আমার ব্লগের প্রথম মন্তব্যকারীর জন্য অঢেল শুভেচ্ছা।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাপী ব্লগিং উইশও করে যাই এই ফাঁকে।
অনেক ধন্যবাদ।
চমৎকার!
ধন্যবাদ মেঘ।
শুভেচ্ছা।
দারুণ লাগলো আপু।স্বাগতম এ বি তে।
অশেষ ধন্যবাদ জয়িতা।
অনেক শুভেচ্ছা।
আপু অনেক অনেক দিন পর তোমার কবিতা পড়লাম। অদ্ভুত ভালো লাগলো।
ঝিনুকের খোলের ভেতরে গুটানোর ভব্যতাটুকু রপ্ত হয়ে গেলে
সবাই ভালই থাকে।এভাবেই।
পাখী(শাপলার থেকে এই নামই আমার বেশী পছন্দ)এখানে তোমাকে লিখতে দেখে ভীষন ভাল লাগছে।
কেমন আছো? অনেক শুভকামনা।
আপা তুমি!!!
খুব ভালো লাগছে কবিতা, তার চেয়ে বেশি ভালো লাগছে এখানে দেখে।
ভালো থাকো, তবে ঝিনুকের খোলে গুটানোর কথা ভুলে যাও
কতদিন পরে তোমাকে পেলাম!কেমন আছো?সোনামনিটা কেমন?
ওকে আমার অনেক আদর দিও।ভাল থেকো।
শুভেচ্ছা স্বাগতম!
আরে মুক্লা!
শুভেচ্ছা স্বাগতম।
মুক্লার আগমন।
আপনাকে অনেক দিন পর আবার দেখলাম। ভাল লাগছে।
হ্যাঁ মাসুম অনেকদিন পরে তোমাকেও দেখছি।কেমন আছো?
অনেক শুভকামনা।
কবিতা তো ভালো লেগেছেই সাথে আপনাকে এখানে দেখে আরো ভালো লাগছে।
স্বাগতম আপু।
ধন্যবাদ সাঈদ।
শুভেচ্ছা।
ভাল থাকি আপু এভাবেই !!!
( আপু তোমার কবিতা পেলাম অনেক দিন পর, তুমিও ভাল থেকো। )
অনেক শুভেচ্ছা।
thanks
স্বাগতম। কবিতা বরাবরের মতোই ভালো লাগলো
নাজনীন আপু, কেমন আছেন? অনেক দিন আপনার নতুন কবিতা পড়ি না।
মন্তব্য করুন