ইউজার লগইন

অবিশ্লেষ্য জীবনধারা

হৃদয়ের একলা প্রান্তরে স্বপ্নের চিবুক ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মহাকালের পথে । হয়তো পৌছুতে পৌছুতে সন্ধ্যা ঘনিয়ে আসবে । নি:স্তব্ধ আকাশের একমাত্র ধ্রুবতারাটি হয়তো আক্ষেপের দৃষ্টিতে তাকিয়ে থাকবে করুনা করবে ।
কথাগুলো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পথ চলছিলো শ্রাবণ । হঠাত একটি দামি গাড়ি প্রচন্ড শব্দে থামলো, ঠিক শ্রাবণের পায়ের কাছে। ঘটনার আকস্মিকতায় হুশ ফিরলো শ্রাবণের । তাকিয়ে দেখলো গাড়ীর জানালা দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুটি চোখ। আর ঠিক তখনই চোখের ঠিক নীচ থেকে কর্কশ শব্দের আস্ফালন ওই মিয়া দেইখা চলতে পারেন না ? চোখের মাথা খাইছেন নাকি ?
সেদিকে ভ্রুক্ষেপ না করে শ্রাবণ রাস্তা পারহয়ে মেট্রোতে ঢুকলো , এক্সেলেটর বেয়ে সোজা চারতলায়। গন্তব্য একদম কোনার টেবিল , যেখানে অপেক্ষা করছে ওর প্রানের প্রিয়তমা ।
মাঝেমাঝে ওকে মনেহয় প্রচন্ড ঝড়ের পরের এক পশলা বৃস্টি । মাঝেমাঝে মনেহয় শরতের শুভ্র মেঘ । নাহ ও আসলে অতুলনীয়, ও প্রানের প্রিয়া অবর্ণনীয় । ওদের সম্পর্কের বয়স দুই বছরেরও বেশি । কিন্তু এই সম্পর্কটিও অপ্রকাশ্য থেকে গেছে সবার কাছে । শ্রাবনের খুব কাছের কয়েকজন ব্যাতীত আর কেউই জানেনা এই সম্পর্কের কথা।
কিন্তু এই অজানা সম্পর্কের উপরেই ওরা বুনে চলেছে ওদের স্বপ্ন। ওরা ওদের একটি দিনও বৃথা যেতে দেয়নি । প্রতিদিনই ওরা দেখা করে । ওদের ধারনা প্রতিটি দিনই আফসোসের হবে যদি চলে যায়। ওরা ওদের সম্পর্কের একমুহুর্ত সময়ও নষ্ট হতে দিবেনা , কি পাগলাটে আচরন রে বাবা ?
হবেনাই বা কেনো , প্রতি মূহুর্তের ভালোবাসাদিয়ে যে তৈরি ।
এইসব ভাবতে ভাবতে শ্রাবণ চলে এলো তার পছন্দের কর্নারের টেবিলে । এসে বসলো প্রিয়ার পাশে, তাকালো চোখের দিকে । আসলেই ওই চোখে যাদু আছে। শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছা করে, অপলক দৃষ্টিতে ।
শ্রাবণ অর্ডার করলো, দুটো কোল্ড কফি । অর্ডার করে এসে আবারও হারিয়ে যেতে লাগল ওই চোখের তারায় । বললো কি আর দেখবো বল । যা দেখি তা তো ঠাকুর মশাই বহুকাল আগেই বলে গেছেন । কেন তুমি জানোনা কি বলেছিলেন ? আচ্ছা ঠিক আছে তবে শোন,
"প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ । "

মামা ও মামা আফনে কি পাগল হয়ে গেছেন নি ? পত্তিদিন বিকালে এইহানে আইস্যা একলা একলা বকবক করেন। খান একটা আর অর্ডার করেন দুইডা, সেইডা আবার আমারে খাওয়ান । আমার ডেইলি কোল্ড কফি খাইতে ভালা লাগেনা। আফনের কি হইছে মামা ?
আফনের কি হইছে মামা, আমারে কন !!! আফনে আগের মত লাফালাফি না করলে, আমারে ঝাড়ি না মারলে আমার ভালা লাগেনা। আমি কোল্ড কফি খামুনা একটা কইস্যা ঝারি দেন। ও মামা এমনে চায়া আছেন ক্যান কিছু কন । যাইগা শালা টাকলু ডাকতাছে , পরে আমুনে ।
শ্রাবণ পিচ্চির কথা শুনে হাসলো, ওর ঠোটের কোনে মৃদু হাসি ।
এটা কেউ ওর জন্য মায়া করলো সেই সুখের কারনে, নাকি কেউ আজ ওর খোজ নেবার প্রয়োজনও বোধ করেনা সেই দু:খের কারনে সেটাও অবিশ্লেষ্য থেকে গেলো ।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


Big smile আই লাব কোল্ড কফি Big smile

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমিও! Big smile

ননসেন্স's picture


মি টু

আরাফাত শান্ত's picture


কড়া লিকারের দুধ চিনি কম গরম চা ই ভালো লাগে বেশী!

আসমা খান's picture


Smile

গ্রিফিন's picture


ভাইছা আমি গরীপ জানুয়ার। আমার্লেইগা কি এক্কাপ লাল ছা হইবো এইখেনে?

অকিঞ্চনের বৃথা আস্ফালন's picture


লেখা ভাল লেগেছে।
পড়ে খারাপ লেগেছে Sad

ননসেন্স's picture


জানোয়ার আবার চা খাওয়া শুরু করল কবে ? Tongue

ননসেন্স's picture


ভালো লেগেছে শুনে খুশি হওয়ার পর খারাপ লেগেছে শুনে অনুভুতি মিশ্র হয়ে গেলো তো Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ননসেন্স's picture

নিজের সম্পর্কে

পৃথিবীতে দুই ধরনের মানুষের কষ্ট কম, এক মহাপুরুষ আর দুই নির্বোধ । মহাপুরুষ হওয়া সম্ভব নয় বলে আজ আমি নির্বোধ ।
আমি একজন বোকা মানুষ । তবুও এইটা বুঝি যে, যুদ্ধ নয় তর্কই এনে দিতে পারে প্রকৃত সমাধান ।