নিতান্তই জৈবিক আলাপ
আমার তো আসার কোনও তাগিদ ছিলো না । ছিলো না -
চলে যাওয়ার মত নিকট ভোরের সাথে আত্মীয়তা ।
আমি স্থবিরতা ভালোবাসতাম ।
গতিশূন্য চোখ চেয়ে আনুভূমিক তরলতায়
জীবনকে বিছিয়ে রেখেছিলাম ; এক - আধদিন সেই
সিলিং থেকে নেমে চড়ুইটা মুখ দেবে বলে ।
পাখির ঠোঁটে যদিও মানুষের জন্য যৌনানুভূতি থাকে না ; কিন্তু -
আমার জানা ছিলো পুনঃপুনঃ ঠোকরের ভেতরের নেশা । নেশা থাকে ।
নেশা ছিলো নিজেকে ভুলতে থাকা বা না ভুলে যাওয়ার প্রবণতায় ।
এবং নিজেকে জিইয়ে রাখতে শেখার অনুরণনে । নেশা থাকে ।
"হ্যাঁ" এবং "না" এই দুটি বিপরীতার্থক শব্দকে
সমার্থে গ্রহণের নামে কিছু চটুলতার অধিগ্রহণ ছিলো । নিজেকে ;
অন্য কেউ ভেবে নিলে বা অন্য যে কাউকে আমি ধরে নিলে -
বোঝা যায় , মানুষ কতখানি জৈবিক । কতখানি জৈবিকতায়
মানুষ "মানবিক" নেশায় বুঁদ হয় । নেশারই নাম জীয়নকাঠি !
মানুষ নেশায় বাঁচে । নাকি - নেশাই মানুষকে বাঁচিয়ে রাখে ! জানি ,
নেশার কাছে হার মানার দিন থেকে কাঁধে চেপে বসে থাকে
একটা আত্মবিস্মৃত লাশ ।
আদ্যন্তে "আমি" বুনে -
ভাল লাগলো...............
শুভেছ্চা.........
পড়ার জন্য ধন্যবাদ শামীম ভাই ।
ভালো থাকবেন ।
""হ্যাঁ" এবং "না" এই দুটি বিপরীতার্থক শব্দকে
সমার্থে গ্রহণের নামে কিছু চটুলতার অধিগ্রহণ ছিলো । নিজেকে ;
অন্য কেউ ভেবে নিলে বা অন্য যে কাউকে আমি ধরে নিলে -
বোঝা যায় , মানুষ কতখানি জৈবিক । কতখানি জৈবিকতায়
মানুষ "মানবিক" নেশায় বুঁদ হয় । নেশারই নাম জীয়নকাঠি !"-- জটিল প্যারাডক্স
হইলো না তো - কেমন ঝুলে গেলো
ভালো লাগলো...
এপুরে না দেক্লে ভাবতাম নির্মলেন্দুগুনের মত হাঠু পর্যন্ত দাড়িওয়ালা কেউ
আমারও এইরাম ধারণা আছিলো
আমারো। তয় ধারনাটা আছিল না, অহনো একি ধারনা আছে।
এক্কুর লম্বা চুল থুথনীর থেইকা শুরু। 
রোহান ভাই এবং রাকিব ভাই , ডিজিএম কমু কিনা ভাবতেছি
বেবাক দুষ টুটুল ভাই এর.. হ্যায় মনে করায়া দিছে
আপনার কবিতা - ভালো লাগতেই হবে ।
ফাটাফাটি - যথারীতি।
বিনীত ধন্যবাদ সাঈদ --- ইন্সপায়ারড !
ভালো থাকবেন - শুভেচ্ছা ।
উরিবাবা কবতে... দাঁত ভেঙে গেলরে বাবা...
পড়ার জন্য ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
কবিতা বুঝি নারে ... কবিতা বুঝি না।
সিজার এডা হইলো সাইফাই... তুমি এইখানে কোবতে দেখলা কই
সিজার ভাই , কেমন আছেন ?
কবিতা আবার বুঝতেও হয় নাকি ভাইয়া
ফিনিসিংটা ভালো লাগলো।
কিন্তু আমি তো এখানে আলাদা ভাবে কোনো ফিনিশিং দেই নাই ।
যাই হোক , আপনার পাঠ তো ভিন্ন হবেই । পড়ার জন্য ধন্যবাদ ।
ভাল্লাগছে
বুঝি নাই
হুমম
কেমন আছেন ?
বিয়াপক জটিলতা
সুন্দর।
এই কবিতাটার সমাপ্তি খুব ভালো লাগলো।
মন্তব্য করুন