মেয়েটা নদীকে “মা” ডাকতো
মেয়েটা নদীকে "মা" ডাকতো ।
যে নদীতে ওর ঘর-চালা-গোয়াল
আর সাথে দেড় বছরের ভাই -
মা'র কোল চুরি করা ভাই
ভেসে গিয়েছিলো
গত আষাঢ়ের আগের আগের বার বানে
....নাকি তারও আগের !
সেই নদীকে -
কাঁশের ফাঁকে হাঁটতে হাঁটতে মুখে
বুলানো জোয়ার-বাতাস আঁচল ভেবে -
মায়ের নুন-হলুদ গন্ধ আঁচল ভেবে ;
আরামে চোখ বুজে ফেলতো
খোলা মাঠে শিশিরের ঘুম -
মেয়েটা
কাশবনের কাছে ইনিয়ে বিনিয়ে
ছোটোমেয়ের মত আহ্লাদ করতো -
টেংরার চচ্চরি ছাড়া তুলবে না মুখে ভাত
হঠাৎ হঠাৎ
মেম্বারের পুকুরের একটা নির্দিষ্ট রুই
শিশুদেহের মতোই মসৃণ ;
"বাবাই" বলে ডাক দিলেই সাঁতরে আসে -
বাবাই ।
ওর ছোটো ভাই । দেড় বছরের ভাই -
মা'র কোল চুরি করে নেওয়া ভাই !
বছর দশেকের মেয়ে । পিঠখোলা জামায়
আটকে দুপুরের রোদ ও লাল ঘামাচি
(শরীর তৈরি হয়নি এখোনো সেটাই বাঁচোয়া )
পা দুলিয়ে বসে থাকতো পাড়ে ,
জোঁক কিলবিল মাটি ফেটে সলাৎ ছলাৎ
ঢেউ ভাঙতো -
তবু যে জল কেড়েছে মা - মা'র কোল
চুরি করা ভাই ;
পান্তার বিশ্বস্ত আড়ত ;
সেই জলকেই -
"মা"
হা ঈশ্বর !
ও নদী , এত কিছু ধারণ করো -
একটা ছোট্টো মেয়ের গর্ভের দায় নিতে পারো না !
------------------------------------------------------------
(নুশেরা আপুর কমেন্ট দেখলাম আমার ব্লগস্পটে এই লেখাটায় , অনেক দিন আগের কমেন্ট - আমার চোখ এড়িয়ে গেলো কেন কে জানে !
আপুর জন্য ই এখানে শেয়ার করলাম ।
"আমার ব্লগে" আমার যখন অ্যাকাউন্ট ছিলো - তখন এটা সেখানে দেয়া ছিলো )
মনটা খারাপ হয়ে গেলো। কেমন যেনো বিষন্ন।
হু ...............
আপনি ছবি আর দিলেন না আপু
আমি আইলসা।দেখি ২/১ দিনের মধ্যে দিব।
সেটাই... বিষন্ন
হুমম .........
এই মেয়েটা দেখি সহজ ভাষায় কবিতাও লিখতে পারে! বুঝছি যে কবিতাটা
হৃদয়স্পর্শী...
পড়ার জন্য ধন্যবাদ দাদা ।
সুন্দর কবিতা!
অনেক কাল পর আমার লেখায় আপনার কমেন্ট আপু ---
ভালো লাগছে ।
এই কবিতাটাই তো এইবার "আমার বই"য়ে আসছে, তাইনা?

ভাল্লাগ্লো।
সহজ কবিতা।
হ্যাঁ , এটাই । তবে অনেক বিকৃত ভাবে আমার ব্লগ সংকলনে তারা প্রকাশ করেছে ।
--
কবিতা সহজ কঠিন ব্যাপার টা আমি ঠিক বুঝি না । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
কবিতাটা ভালো লাগলো
পড়ার জন্য ধন্যবাদ নজরুল ভাই ।
ভালো লাগলো এপু
হুমম
বেশ ভালো লাগলো এপু। অনেক সুন্দর।
প্রোফাইল পিক টা সুন্দর তো
হা ঈশ্বর !
ও নদী , এত কিছু ধারণ করো -
একটা ছোট্টো মেয়ের গর্ভের দায় নিতে পারো না !
হুমম .........
আপনি পছন্দ করেছেন 6
এবিতে নিজের অ্যাকাউন্ট দেখা হয়ইনা... প্রিয় পোস্টে কোনটা কোনটা আছে তারও হিসাব নাই, তবে সেখানে তোমার কবিতার সংখ্যা ক্রমবর্ধমান
কেমন চলছে?
এক ই রকম । গড়পড়তা ---
এই কবিতাটা ভুলে থাকতে পারলে যেন ভালো।
আগেও পড়ে মন খারাপ হয়েছিল, এবারও।
আমি লেখার সময় এত তীব্র প্রতিক্রিয়ার কথা ভাবি নাই দাদা
পরে পড়ে আমার ও খারাপ লাগছে ........
এই আপু এইটা কি হাসির কবিতা ??????
সব কবিতা পিচ্চি পিচ্চি। লেখিকার কি অল্প কথায় কাজ সারার তাড়া আছে নাকি?
এই কবিতাটা অদ্ভুত। আর নদীর মতোই খলখলিয়ে বলছে অনেক কথা।
তাই ? আমার তো অনেক জায়গায় বেশি কথা হয়ে যায় মনে হয় ।
----------------
সেদিন মলয় এর জখম পড়ছিলাম । প্রথম মনে মনে পড়ছিলাম , পরে জোরে জোরে রিসাইট করা শুরু করলাম , কেন যেন কনসেনট্রেট ই করতে পারলাম না । অনাবশ্যক ভাবে বড় করাটা কেন যেন পাঠক হিসেবে খুব বিরক্ত লাগে । তাই , নিজে লেখার সময় ও এড়িয়ে চলার চেষ্টা করি । কারন নিজের সব লেখাই তো পড়তেও হয় - তখন বিরক্ত লাগলে তো প্রবলেম
------------------
ধন্যবাদ , মীর ।
মন্তব্য করুন