ইউজার লগইন

তিনটি কবিতা

অন্তর-ভেদী

কে ভাঙে আর কে ভাঙায়
আট কুঠুরি জলে ডাঙায় -
ফোঁটায় ফোঁটায়
রক্ত কেবল কলুষ ছড়ায় ;

কে ভাঙে আর
সাধ্য যে কার -
খোলস পোড়ায় !

আট কুঠুরি জলে ডাঙায় ....

ঘুমিয়ে যায় ?

শামুকজলে এক ডুবে তুলে আনা সুখ
দেখেছো ! আলতো আলোয় ভেজা সূর্যমুখ
খাঁজ কাটা চাঁদ বেয়ে ঢেউয়ের পুরাণ ;
তোমার দেউড়ি জুড়ে আমার অঘ্রাণ

ঘুমিয়ে যায় ।

ঘুমিয়ে যায় ?

"দ"

নাও ।

এ যাবৎকালের শব্দগুলো
উড়িয়ে দিলাম ধুলোর মতো -
মুঠোয় তুলে সামলে দেখো
লেপ্টে আছে বিষের ক্ষত !

ধরো ।

মেলে দিলাম সমগ্র "আমি" ;
মুখস্থ আটকে না যায় যেন -
অষ্টপ্রহর নদীর জলে এপাড়
ওপাড় ; জাল ফেলেছি কেন ?

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

একলব্যের পুনর্জন্ম's picture


ইতনা লম্বা কিউ ? Wink

কাঁকন's picture


ভালো লাগলো; ঘুমিয়ে যায় টা বেশি ভালো লাগলো

একলব্যের পুনর্জন্ম's picture


১ নাম্বারটায় স্টাইল টা নতুন ছিলো কিন্তু আমি দাড় করাইতে পারলাম না Sad

কাঁকন's picture


সত্যকথা হল স্টাইল-টাইল একটু কম বুঝি এপু ; আমি কবিতা পড়ার সময়ে এর পেছনে গল্প খুঁজি যখন গল্প পাই তখন সেটা মনে হয় বুঝলাম এবং ভালো লাগে বা লাগে না যখন গল্প পাই না মাথার ওপর দিয়ে যায়

একলব্যের পুনর্জন্ম's picture


নাহ দিদি সেইজন্য না আমি তো এরকম লিখি না । তাই --- এইটা হঠাৎ এইটুক লিখলাম আর পরে আগাইতে পারলাম না

নুশেরা's picture


আরে বাহ্! পইড়া আরাম লাগলো (কপিরাইট ভাস্করদা)

ভাস্করদার কাছে ছন্দ-মাত্রা ইত্যাদির একটা টিউট চাইতে পারো।
"দ" এর মাজেজা কী?

একলব্যের পুনর্জন্ম's picture


একটা মিথ আছে । শোনেন নাই আপু ?

নুশেরা's picture


দ নিয়ে মিথ? জানি না তো, বলো

কাঁকন's picture


আমিও জানতে চাই: তবে দ দিয়া আমারে পাখি আঁকা শিখাইছিলো মনে আছে; দ গেল শ্বশুড় বাড়ি, বসতে দিল ২২ খান পিঁড়ি খাইতে দিল রসগোল্লা, দিলাম এক্ষান টান হইয়াগেল প্যাচার ছাও

১০

একলব্যের পুনর্জন্ম's picture


দ দিয়ে মানে ঈশ্বর ২ দলকে ডাকছেন উপদেশ দেয়ার জন্য প্রথমে দেবতা , দেন মানুষ , দেন দানব । ৩ দলকেই বলছেন "দ"

৩ দল ৩ টা মানে বুঝছে - দান করো ,দয়া করো , দমন করো । মানুষ দান , দেবতা দয়া , দানব দমন ।

১১

নুশেরা's picture


আমিও বললাম "দ"
দ মানে বুঝে নিও দারুণ

১২

একলব্যের পুনর্জন্ম's picture


আর আপু , ছন্দের একগাদা বই কিনে ফেলে রাখছি । এ জিনিস আমারে দিয়া হবে না Sad

১৩

কাঁকন's picture


আরে এইটা ভুলে গেসিলাম কেমনে; এইটা তো এস এস সি এর হিন্দুধর্ম বই এ ছিল ;

১৪

একলব্যের পুনর্জন্ম's picture


হু ছিলো তো

১৫

ভাঙ্গা পেন্সিল's picture


সচলের রণদীপম বসুর বই কেনা লাগে না, স্টলে দাঁড়ায়াই নাকি পইড়া ফেলা যায়। আপনার কবিতা দুইখানও তো বাইরে দাঁড়ায়াই পড়লাম Wink

১৬

একলব্যের পুনর্জন্ম's picture


ভাইরে প্রথম কমেন্টে আমিও তো তাই কৈলাম , তু ইতনা লম্বা কিউ ? Wink

কেমন হইতেছে এক্সাম ?

১৭

ভাঙ্গা পেন্সিল's picture


একটা পরীক্ষা দিলাম। হলে মনে হইলো দারুণ! বাসায় আসতে আসতে বুঝলাম, যেই কপাল হেই মাথা, ঘুইরা ফিরা কপাল হাতা! Puzzled

১৮

একলব্যের পুনর্জন্ম's picture


যেই কপাল হেই মাথা, ঘুইরা ফিরা কপাল হাতা!

দারুন লাইন তো । নোটেড ! Wink

১৯

কাঁকন's picture


হ এগুলার আরো ভার্সন আছে; আমি যাই বঙ্গে আমার কপাল যায় সঙ্গে/ অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়/কপালের নাম গোপাল

২০

কাঁকন's picture


কপালে নাই ঘি খটখটাইয়া হইব কি

২১

ভাঙ্গা পেন্সিল's picture


ভাইয়েও মাঝি হইছে, গাঙ্গেও চড়া পড়ছে

২২

নুশেরা's picture


আমি আর লাইনমতো কিছু পাইতেছি না কওনের

মাঝি প্রসঙ্গে একটা আছে- হোয়েন ঘাট ইজ অ্যাওয়ে, মাঝি বিকামস ব্রাদার ইন ল (ঘাট পেরোলেই মাঝি শালা)। মানে পরীক্ষা শেষ হইলেও ভাঙ্গা আবার আগের মতো Wink

২৩

কাঁকন's picture


শালার কথায় মনে পড়লে একবার একজন কইছিলো আপু দুলাভাই সবার সামনে আমাকে শালা বলে গালি দিয়েছে;

আরেকটা "রাজায় কইছে শালার ভাই আনন্দের আর সীমা নাই"

আর আপনি যেটার কথা বললেন ঐটার সিনোনিম গুলা হইলো "কাজের বেলায় কাজী; কাজ ফুরোলে পাজি"

২৪

নুশেরা's picture


হ আরেকটা আছে বামুন গেলো ঘর তো লাঙ্গল তুলে ধর

কবিতা পোস্টের এই হালত দেখে এপু মনে হয় মূর্ছা গেছে

২৫

কাঁকন's picture


Undecidedহ মূর্ছায় লগাউট; ভগবানের বিচার আছে না; মাসুম্ভাইর ভাবগম্ভীর পোস্টে যাইয়া ফাউলটক করার ফল হাতে নাতে

২৬

একলব্যের পুনর্জন্ম's picture


হ আমি ফাউলটক করছি আর আপনেরা রিসার্চ ফলাইছেন

মাসুম ভাই জানে আমি কত্ত ভাল Smile Smile

২৭

নুশেরা's picture


হ তুমি নিজের পোস্টে কুটাটা পড়তে দাও না, খালি কাক্না মাসুম্ভাই আর আমার পোস্টে যায়া ফাউল্টক গেজানি

২৮

একলব্যের পুনর্জন্ম's picture


আমি হইলাম গিয়া এবির অফিসিয়াল কবি

এবির ঘোষণা কৈরা আমারে কবি কওয়া উচিত একমাত্র আমি ই নিয়মিত বিরতিতে কেবল এবিতে কবিতা পোস্ট করে থাকি । সো আমার এই পদ টা প্রাপ্য Wink

২৯

কাঁকন's picture


হ; সভাকবি

৩০

টুটুল's picture


রাজকবি নামে কোন পদ ছিল?

৩১

কাঁকন's picture


না থাকলে বানায় নিমু; রাজকবি এপু (এবি ব্লগ)

৩২

একলব্যের পুনর্জন্ম's picture


খিকজ

আছি আপু গান শুনি Smile

৩৩

কাঁকন's picture


হ এইটা ভুলে গেসিলাম; তবে প্রথমটা "যেই কপাল সেই মাথা"...... এইটা আমি আগে শুনিনাই আজ প্রথম শুনলাম

৩৪

ভাঙ্গা পেন্সিল's picture


মায়ের মুখে শোনা Smile

৩৫

একলব্যের পুনর্জন্ম's picture


হুমমম ....

৩৬

একলব্যের পুনর্জন্ম's picture


এইটাও চিপা যাইতেছে Smile

৩৭

লীনা দিলরুবা's picture


পড়ে আরাম বোধ হলো।

৩৮

একলব্যের পুনর্জন্ম's picture


পড়ার জন্য থ্যাংকস আপু Smile

৩৯

সাঁঝবাতির রুপকথা's picture


এইখানে আমার কমেন্ট কই গেল .।?
খায়া ফালাইসেন ?Sad

৪০

একলব্যের পুনর্জন্ম's picture


কমেন্ট করছিলেন নাকি মিয়া ? আসে নাই ক্যান ?

৪১

শওকত মাসুম's picture


দ নিয়া জানতাম না। জাইনা ভাল লাগছে।
কবিতাও যতদূর বুঝছি ভাল লাগছে।

৪২

একলব্যের পুনর্জন্ম's picture


আরে মাসুম ভাই আপনি আসছেন আমি তাতেই খুশি আমি তো ভাবছি আপনি সকালে পোস্টের অবস্থা দেখে এবিই ছাইড়া দিছেন । সামুতে পুরান পোস্ট সাপ্লাই করতেছেন দেখে Wink

---
থ্যাংকু থ্যাংকু

৪৩

রুবেল শাহ's picture


"" তোমার দেউড়ি জুড়ে আমার অঘ্রাণ "" অসহ্য একটা লাইন ..... দারুন লাগলো.................

৪৪

একলব্যের পুনর্জন্ম's picture


ঘুমিয়ে যায় এ কেটে দেখলাম কেমন লাগে । আমার মনে হোলো যা বলার শেষ , আর বাড়ানোর কিছু নাই ।

আপনাকে ধন্যবাদ রুবেল ভাই । অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় আপনার লেখা পড়ি , যদিও ব্লগিয় ইনট্যারেকশন হ্য় নাই । আরো কিছু কবিতা টাইপ হিজিবিজি ছিলো আগে , কখোনো সময় পেলে দেখার আমন্ত্রণ থাকলো Smile

ভালো থাকবেন ।

৪৫

রুবেল শাহ's picture


আমি আপনার সব গুলো লেখাই পড়েছি.... যদিও আমার মন্তব্য করা হয়নি.. হয়তো করতে পারি নি। তবে একটা কথা বলি আপনার লেখা গুলো সত্যি আমার ভালো লেগেছে.........

আগামীতে আপনার বই আশা করছি আমি......

যাপিত জীবন থেকে ডাইরীতে টুকে রাখার মত কিছু কিছু লেখা হয়তো লিখছি যেগুলো আসলে কোন লেখার আদলে আনা যায় না। আপনি সে গুলো পড়েছেন জেনে আনন্দিত হলাম............

৪৬

একলব্যের পুনর্জন্ম's picture


এই তো মাত্র লেখা শুরু করলাম , দেখি আদৌ এই লাইনে কিছু হবার কিনা ---- বই তো পরের কথা ---------------

আপনার লেখা প্রিন্টেড ও কিছু পড়েছি ।

অনেক ধন্যবাদ রুবেল ভাই । ভালো থাকবেন ।

৪৭

জ্যোতি's picture


কবিপা, কেমন আছ?নেট এত স্লো যে একটা কমেন্ট করে ঘুমাইয়া উইঠা আরেকটা কমেন্ট করি। তোমার কবতে পইড়া কমন্টে করনের জায়গায় আইতে আইতে রাইত পোহাইয়া যাইতাছে। কবিতা ৩ বার পইড়া যা বুঝছি। পড়া ধইরো না আবার।

৪৮

একলব্যের পুনর্জন্ম's picture


আমি চাই , আমারে এই ব্লগের সভাকবি ঘোষণা করা হৌক । কারণ একা আমি ই এইখানে নিয়মিত কবিতা পেষ করি

আপু একটু ব্যবস্থা করে দেন না -- নুশেরাপু আর কাকন্দি রাজি হৈতেছে না Sad

৪৯

ভাস্কর's picture


এই পোস্ট পইড়া মনে হইলো ভালো কবিগো অন্যের কবিতা পড়নের কোন প্রয়োজনীয়তা আসলে নাই...কাইলকা আমার কবিতা লেখা নিয়া এপুর অজ্ঞতা দেইখা মন খারাপ হইছিলো, সেইটা ভুইলা গেলাম।

৫০

একলব্যের পুনর্জন্ম's picture


দাদা কবিতাগুলো অনেক আগে দেয়া তো - আমি তো সেই হিসেবে এককেরে নয়া ব্লগার Sad --- কালকে খুজে বের করেছি মাত্র ।

আর সামুতে আমরা গ্রুপে আড্ডা দিয়া টাইম ই পাইতাম না অন্য দিকে তাকানোর - পুরাই গ্যাজানি পার্টি Smile

৫১

তানবীরা's picture


অন্তরভেদীতে বেশি অন্তরভেদ হলো

৫২

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

৫৩

বাতিঘর's picture


আহা স্বপ্ন, স্বপ্ন সব কিছু যেন লাগছে!Smile)Smile এ আমি কারে দেখছি গো? ওও দিদিমণি আছেন কেমন?
সত্যি মনটা ভরে গেছে আপনার কবিতা পড়ে আর সেই সাথে আপনাকে দেখে!! তনুজাও কী আছেন এখানে? তবে তো সোনায় সোহাগা হে! সব গুণী নারীকূলের সমাবেশ দেখি এবি! ..দ' নিয়ে মিথটা খুব ভালু পাইলাম । এরকম কিছু কিছু মিথ্ ছাইড়েন গো কবিতার ফাঁকেফাঁকে ..কেমন? অপেক্ষায় থাকলাম আপনার কবিতার । ভালো থাকবেন । শুভেচ্ছা নিরন্তর!

৫৪

একলব্যের পুনর্জন্ম's picture


চলছে দাদা । ভালোই ।

তনুজাদির অ্যাকাউন্ট আছে একটা - আসে কিনা ঠিক জানি না ।

আপনিও ভালো থাকবেন অনেক Smile

৫৫

মীর's picture


দ।

দারুণ।

৫৬

একলব্যের পুনর্জন্ম's picture


অসংখ্য ধন্যবাদ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একলব্যের পুনর্জন্ম's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না

-স্বত্ত্বাধিকারে অপর্ণা,ক্ষয়ে যাওয়া হাড়ের কাছে......