না - যজ্ঞাগ্নির নিকট প্রার্থনা
ও কথা বোলো না ।
ও কথায় না-ঈশ্বর ব্যথিত হবেন ।
পুনরায় উচ্চারণ কোরো না ।
ও কথায় জানো
মানুষ রহস্যহীন হয়ে যাবে -
আগামীর যৌবনগুলো ,
ধরিত্রীর মতো বিবশ পড়ে থাকবে ।
কর্ষণাকাঙ্ক্ষী মাত্র ;
যে কোনও শব্দের জমিন কবি'র স্বত্ব হারাবে ।
কবি'র স্বত্ব হারাবে !
কবি'র স্বত্ব হারাবে ... ...
ও কথা বোলো না
ও কথা বোলো না ।
ও কথায় না-ঈশ্বর ব্যথিত হবেন ।
পুনরায় উচ্চারণ কোরো না ।
ও কথায় জানো
মানুষ রহস্যহীন হয়ে যাবে -
আগামীর যৌবনগুলো ,
ধরিত্রীর মতো বিবশ পড়ে থাকবে ।
কর্ষণাকাঙ্ক্ষী মাত্র ;
যে কোনও শব্দের জমিন কবি'র স্বত্ব হারাবে ।
কবি'র স্বত্ব হারাবে !
কবি'র স্বত্ব হারাবে ... ...
ও কথা বোলো না
কর্ষণাকাঙ্ক্ষী শব্দটা কেমন জানি লাগল ...
এইসব মাথায় আসে কেমনে ...?:-S
কর্ষণাকাঙ্ক্ষী ------------ এর সুইট্যাবল প্রতিশব্দ নাই কিংবা -----
থ্যাংক্স
বেশ উচ্চমার্গের হইয়াছে
এক্কুদি কোন কথার কথা বললেন ঠিক ধরতে পারিনাই :(
তয় আকুতিটা সেইরাম লাগছে।
এতবার কইরা না - না করলাম যে
কেমন আছেন ভাই ?
কথাটা কি সেইটা তো বললা না?
কাকন্দি বলছে - "কবিতার নোট দিলে কবিতা না লেইখা প্রবন্ধ লিখলেই হয় "
আমি না মাসুম ভাই । কাকন্দি বলছে ।
স্বত্ব বানানে শুধু ত এর নীচে ব-ফলা। ত্ত এর নীচে না।
ভাগ্যিস একটা বানান ভুল করছিলা, নয়তো কী কমেন্ট করতাম চিন্তাইতে হইতো
ঠিক করতেছি
আরেকটা স্বত্ব বানান এখনো ঠিক করা হয়নি এপুদি
,(আমিও কমেন্ট করার চান্স পেয়ে গেলাম
)
কেমন আছো ? সব ঠিকঠাক ?
ঠিকঠাক রাখার চেষ্টা চলছে ...কিন্তু সামনে পরীক্ষা...বোঝেনই তো ...
।
আর একখায় স্বত্ব দিলে খুব বেশী ক্ষতি হৈত?
তাতে কি হইত ভাইয়া ?
আজকেরটা কডিন হইছে। ইআআআআআ। তয় ভাব ঠিকাচে।
আমি অবশ্য ঊল্টো মানি ।
পড়ার জন্য ধন্যবাদ রাকিব ভাই । ভালো থাকবেন ।
রহস্য না থাকলে কবিতায় আরাম পাইনা...আর কবি কি কইতে চাইছেন সেইটা বুঝবার চেষ্টা করনের মতোন স্পর্ধাও কবিতা পড়নের টাইমে করি না। কেবল আবেগের ছোঁয়াটা নেওনের একটা তাগীদ থাকে...সেইটা পাইলাম ষোল আনা...
কমেন্টে রেটিং দেয়ার ব্যাবস্থা থাকা উচিৎ
অনেক ধন্যবাদ দাদা ।
ভালো থাকবেন ।
ভালো লাগলো একু। আর ভাস্করদা আমার কথাটাই যেন বলে দিলেন
কি অবস্থা ?
বললাম না
ওকে । শুনলাম না ।
ভালো হয় নাই।
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।
এইবার আরো পিচ্চি একটা কবিতা। তবে ফুল কবিতা এবং অতি অদ্ভুত, তাতে কোন সন্দেহ নাই।
বিনীত , মীর । অনেক ধন্যবাদ ।
মন্তব্য করুন