ইউজার লগইন

না - যজ্ঞাগ্নির নিকট প্রার্থনা

ও কথা বোলো না ।

ও কথায় না-ঈশ্বর ব্যথিত হবেন ।

পুনরায় উচ্চারণ কোরো না ।

ও কথায় জানো
মানুষ রহস্যহীন হয়ে যাবে -
আগামীর যৌবনগুলো ,
ধরিত্রীর মতো বিবশ পড়ে থাকবে ।
কর্ষণাকাঙ্ক্ষী মাত্র ;

যে কোনও শব্দের জমিন কবি'র স্বত্ব হারাবে ।

কবি'র স্বত্ব হারাবে !

কবি'র স্বত্ব হারাবে ... ...

ও কথা বোলো না

ও কথা বোলো না ।

ও কথায় না-ঈশ্বর ব্যথিত হবেন ।

পুনরায় উচ্চারণ কোরো না ।

ও কথায় জানো
মানুষ রহস্যহীন হয়ে যাবে -
আগামীর যৌবনগুলো ,
ধরিত্রীর মতো বিবশ পড়ে থাকবে ।
কর্ষণাকাঙ্ক্ষী মাত্র ;

যে কোনও শব্দের জমিন কবি'র স্বত্ব হারাবে ।

কবি'র স্বত্ব হারাবে !

কবি'র স্বত্ব হারাবে ... ...

ও কথা বোলো না

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সাঁঝবাতির রুপকথা's picture


কর্ষণাকাঙ্ক্ষী শব্দটা কেমন জানি লাগল ...

এইসব মাথায় আসে কেমনে ...?:-S

একলব্যের পুনর্জন্ম's picture


কর্ষণাকাঙ্ক্ষী ------------ এর সুইট্যাবল প্রতিশব্দ নাই কিংবা -----

থ্যাংক্স Smile

বিষাক্ত মানুষ's picture


বেশ উচ্চমার্গের হইয়াছে

সোহেল কাজী's picture


এক্কুদি কোন কথার কথা বললেন ঠিক ধরতে পারিনাই :( 
Undecidedতয় আকুতিটা সেইরাম লাগছে।

একলব্যের পুনর্জন্ম's picture


এতবার কইরা না - না করলাম যে Wink

কেমন আছেন ভাই ?

শওকত মাসুম's picture


কথাটা কি সেইটা তো বললা না?

একলব্যের পুনর্জন্ম's picture


কাকন্দি বলছে - "কবিতার নোট দিলে কবিতা না লেইখা প্রবন্ধ লিখলেই হয় "

আমি না মাসুম ভাই । কাকন্দি বলছে । Smile

নুশেরা's picture


স্বত্ব বানানে শুধু ত এর নীচে ব-ফলা। ত্ত এর নীচে না।
ভাগ্যিস একটা বানান ভুল করছিলা, নয়তো কী কমেন্ট করতাম চিন্তাইতে হইতো Tongue

একলব্যের পুনর্জন্ম's picture


ঠিক করতেছি Sad

১০

অদ্রোহ's picture


আরেকটা স্বত্ব বানান এখনো ঠিক করা হয়নি এপুদি Innocent ,(আমিও কমেন্ট করার চান্স পেয়ে গেলাম Tongue)

১১

একলব্যের পুনর্জন্ম's picture


Sad

কেমন আছো ? সব ঠিকঠাক ?

১২

অদ্রোহ's picture


ঠিকঠাক রাখার চেষ্টা চলছে ...কিন্তু সামনে পরীক্ষা...বোঝেনই তো ...Frown

১৩

টুটুল's picture


আর একখায় স্বত্ব দিলে খুব বেশী ক্ষতি হৈত? Sad

১৪

একলব্যের পুনর্জন্ম's picture


তাতে কি হইত ভাইয়া ? Sad

১৫

নুশেরা's picture


Laughing

১৬

আহমেদ রাকিব's picture


আজকেরটা কডিন হইছে। ইআআআআআ। তয় ভাব ঠিকাচে। Wink

১৭

একলব্যের পুনর্জন্ম's picture


আমি অবশ্য ঊল্টো মানি ।

পড়ার জন্য ধন্যবাদ রাকিব ভাই । ভালো থাকবেন ।

১৮

ভাস্কর's picture


রহস্য না থাকলে কবিতায় আরাম পাইনা...আর কবি কি কইতে চাইছেন সেইটা বুঝবার চেষ্টা করনের মতোন স্পর্ধাও কবিতা পড়নের টাইমে করি না। কেবল আবেগের ছোঁয়াটা নেওনের একটা তাগীদ থাকে...সেইটা পাইলাম ষোল আনা...

১৯

কাঁকন's picture


কমেন্টে রেটিং দেয়ার ব্যাবস্থা থাকা উচিৎ

২০

একলব্যের পুনর্জন্ম's picture


অনেক ধন্যবাদ দাদা ।

ভালো থাকবেন ।

২১

হাসান মাহবুব's picture


ভালো লাগলো একু। আর ভাস্করদা আমার কথাটাই যেন বলে দিলেন Smile

২২

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

কি অবস্থা ?

২৩

কাঁকন's picture


বললাম না

২৪

একলব্যের পুনর্জন্ম's picture


ওকে । শুনলাম না । Wink

২৫

আশরাফ মাহমুদ's picture


ভালো হয় নাই। Wink

২৬

একলব্যের পুনর্জন্ম's picture


অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । Angry

২৭

তানবীরা's picture


২৮

একলব্যের পুনর্জন্ম's picture


Smile

২৯

মীর's picture


এইবার আরো পিচ্চি একটা কবিতা। তবে ফুল কবিতা এবং অতি অদ্ভুত, তাতে কোন সন্দেহ নাই।

৩০

একলব্যের পুনর্জন্ম's picture


বিনীত , মীর । অনেক ধন্যবাদ ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

একলব্যের পুনর্জন্ম's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না

-স্বত্ত্বাধিকারে অপর্ণা,ক্ষয়ে যাওয়া হাড়ের কাছে......