অনিমেষ রহমানের কবিতাঃ পৃথিবী জুড়ে বিপ্লবী বাউল
ইন্দোচীন,সিয়েরা মায়েস্ত্রা-ইতিহাস,
ভোরে সুর্যের পানে চেয়ে থাকা
রাইফেল-বুলেট-প্রেমপত্র বুক পকেটে-
ইতিহাসের পাতায় পাতায় ভরে উঠে
রক্তের নোনা দাগ-তেতো শোষন
জৈষ্ঠ্যের ঘামে তপ্তচোখে মধুমাস।
তামাবিলে পাথর খুজে অকুলপাথার
কাটাখালি-কান্নায়,ভরে গেছে আগাছায়
রিক্সায় বসে চুমু গ্রীবায়-প্রবল আবেশে
জড়িয়ে বুকে-ঝঞ্জায় বাঁচিয়ে রাখা স্বপ্ন।
পল্টনমোড় গাড়ি-ঘোড়ার চক্কর পথচারী
একতারার সুর, অন্ধবাউল মাধুকরী-
দুরে কাঁদে শোকে-দুঃখে লালন একা,
হবে না যৌথখামার-হবেনা জীবন দেখা।
পথ আজ মিশে গেছে কবি আর ল্যাটিনের পথে,
মুক্তির আওয়াজ উঠে দিগন্তে সময়-রথে।
বাউল-বিপ্লবী ভাসান দেয় সাগর মহাসাগরে,
রক্তে দ্বিগুন মিছিল-ভয় নেই হিংস্র হাঙ্গরে।
আমারা বন্ধুতে প্রথম কবিতা !
সুন্দর ।
আমারবন্ধুতে আমার প্রথম কবিতা!!
ধন্যবাদ সাথে থাকার জন্য।
বাহ অনিমেষ দা- চমৎকার।
বাহ!!
শনি আপনাকে দেখে ভালো লাগলো!
কবিতাও দেখি ভালো লিখেন!
ধন্যবাদ সাথে থাকার জন্য।
বেশ সুন্দর কবিতা। অনেক পরিণত এবং জোরালো। সমর সেনের 'নাগরিক' এর কথা মনে করিয়ে দিল।
সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
বেশি কিছু বলার নাই। দূর্দান্ত একটা কবিতা! পড়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ!!
কবির লেখা কমে গেছে !!
লেখা বেশী হওয়া চাই।
বিজি আছি মাঝি ভাই-টুক টাক লিখতেছি।
আপনি কেমুন আছুইন?
ভাল লেগেছে। স্বপ্ন বাঁচিয়ে রাখাটাই এখন বড় ব্যপার।
অ.ট: দুইজনে কে চিনতে পেরেছি। শনিবারের চিঠি এবং অনিমেষ রহমান।
আপনার আমরাবন্ধুতে রেজিঃ হইছে ডাইনোসর ভাই?
আপনি সুমন শুনেন খুব, তাই না?
সুমনের গান?
খুব বেশী না;
ধন্যবাদ সাথে থাকার জন্য।
কবিতা খুব ভাল লাগছে অনিদা।
সবাই তো দেখছি এখানে!
আপনি রেজিঃ করেছেন?
ধন্যবাদ সাথে থাকার জন্য।
পদচিহ্নের জন্য ধন্যবাদ।
এটা পদ না, অঙ্গুলি চিহ্ন
অঙ্গুলিচিহ্নের লাইগ্যা ধইন্না।
মন্তব্য করুন