অপেক্ষা-১
.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................।...................................
সকালের শুরুতে ভালো লাগার,
সূক্ষ অনুভূতির পলেস্তারাগুলো
বিকাল না আসতেই খসে পড়লো চারিধারে।
কাঠফাঁটা দুপুরের তপ্ত রোদে
যেমন ঝাপসা দেখে
দীর্ঘ পথ হেটে আসা ক্লান্ত পথিকের চোখ,
মুহূর্তের ব্যবধানে তেমনি ঝাপসা হয়ে এলো
আমাদের স্বপ্ন আর ভালোবাসার অনুভূতিগুলো।
চলে যাবে ?
যাও।
জানি তুমি আর ফিরবেনা আমার দুয়ারে,
কখনো কড়া নেড়ে বলবেনা
দরজাটা একটু খুলবে?
কিংবা চাইবেনা পিপাসার জল ।।
তবুও তন্দ্রাচ্ছলে এই হৃদয়
থাকবে কড়া নাড়ার অপেক্ষায়।
সুন্দর তো কবিতাটা।
আমার পড়া আপনার সেরা লেখাগুলার একটা। ভাল থাকুন।
সুন্দর কবিতা
সুন্দর তো কবিতাটা।
মন্তব্য করুন