ইউজার লগইন

পেচ্ছাপেচ্ছি: ভার্সন ২০১১

বছরের প্রথম দিনে পোস্ট না দিলে মনটা খারাপ থাকবে সারাবছর। তাই ভাবলাম লিখেই ফেলি। আর পোস্ট দেওয়ার ক্ষেত্রে পেচ্ছাপেচ্ছিই আমার সবচেয়ে পছন্দ।
১.
এখন পড়ছি নির্মল সেনের আমার জবানবন্দী। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংবাদিক জীবনের গল্প। সমাজতন্ত্রী এই রাজনীতিবিদ আজীবন সবার মনে থাকবেন একটা লাইনের জন্যই-স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
গোলাপি এখন ট্রেনে সিনেমায় ভিলেন এটিএম শামসুজ্জামান একবার একজনকে গালি দিয়ে বলছিল-শালা কমিউনিষ্ট। সে সময়ে সমাজতন্ত্রের এতো খারাপ অবস্থা ছিল না। এখন আগের দিনের সেইসব বিপ্লবীদের পরিণতি দেখে সেই গালিটা মাঝে মধ্যে দিতেও ইচ্ছা করে।
তারচেয়ে সেই পুরান কবিতাটা বলি...
আমার যে বন্ধুরা পৃথিবীকে বদলাবে বলেছিল
ত্বর সইতে না পেরে
এখন তারা নিজেরাই নিজেদের বদলে ফেলছে।

(সুভাষ মুখোপাধ্যায়)
আশ্চর্য বিষয়...কমিউনিস্ট লিখতে গিয়ে বার বার বানান ভুল হয়ে যাচ্ছে।
লিখতে চাই কমিউনিস্ট, হয়ে যাচ্ছে কমঅনেস্ট Sad

২.
ভয়াবহ জ্বালানি সংকট দেশে। কবে এর সমাধান হবে বলা মুশকিল। এতো বড় সংকট, তারপরেও এখন পর্যন্ত কয়লা নীতি করতে পারলো না সরকার। কোনো সরকারই পারছে না। কয়লা উত্তোলন কি ওপেন পিট হবে কীনা সেই বিতর্ক্ই শেষ হয় না। সরকার কিন্তু চায় ওপেন পিট পদ্ধতি। বলে রাখি আমিও চাই ওপেন পিট পদ্ধতি। যারা বিষয়টা নিয়ে তেমন কিছু জানেন না তাদের জন্য সচিত্র শিক্ষামূলক একটা প্রচেষ্টা চালাই। এই পদ্ধতিটা কিভাবে কাজ করে তা জানা যাবে ছবিটা দেখলে।
blouse-back.jpg

আচ্ছা, বানানটা কি হবে? ওপেন পিট না পিঠ?

৩.
২০১০ সালের একটা সালতামামি করেছে মীর। আমিও কিছু যোগ করি

সেরা ফল-আপেল
সেরা ব্যাখ্যা-গাত্তা: ছোট কিন্তু বলিষ্ঠ
সেরা এক্সারসাইজ-লাফালাফি ঝাপাঝাপি
সেরা রান্না-পানি গরম করা

৪.
সবাই আজকাল পুরান জোকস দেয়। আমিও একটা দেই

অফিস শেষে মা ফিরলো বাসায়। ফিরতেই ছোট ছেলে বললো-মা মা জানো, আমরা না পলাপলি খেলছিলাম। আমি লুকিয়েছি আলমারির মধ্যে। তখন দেখি কী বাবা না পাশের বাসার আন্টিকে নিয়ে......
এই পর্যন্ত বলতেই মা থামিয়ে দিয়ে বললেন, এখন থামো। তোমার বাবা আজ আসুক। আজ ধরেছি।
তারপরও ছেলেটা বলতে লাগলো, মা মা শোনো না.....
মা আবার থামিয়ে দিয়ে বললো, চুপ। এখন না, আগে তোর বাবা আসুক।

কিছুক্ষণ পর বাবা আসলো। মা ছেলেকে বাবার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললো-শোনো তোমার ছেলে কী বলে।
ছেলেটা তখন বলতে শুরু করলো-জানো মা, আমি দেখি, বাবা পাশের বাসার আন্টিকে নিয়ে আসলো। রুমে এনে মা জানো কী করলো?
মা- বল, তোর বাবা কী করলো?
ছেলে-বাবা আন্টিকে এনে মা, তুমি পাশের বাসার চাচার সাথে যা করো বাবাও আন্টির সাথে তাই করলো..... Wink

২০১১ সালে সবাই সাবধানে থাইকেন কিন্তু

৫.
সবাই জানে, আমি বাফড়াকে দারুণ পছন্দ করি। আমি বাফড়া ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট। তবে বাফড়ার একটাই সমস্যা। সুযোগ পেলেই বাফড়া শুয়ে পড়ে। এই যেমন এরকম...
bafra1.jpg

কিন্তু আমরা চাই বাফড়া থাকবে এরকম, রায়হান ভাইয়ের ভাষায় তারুণ্যের প্রতীক হয়ে.....সতেজ। এই যেমন শুয়ে না, দাঁড়িয়ে আছে বাফড়া, সোজা হয়ে
2_1.jpg

২০১১ সালে এইটাই আমার চাওয়া Smile

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

নাজমুল হুদা's picture


আমার যে বন্ধুরা পৃথিবীকে বদলাবে বলেছিল
ত্বর সইতে না পেরে
এখন তারা নিজেরাই নিজেদের বদলে ফেলছে।
(সুভাষ মুখোপাধ্যায়)

সে ক্ষেত্রে আপেলের বদলে কাম্ফল দিলে ভাল হয় না?
শুভেচ্ছা নতুন বছরের । পোস্ট পছন্দ করলাম।

শওকত মাসুম's picture


তাতে কাজ হবে? Wink

নাজমুল হুদা's picture


ফরমালিন দেওয়া 'কামফলে' কোন কাজ হবে কিনা ...

শওকত মাসুম's picture


রিস্ক নেবেন?

নাজমুল হুদা's picture


সমস্যা আছে নাকি কিছু ?

শওকত মাসুম's picture


বাসায় জিগান

নাজমুল হুদা's picture


সাহসে কুলায় না ।

শওকত মাসুম's picture


এতোদিনে তো মাইর খাওয়া অভ্যাস হইয়া যাওয়ার কথা Tongue

জ্যোতি's picture


আপনি তাইলে রেগুলার মাইর খান? অস্বীকার করলেন যে!

১০

শওকত মাসুম's picture


আমার তো কুন সমস্যা নাই। আমি মাইর খাবো কেন? আজব!

১১

নাজমুল হুদা's picture


কেউ মিথ্যা বলেনা - শুধু সত্য গোপন করে ।

১২

শওকত মাসুম's picture


আপনি বুক ফুলাইয়া সত্যি কথাটা বলে ফেলেন হুদা ভাই

১৩

বাফড়া's picture


শখত ভাইরে ঠ্যংস যুগল-পিকের জন্য Wink .. আমার যেইটা সবসময়ের কথা সেইটার সচিত্র প্রমাণ করলেন- বাফড়া শোয়া'র চেয়ে দাড়ানো অবস্হায় সুন্দর দেখায়.. ;D...

ইয়ুথ বাফড়া ফ্যান ক্লাবের আমি স্কুল লাইফ থেকেই অ্যকটিভ সদস্য, আমি কি চাইলে আপনাদের অল-এইজ বাফড়া ফ্যন ক্লাবে যোগ দিতে পারব? যোগদানের আোনুমতি পেলে "রিভার্স অপেন পিট" Wink পদ্বতির কয়লা উত্তোলন নিয়ে ফ্যন ক্লাবের প্রথম মিটিংয়ে আলোচনা করব বলে আশাবাদ ব্যক্ত করলাম

১৪

শওকত মাসুম's picture


মিটিং ঢাকা হোউক। আর বাফড়া ছাড়া কেমনে কমিটি হয়। বাফড়াকে কেন্দ্র করেই তো সবকিছু। Smile

১৫

মীর's picture


কমিউনিস্টদের কমঅনেস্ট কৈলেন? দিলে দাগা পাইলাম।

১৬

শওকত মাসুম's picture


কাউকে কাউকে এটা না বললে আমিও দিলে দাগা পাই যে ভাইয়া

১৭

মীর's picture


বেগগুনেরে এক মনে ন' গড়িও বড় ভাইয়া

১৮

শওকত মাসুম's picture


উপরের মন্তব্য দেখেন। বলা আছে কাউকে কাউকে

১৯

মীর's picture


ধমকান কেনু? হালকা পেচ্ছাপেচ্ছি কর্লাম মাত্র। Tongue out
(আরেকটা ইমো দর্কার, সেইটা হচ্ছে দৌড়ে পালানোর ইমো)

২০

শওকত মাসুম's picture


বুখে আয় বাবুল Big Hug

২১

মীর's picture


আসুম্না। অনেক আগে একবার আপ্নের লগে কুলাকুলি কর্তে চাইসিলাম। অহনতরি ভুলি নাই।

২২

শওকত মাসুম's picture


দুইবার বুখে আয় বাবুল Big Hug

২৩

মীর's picture


Smile

২৪

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

২৫

শওকত মাসুম's picture


এমনিতেই আমি ছেলেদের সাথে কোলাকুলি করি না। তাও শেষ বারের মতো আপনার সাথে করলাম।
Stare

২৬

রাসেল আশরাফ's picture


হ তাও চাঁটগার পোলার সাথে। Batting Eyelashes Batting Eyelashes Batting Eyelashes

২৭

শওকত মাসুম's picture


মীরের বাড়ি চট্টগ্রামে নাকি? Sad
তাইলে দূর হ বাবুল।
এখানে কোনো বাবলী নাই? Smile

২৮

রাসেল আশরাফ's picture


এখন দূরে পাঠিয়ে লাভ আছে??

যা করার তো করেই ফেলেছেন। Wink Wink Wink

২৯

মীর's picture


আমার বাড়ি চিটাগাং না, তয় চিটাগাং ভালা পাই।
রাসেল ভাই দেশে আইলে আগে তার লগে কুস্তি লড়ুম। এর্পরে আলাপ-ঝালাপ। Evil

৩০

রাসেল আশরাফ's picture


ওকে মামুর বুঠা।

কাখে লাড়তে কাখে ল্যাড়ছো।

মুনে র‌্যাখো মীর। Crazy Crazy Crazy

৩১

মীর's picture


চিটাগাং নিয়া কিছু কৈলে খপর আচে খৈলাম।

৩২

জ্যোতি's picture


হ। মীররে চিটাগাং লইয়া কিছু কইয়েন না।মীর কইলাম বিরাট রাগ করবে।হু।চিটাগাং এর কে জানি মীরের পাংখা। আমারে কইতে কইছিলো। আমি কই নাই। এসব কই না। হিংসা করি।

৩৩

গৌতম's picture


আপনি যদি সিরিয়াসলি ওপেন পিটের পক্ষে থাকেন, তাহলে যুক্তিগুলা বলবেন কেন এর পক্ষে?- শুধু অর্থনৈতিক লাভ না, পরিবেশ ও মানুষের উচ্ছেদ, কর্মসংস্থান ও সামাজিক জীবনের কথাগুলো মনে রেখে আপনার যুক্তিগুলো শুনতে চাই।

*
তবে পিঠের ক্ষেত্রে ওপেন পিঠ-ই সেরা। Smile

৩৪

শওকত মাসুম's picture


কেন পক্ষে তা তো ছবি দিয়াই দেখাইলাম। আরেকটা দেই তাইলে......
vidya-balan-fhm-india1-475x615.jpg

৩৫

রাসেল আশরাফ's picture


রাম রাম রাম রাম...

বিদ্যা দিলে দাগা দিলো।সাথে মাসুম ভাইও। Crazy Crazy Crazy Crazy

৩৬

শওকত মাসুম's picture


মা স্বরস্বতী, রাসেলকে বিদ্যা দাওগো মা.............

৩৭

জ্যোতি's picture


রাসেলের জন্য বদদুয়া করলেন?

৩৮

শওকত মাসুম's picture


তাহলে রাসেলকে বিদ্যাপীঠে পাঠানো হোক Smile

৩৯

রাসেল আশরাফ's picture


বিদ্যাপীঠ কই মাসুম ভাই??? Glasses Glasses

যেখানে আপনে মাঝে মাঝে আপেল খাইতে আর চেরী দেখতে যান??

৪০

শওকত মাসুম's picture


বিদ্যাপীঠে যাইয়া ঘুইরা আবার সামনে আসবেন। দেন........

৪১

উলটচন্ডাল's picture


যেখানে যা কিছু ঘটে অনিষ্টি
সকলের মুলে কমিউনিষ্টি
মুর্শিদাবাদে হয় না বৃষ্টি
গোড়ায় কে তার? কমিউনিস্টি!
পাবনায় ভেসে গেছে সৃষ্টি
তলে তলে কেটা? কমিউনিস্টি
কোথা হতে এলো যত পাপিষ্ঠি
নিয়ে এলো প্লেগ কমিউনিস্টি

গেল সংস্কৃতি গেল যে কৃষ্টি
ছেলেরা বললো কমিউনিস্টি
মেয়েরাও ওতে পায় কী মিষ্টি
সেধে গুলি খায় কমিউনিস্টি।
যে দিকেই পড়ে আমার দৃষ্টি
সে দিকেই দেখি কমিউনিষ্টি
তই বসে বসে করছি লিস্টি

এ পাড়ায় কে কে কমিউনিস্টি।

-- অন্নদাশংকর রায়

৪২

শওকত মাসুম's picture


এ পাড়ায় কে কে কমিউনিস্টি?

৪৩

জ্যোতি's picture


নতুন বছরের শুভেচ্ছা মাসুম ভাই। ভালো কাটুক প্রতিদিন।
পেচ্ছাপেছি নিয়মিত চলুক। আর কিছু না বলি।

৪৪

শওকত মাসুম's picture


নতুন বছর তোমার হোক

৪৫

হাসান রায়হান's picture


ওস্তাদ নতুন বছরেই কোপাকোপি পোস্ট দিলেন! হাসতে হাসতে চোখে পানি আইসা পরছে। আপনারে একদিন মগবাজারে নিয়া সালাম করতেই হবে।

৪৬

জ্যোতি's picture


কবে যাবেন? টিভি ক্যামেরা সাথে থাকবে?

৪৭

রাসেল আশরাফ's picture


আপনার শিষ্যরে নিবেন না?? Wink Wink

৪৮

শওকত মাসুম's picture


যতবার মগবাজার যাই ততবারই আপনার কথা মনে পড়ে রায়হান ভাই Laughing out loud

৪৯

মুকুল's picture


ওপেন পিট! আস্তাগফিরুল্লাহ! ৃ

৫০

হাসান রায়হান's picture


আস্তাগফিরুল্লার কাহিনী জানো নাকি আন্ডাজেই কইতাছো?

৫১

শওকত মাসুম's picture


এই জন্যই মুকুলের কিছু হয় না। ওপেন পিটে অসতাগফেরুল্লারে নিছে

৫২

মুকুল's picture


আস্তাগফিরুল্লাহর কোন আলাদা কাহিনী আছে নিকি? আমি এম্নে এম্নেই কইলাম আরকি!

৫৩

শওকত মাসুম's picture


সে এক বিরাট কাহিনী Tongue

৫৪

হাসান রায়হান's picture


এই যেমন শুয়ে না, দাঁড়িয়ে আছে বাফড়া, সোজা হয়ে
২০১১ সালে এইটাই আমার চাওয়া

চাওয়া পূরণ করার জন্য কী পরিকল্পনা নিছেন, কসম্যাটিক সার্জারি?

৫৫

মুকুল's picture


হা হা হা! তয় সাবধান সিলিকনের দিকে যাইয়েন না। ক্যান্সারের ঝুঁকি আছে। Wink

৫৬

হাসান রায়হান's picture


তুমি এই বিষয়ে ব্যাপক জ্ঞান রাখো! কেস কী? Cool

৫৭

মুকুল's picture


কেস হইলো, সবই পেপার পত্রিকা পড়া তত্বীয় জ্ঞান। Wink

৫৮

শওকত মাসুম's picture


দুইন্যায় কী বাফড়ার অভাব?

৫৯

মুক্ত বয়ান's picture


আমার যে বন্ধুরা পৃথিবীকে বদলাবে বলেছিল
ত্বর সইতে না পেরে
এখন তারা নিজেরাই নিজেদের বদলে ফেলছে।
(সুভাষ মুখোপাধ্যায়)

প্রসঙ্গে আমার এক কমিউনিস্ট বন্ধু মন্তব্য,

এইখানে আসলে কবি কমিউনিস্টদেরই ব্যাখ্যা করেছেন, তারা তাও স্বপ্ন দেখে বদলাবার। কেউ আগে নিজেকেই বদলে ফেলে, আর কেউ তবু পৃথিবীকে বদলাবার স্বপ্ন দেখে!!

৬০

শওকত মাসুম's picture


নিজেকে বদলাবার সংখ্যাই মনে হয় বেশি হয়ে যাচ্ছে।

৬১

লীনা দিলরুবা's picture


আমার যে বন্ধুরা পৃথিবীকে বদলাবে বলেছিল
ত্বর সইতে না পেরে
এখন তারা নিজেরাই নিজেদের বদলে ফেলছে।
(সুভাষ মুখোপাধ্যায়)

একবচন, বহুবচন সব ভাবে পড়ে দেখলাম-এইটা একটা জটিল কথা।

৬২

শওকত মাসুম's picture


পুরাই একমত। সুভাষ নিজেও কংগ্রেসে যোগ দিয়েছিলেন বা সমর্থন করেছিলেন ।

৬৩

সুবর্ণা's picture


পেচ্ছাপেচ্ছির মানে যাই হোক, এইরাম পোস্ট চলতে থাকুক বছরজুড়ে।

৬৪

শওকত মাসুম's picture


পেচ্ছাপেচ্ছির কপিরাইট কিন্তু এবির

৬৫

মেসবাহ য়াযাদ's picture


রাম রাম রাম রাম....

৬৬

নাজমুল হুদা's picture


সফর থেকে ফিরেই রাম নাম ! ফাঁকি দেওয়া চলবে না - ছবিসহ বিস্তারিত পোস্ট অবশ্যই পাব আশা করি ।

৬৭

শওকত মাসুম's picture


পাঙ্খাসহ

৬৮

মীর's picture


ইয়েস পাঙ্খাসহ।

৬৯

টুটুল's picture


এইবার কিন্তু পাঙ্খা না... এইবার "রাম রাম রাম" Wink

৭০

সাহাদাত উদরাজী's picture


বার বার পোষ্টটা পড়ে যাচ্ছি, কিছু বলতে পারছি না। এ নিয়ে ৬ বার পড়লাম।

৭১

শওকত মাসুম's picture


কিছু একটা বলেন। কোনো সমস্যা নাই

৭২

মীর's picture


হ পায়চারি না দিয়ে বলেই ফেলেন।

৭৩

সাহাদাত উদরাজী's picture


১০ম বার ঘুরে গেলাম।

৭৪

শওকত মাসুম's picture


একটা কিছু ক পোলাপী থুক্কু উদরাজী ভায়া

৭৫

মাহবুব সুমন's picture


কয়লা উত্তোলনে ওপেন পিট খনি নিয়া যদি আসায় বাঁচা গেছে ওপেন পিট দেখা গেলো। ভাগ্যিস "ওপেন বুক" এক্সাম নিয়া পোস্টান নাই Puzzled তাইলেতো "ওপেন বুক" দেখা যাইতো Cool
ওপেন বুক নিয়া পোস্টান মাসুম ভাই Steve

৭৬

শওকত মাসুম's picture


এই নেন তাইলে
BOOK_OPEN1.jpg

৭৭

নাজমুল হুদা's picture


আপনার দেওয়া বইয়ের ছবি দেখে আবার লগ-ইন করতে হলো । অত্যন্ত ব্যক্তিগত । বিয়ের আগে আমার সিনিয়র কলিগরা সবাই আমার কাছে দেবতাতূল্য ছিলেন । বিয়ের পর কর্মস্থলে ফিরে গেলে তেমনই এক সিনিয়র কলিগ প্রথম সাক্ষাতে জিজ্ঞাসা করলেন, "বুক পোরশান কেমন?" প্রথমে বুঝতে পারিনি । বুঝতে যখন পারলাম, আকাশ হতে সরাসরি পাতালে । হাসি আর লজ্জ্বা একত্রে । সে এক সময় রে ভাই ।

৭৮

শওকত মাসুম's picture


বুক পোরশান কেমন? Tongue

৭৯

মাহবুব সুমন's picture


ইডা কি ফটক দিলেন বাহে Shock Crazy

৮০

রাফি's picture


ওপেন পিঠ ভালৈ।

৮১

শওকত মাসুম's picture


Laughing out loud Smile Smile

৮২

বিষাক্ত মানুষ's picture


দুলাভাই পাত্থর Smile

৮৩

শওকত মাসুম's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud

৮৪

আরাফাত শান্ত's picture


শিরোনামটা পছন্দ হয় নাই!
তবে পোস্ট ও ছবি দুটোই মনোলোভা

৮৫

শওকত মাসুম's picture


শিরোনামটার শানে নুযুল মনে হয় শান্ত জানেন না

৮৬

তানবীরা's picture


নতুন বছরের শুভেচ্ছা মাসুম ভাই। ভালো কাটুক প্রতিদিন।
পেচ্ছাপেছি নিয়মিত চলুক।

৮৭

শওকত মাসুম's picture


তানবীরার দিনগুলোও ভাল কাটুক

৮৮

টুটুল's picture


Smile

৮৯

শওকত মাসুম's picture


Smile

৯০

সাঈদ's picture


নতুন বছরে নতুন করে পেচ্ছাপেচ্ছির শক্তি অর্জন করেন।

৯১

শওকত মাসুম's picture


আপনিও শক্তি অর্জন করেন। সাঁতার বাদ দিয়া মাঠে নামেন

৯২

জেবীন's picture


দুইটা শাড়ির পাড়ের কাজই সুন্দর!!... মাসুম্ভাই'র  শাড়ির চয়েস দেখি ভালোই!!...

৯৩

শওকত মাসুম's picture


শাড়ীর জমিনটা আরও ভাল

৯৪

ঈশান মাহমুদ's picture


হায়রে, যার যেইটা দরকার সেই দিকেই নজর যায়...।

৯৫

শওকত মাসুম's picture


আপনার কী পছন্দ তাইলে? শাড়ির নীচের পাড়?

৯৬

জুলিয়ান সিদ্দিকী's picture


পেচ্ছাপেচ্ছি দেখলেই আমার মাথার ভিতরে তারে তারে জট লাইগ্যা যায়।

৯৭

শওকত মাসুম's picture


আপনি কইতে চান আপনার মাথায় তার আছে! Laughing out loud

৯৮

আসিফ's picture


বিদ্যা বালানের ওপেন পিঠ ভালু পাই। Laughing out loud

ওপেন বুক এক্সাম দিতাম চাই। Cool

৯৯

শওকত মাসুম's picture


টোকেন নেন, লাইনে দাড়ান।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।