আমি হয়তো মানুষ নই
আমি হয়তো মানুষ নই,
মানুষগুলো অন্যরকম।
মানুষগুলো ভালবেসে কাছে টানতে জানে,
ভালবাসার অভিনয় করে
ভালবাসাতে জানে
ভালবাসা শিখিয়ে দূরে ছুড়ে ফেলতে জানে।।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলেতো আমার একটা বৃত্ত থাকতো,
সেই বৃত্তের একটা কেন্দ্র থাকতো
বৃত্তের পরিধি ঘিরে
ছোট বড় আরও কিছু
বৃত্ত থাকতো।
প্রয়োজনমতো বৃত্তগুলো ভাঙত
আর নতুন নতুন বৃত্ত গড়ে উঠতো।।
মানুষগুলো অন্যরকম
তারা নিজেদের বৃত্তে হাটতে জানে,
প্রয়োজনে অক্ষ বদলাতে জানে
এক বৃত্ত ছেড়ে অন্য বৃত্তে
হাটতে জানে।
আমি হয়তো মানুষ নই
মানুষ হলেতো আমারও
নতুন নতুন বৃত্ত হতো,
নতুন অক্ষ থাকতো ।
সেই একই পুরনো বৃত্তে
আমি হাটছি আর হাটছি,
আমি হয়তো মানুষ নই .।
দাদু হার্টফেল করবো
আমি আসলে জানিনা কবিতাটা কার। তবে এটার আবৃত্তিটা শুনেছি। কবিতাটা কী গুণের?
এখোন প্রশ্ন জাগতেছে মনে যে আমি তাহলে কি?
হায় ! হায়!! এটাও জানেন না?

আপনি আবার কি?
।.।.।.।.।।।
পেত্নী নাকি?
ক্ষেপলেন কেনো?
শুধুতো পেত্নী বলেছি।।
ওইযে শাকচুন্নী, আরও কী যেনো আছে ওগুলোতো বলিই্নি।
শত হলেও আমরা বন্ধুতো ।।
এইভাবে মাইর না দিলেও হইতো!!!
কামাল ভাই ই ঠিক কথা কইছে, "পাষাণ নারী জাতি"
অদ্ভুত সুন্দর একটা কবিতা..
ধন্যবাদ আপনাকে।
আমি তো আরো ভাবলাম নির্মলেন্দু গুণ এর কবিতার প্যারডি !!
এটাকে ঠিক প্যারোডি বলা যাবেনা।
তবে মূল IDEA টা সম্ভবত গুণ দাদুর কাছ থেকে ধার করা।
আমি নিশ্চিত নই যে কবিতাটা কার।
ভাল হয়েছে কবিতা, দাদুর নাতি
আর কি কি ইমো দেয়া যায় বুঝতে পারছিনা।

আপনার জন্য মূল কবিতাটা তুলে দিলাম-
মানুষ
নির্মলেন্দু গুণ
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না ।
কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে ।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।
মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।
---
আমি কপি পেস্ট করলে কত কথা শুনতে হয়
কপি পেস্ট করেছিলাম তাই
আহারে
তয় আমি কিন্তু কপি পেস্ট করি নাই। আপনি বড় জোর বলতে পারেন অনুকরণ করেছি মাত্র।
মন্তব্য করুন