ইউজার লগইন

কার লাগিয়া গাথিঁরে মালা...

মাঝে মাঝে না, প্রায়ই এমন হয় সকালে উঠে যে গান শুনলাম সারাদিন মাথায় বাজতে থাকে সেটা। দেখা গেছে অফিসে পিসিতে সারাদিন সেইটাই শুনছি। শুনতে শুনতে যখন এমন হয় যে শুনলেই বিরক্তি আসে তখন বন্ধ হয় শোনা। যেমন গত কয়দিন এক নাগাড়ে শুনছি, আমি তোমার মনের ভিতর..।

মাঝে মাঝে ভাবি গ্রামের অর্ধ শিক্ষিত বাউল শিল্পীদের অপরিশীলিত গলায় না আছে সুর না মনন। ইনফ্যাক্ট গতকালই ভাবছিলাম কোথাও গান শুনে। সেই ধারণা যে কত বড় ভুল সকাল না হতেই টের পেলাম।

অনেক দিন আগে টিভিতে দেখা সাধক কালা শাহর মাজারে তার দৌহিত্রের দোতারা বাজিয়ে গাওয়া গান - নীরিখ বাইন্ধো রে দুই নয়নে, এখনো চোখে ভাসে মনে বাজে। প্রতি বছর কালু শাহর মাজারে ওরসে সারা রাত গান হয়। ভক্তরা সব্জি, ফল নিয়া আসে উপহার হিসাবে। আমি ঠিক করে রেখেছিলাম কালু শাহর ওরসে অবশ্য যাবো, সারা রাত গান শুনব বাউলদের। হায়, আমার অন্য সব ভালো ভালো ইচ্ছার মত এটারও উপায় হয় নাই।

ইদানিং খুব সকালে ঘুম ভেঙ্গে যায়। আযানের সময়। আজ তো আজানের আগে। এত সকালে কিছু করার থাকেনা। টিভি ছেড়ে দিই। তখন শুনলাম গানটা। গায়িকা, গীতিকার ও সুরকার আলেয়া বেগম। নামটা আগে শুনেছি কিনা মনে করতে পারছিনা। কিন্তু এই গান শুনে পুরা শরীরে কাঁপন ধরে গেছে। জীবনে প্রেম করি নাই বিরহের প্রশ্ন আসে না। কি আশ্চর্য্য গান শুনে আমার চোখে পানি এসে গেছে। এমন দরদ দিয়ে গাওয়া এত সুন্দর বিচ্ছেদের গান মনে হয় আর শুনি নাই। সালাম জানাই শিল্পী আলেয়া বেগমকে।

কার লাগিয়া গাথিরে মালা

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


গানটা এখনই শুনতে ইচ্ছে করছে কিন্তু আজ হেডফোন নাই Sad
দুইদিন ধরে কেনো যেনো মাথায় ঢকেছে.....দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে.....
আজ আপনার লিংকের গানটা শুনে মাথার ভেতর এটা ডুকানো যায় কিনা দেখি।

জীবনে প্রেম করি নাই বিরহের প্রশ্ন আসে না।

Sad

লীনা দিলরুবা's picture


অজানা এক স্রোতের মাঝে আমি.......... হারাইয়াছি সাথিরে মালা
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি....................
মালা কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি।।

শুনতে শুনতে আমার চোখেও জল এসে গেলো রায়হান ভাই।
থ্যাঙ্কু।

লীনা দিলরুবা's picture


সবুজ ঘাসে বসতাম দুইজন...... ও সাথিরে
মনের আঁচল পাতি.....
একা ঘরে ঘুম আসেনা আমি জেগে ঘুমাই রাতি
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি.....

মীর's picture


সকালবেলা এমন একটা গান পেয়ে চ্রম খুশি হয়ে গেলাম। Beer

লীনা দিলরুবা's picture


অজানা এক স্রোতের মাঝে আমি.......... হারাইয়াছি সাথীরে মালা
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি....................
মালা কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি।।

সবুজ ঘাসে বসতাম দুইজন...... ও সাথীরে
মনের আঁচল পাতি.....
একা ঘরে ঘুম আসেনা আমি জেগে ঘুমাই রাতি
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি.....

রোজ নিশিথে সাজাই বাসর............. ওরে সখী..............
ফুলে ফুল মালতি.....................
কোন বা দোষে দোষী হইয়া আমি এত জ্বালায় থাকিরে মালা
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি.....

আলোর দুইচোখ কানতে কানতে......... ও.....রে সখী........ চোখে নাই আর জ্যোতি.....
যে পথ দিয়া আমার বন্ধু গেছে....... চাইয়া চাইয়া থাকিরে মালা কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি........

অজানা এক স্রোতের মাঝে আমি.......... হারাইয়াছি সাথীরে মালা
কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি....................
মালা কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি।।

জ্যোতি's picture


গানের কথাগুলো জট্টিল।থ্যাংকু লীনাপা

লীনা দিলরুবা's picture


অসাধারণ গান, রায়হান ভাইরে কয়েক হাজার ধন্যবাদ।।
আমার বস সকাল থেকে শুকনো মুখে বসে ছিলো, এই গান শুনতে শুনতে বস এখন সহজ, মিষ্টি করে কথা বলছেন আর বললেন, 'গান বন্ধ করেন না, চলতে থাকুক।'

হাসান রায়হান's picture


আমার বস আইসা বলে গান বন্ধ করেন , ইন্টারভিউ আছে। Sad

লীনা দিলরুবা's picture


আহারে! আমার এমডি-ডিএমডি-সিএফও-হেড অব বিজনেস সবার কক্ষে সাউন্ড বক্স আছে। টেলিভিসনও আছে। আমরা তাই অলিখিত ভাবে সবার পিসিতে সাউন্ড বক্স লাগিয়ে নিয়েছি, মৃদু সাউন্ডে গান শোনা আমাদের এখানে এ্যলাউড Smile

১০

জ্যোতি's picture


Crying Crying Crying Crying Crying সাউন্ড বক্স নাই। গানের লিংক দিবেন সকালে কইবেন না?আমি অফিসে হেডফোন দিয়ে শুনি। হেডফোন আজ নাই। Sad Sad Sad

১১

হাসান রায়হান's picture


ধন্যবাদ লিরিকটা দেয়ার জন্য। তবে এইটা ছেলের গাওয়া। আলেয়ার টায় মানে অরিজিনালটায় একটু ডিফারেন্স আছে।

১২

লীনা দিলরুবা's picture


আলেয়া বেগমের কন্ঠে এই গান শুনতে হবে, যে লিঙ্ক দিলেন ওইটাতো মুস্তফা নামের একজনের গাওয়া।

১৩

হাসান রায়হান's picture


আলেয়ার টাই তো দিলাম। http://www.youtube.com/watch?v=Toj25RVg8uY

১৪

মীর's picture


ঝুমা নামের এক ক্ষুদে গানরাজের একটা ভার্সন আছে দেখলাম।

১৫

নীড় সন্ধানী's picture


গান শুনিবার আগেই মন উদাস হইছে। যাই ডাউনলোড করি গিয়া। কামের সময় ব্লগিং এলাউ হলেও গান শুনা হারাম আছে আমার। Sad

১৬

বকলম's picture


এমন গান, এমন বিরহ, এমন ভাবাবেগ শুধু বাংলা ভাষাতেই বোধহয় সম্ভব। এই গানটা একটা মাষ্টারপিস হিসেবে থাকবে।

গায়িকা, গীতিকার ও সুরকার আলেয়া বেগম।

সালাম জানাই এই গুনী নারীকে।

১৭

লীনা দিলরুবা's picture


আলেয়া বেগমের কন্ঠে শুনলাম গানটা.. বকলম ভাই এর মত বলতে চাই-

সালাম জানাই এই গুনী নারীকে।

১৮

সাহাদাত উদরাজী's picture


গুরু, অফিসে ইউটিউব বন্ধ থাকায় গান্টা শুনতে পারলাম না। অন্য লিঙ্ক থাকলে দিন।
কিন্তু গুরু, আপনার এই কথাটা গানের মত আমার কানে লাগছে - জীবনে প্রেম করি নাই বিরহের প্রশ্ন আসে না। সাব্বাস গুরু।

১৯

হাসান রায়হান's picture


পাইলামনা।

২০

সাহাদাত উদরাজী's picture


থ্যাংক ইউ গুরু।

২১

নুশেরা's picture


আলেয়া বেগমকে প্রণাম। অচিন্দাকে বিশাল ধন্যবাদ।

২২

টুটুল's picture


জট্টিল গান... ধইন্যা Smile

২৩

মাইনুল এইচ সিরাজী's picture


আলেয়া বেগম গুণী শিল্পী। সালাম

২৪

তানবীরা's picture


আমার রোজ এটা হয়। সকালে ঘুম থেকে ওঠে একটা গান কিংবা কবিতার দুটো লাইন মাথায় ঢুকে যায় আর সারাদিন আটকে থাকে। তবে বেশির ভাগই এমন গান যেগুলো ভদ্রসমাজে অচল। মাঝখানে মুন্নী বাদনাম হুয়িতে ছিলাম Wink

আপনার জন্যে আমার খুব পছন্দের একটা গান সত্যি বলছি

২৫

জ্যোতি's picture


গান্টা যদিও রায়হান ভাইকে দিয়েছেন কিন্তু গানটা আমার খুব পছন্দের।থ্যাংকু তাতাপু। আবার শুনলাম এখন।

২৬

হাসান রায়হান's picture


জয়ীতা,
লীনা দিলরুবা,
মীর,
নীড় সান্ধানী,
বকলম,
সাহাদাত উদরাজী,
নুশেরা,
টুটুল,
মইনুল এইচ সিরাজী ও
তানবীরা

ধন্যবাদ আপনাদের।

২৭

জ্যোতি's picture


কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি
মালা কার লাগিয়া গাঁথিরে মালা কার লাগিয়া গাঁথি।।

কি গান গাইলো!!!!!!

২৮

মীর's picture


ভাই কেমন আছেন? সকালবেলাই হঠাৎ এই গানটার কথা মনে পড়ে গেলো।

২৯

হাসান রায়হান's picture


বেঁচে আছি কোনোরকম। ধন্যবাদ মনে করার জন্য।

৩০

মীর's picture


শুধু ধইন্যবাদ ছৈল্ত ন' বদ্দা। একটা কিছু পুস্ট ক্রেন।

আপনে যা পুস্টাবেন তাতেই বান্দা মহাখুশি।

রিমঝিম পিচ্চিটা আছে কেমন?

৩১

হাসান রায়হান's picture


রিমঝিমের জ্বর। তাই মনটা বসছেনা। Sad

৩২

জ্যোতি's picture


রিমঝিমের জন্য এক ঝুড়ি আদর। দিয়ে দিয়েন। রিমঝিম আমার খুব পছন্দের।
আমারো মন বসে না। মনটাকে বুড়িগঙ্গায় ফেলে দিবো ভাবছি।

৩৩

মীর's picture


ছোট বাচ্চাদের অসুখের কথা শুনলে খুব খারাপ লাগে। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক আম্মুটা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs