ইউজার লগইন

বৃষ্টি অথবা যৌনতায় হাটা

তারাগুলি জোনাকি হয়ে গন্ধরাজের কাছে আসে, তখন ফুল গুলি নদী হয়ে সাপের মত চলে যায়
ফুল গুলি নদী হয়ে গেলে, জ্বলন্ত সিগারেট থেকে দুই ক্যান ধোঁয়া ছুটে যায় অনির্দিষ্ট গন্তব্যে...
ধেয়ে আসে কার্লসবাগের ফেনা যেন স্বপ্নীল কোন কংক্রীট
পানপাত্রে চেনা অচেনা সুন্দরীদের কন্ঠ জমে, আরো জমে থাকে স্মৃতি...
রঙিন সুর নিভে যায় সাদা দেয়ালের ছন্দে বাজে বিসুভিয়াসের কান্না
লাভার রাস্তা ধরে রিকশা মগ্ন রাত ভেসে যায় গভীর থেকে আরো গভীরের দিকে...
এবং মিশে যেতে থাকে নীলিমার আধারে, খুবই চেনা তরুনীদ্বয় অমৃত পরিবেশন করে
মুহুর্তের ব্যবধানে পরিচয় ঘুচে যায়, বেঁচে থাকে সোনালী তরলে টুংটাং সুর তোলা বরফের চাঁই আর অলঙ্ঘনীয় পাঁচিলের বাধা...
শহরের প্রাচীন দালানেরা ভীড় করে চারপাশে, শুয়ে থাকে ধৌরিতকের মত। তখন ভালোবাসারা আসে স্বপ্নের কাছে
স্বপ্নেরা দলে পিষে যায় বাস্তবতার ঘোরটোপে ঢাকা ফিটন গাড়িতে, চাবুক হাঁকে বেপরোয়া সহিস...
ঘোর ভাঙে নৈশব্দের ডাকে, সাকী বাজায় পাখোয়াজ
ভৈরবীর রক্ত ঝরে আকাশের বুকে আর এপারে রাতজাগা কেউ প্রতিদিন খুন হয়ে যায়...
হাঁসফাঁস শহরে নিশ্বাস , বিশ্বাস সব বেদনায় কাটা হতে থাকে
নীলাভ বেদনা মাখা আকাশে রোদ চমকায়, চমকায় নীলাভ বিদ্যুৎ...
মনে পড়ে যখন ফুল ফুটত, নীলা আমায় শুনিয়েছিল পাখি পালকের ওমের মত ভালবাসার গল্প
ভালোবাসারা কেবল গল্পেই বেঁচে রয়, বাস্তব কঠিন এসফল্টে আছড়ে পড়ে মৃত পাখির কোমল শরীর...
শেষ হয় অমৃত, কাঠ বাদামের খোসার মত রয়ে যায় ছিপি।
ছিপিতে পুনর্জন্ম নেয় অমৃত তিয়াসী প্রেতাত্মা, দেবতারা ঢলে পড়ে গরলের নেশায় নীল...
তরুনী তখন সন্ধার আকাশের মত উদ্দাম, কামনা পূর্ণ দেবী
ছলকে পড়া কামনার জল যদি ছুয়ে যায় সেই তরুণীর চোখ, গোধুলী আরক্তিম হয়ে ওঠে ব্রীড়ায়...
একটা উতলা বাসনা,দুই দেহের কারশাজি
মুখোমুখি মাখামাখি লাফালাফি ঝাপাঝাপি।
ছিপি হয়ে যায় বুকের জমিনে (উই এর) ঢিপি... চেয়ে রয় নির্মোহ শিলালিপি
লতার মত শরীর লেগে থাকে পান করতে চায় রক্তিম আকাশের সুধা
অশান্ত সাগরের ঢেউ তুলে নিয়ে যায় মোহময় শরীর, বাঁক গুলো কিনে নেয় নদী...
নদীর ঢেউয়ে অবগাহন, রন্ধে রন্ধে বয়ে চলে তুফান
তুফানের পরতে পরতে বিভ্রম। ডুবে যেতে থাকি বিভ্রমে বা তুফানে...
অস্থিরতা রাতের গভীরে যায়, অনিবার্য বিকেলের পর। ভুলে যাবার চেষ্টাগুলো পথ ভুলে ফিরে ফিরে আসে মনের উঠোনে...

[আমার আর শুভ'র যৌথ উদ্যোগ]

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


শিরোনামটাও সেইরাম হইছে... Wink

বুলবুল আহমেদ পান্না's picture


অসাধারণ Smile

টুটুল's picture


পোস্ট দুইবার হইছে Smile

কোনটা রাখবেন? দুইটাতেই কমেন্ট আছে Wink

বুলবুল আহমেদ পান্না's picture


ইখাঙ্কার একটা লাইন আমার লেখা Smile আম্মো কবি.... আম্মো কবি Smile

তানবীরা's picture


মেজর অনেক কষট করছে আজকে। ফেসবুকের লাইনগুলি আবার ব্লগে টাইপ করছে। আংগুলে বরফ দিতে হবে Sad(

হাসান রায়হান's picture


না খালি কপি কৈরা পেস্ট করছি Smile Smile

শওকত মাসুম's picture


খাইছে। দারুণ হইছে। খারি লাফালাফি ঝাপাঝাপি অংশটা বেমানান লাগছে, সম্ভবত উদরাজির কারণে।
এবিতে আপনারে দেইখা ভাল লাগতাছে রায়হান ভাই।
আর ইয়ে মানে, আপনাদের এই জুটিটা দারুণ, রাজ্জাক কবরীর পরে সেরা Laughing out loud

জেবীন's picture


মাসুম্ভাই বলছেনঃ আপনাদের এই জুটিটা দারুণ, রাজ্জাক কবরীর পরে সেরা Crazy
বর্ষা+অনন্ত = বসন্ত হইলে, এনারা কি? Smile

জ্যোতি's picture


১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


মাসুম্ভাই পাত্থর!! Laughing out loud

১১

সামছা আকিদা জাহান's picture


অসাধারণ কপি পেস্ট, অনেক সাধনার ফসল ভাল লাগল। Smile

১২

জ্যোতি's picture


বহুদিন পর ব্লগ জমজমাট । তারমধ্যে রায়হান ভাইয়ের পোষ্ট । পুরা না বুঝলেও ভালো লাগছে। Smile

১৩

নিভৃত স্বপ্নচারী's picture


দারুণ লাগলো যৌথ উদ্যোগ Laughing out loud

১৪

মীর's picture


রেসপেক্ট কবি হারুশা'র প্রতি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs