ইউজার লগইন

দুইটা ছবি

টঙ্গি ফ্লাইওভারের কাছে এক বন্ধু নিয়ে যায় ছবি তোলার জন্য। কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে যাওয়ায় ছবি তুলতে পারি নাই তেমন। সেখানের দুইটা ছবি।
2

ss
এই ছবিটা তুলেছিলাম তিনটা বাশের পাশে বিশ্রামরত ফিঙেকে সবাজেক্ট করে সাথে ব্যাকগ্রাউন্ডে তিনটা বিদ্যুতের খুটি রেখে। কিন্তু আরেকজন ফটোগ্রাফার ছবিটা দেখে চমৎকার আইডিয়া দেয়। তার কমেন্ট -
Mahmudur Rahman: ছবিটা খুব সুন্দর হয়েছে...আমি আমার দৃষ্টকোন থেকে একটা আইডিয়া দেব...ছবি্তে বাঁশ সহ পাখিটিকে ডানদিকে রাখলে কেমন হত...পাখিটির দৃষ্টি বাম দিকে তাই আমার কাছে মনে হচ্ছে ফোকাস জিনিসগুলকে ডানদিকে রেখে বামদিকে ফাকা জাইগা রেখে যদি ফ্রেমটা তৈরি করা যেত তাহলে কেমন হত??
3
মাহমুদের প্রস্তাব মত ক্রপ করে ডানদিকে সরিয়ে দেয়া।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


টিপ সই

ছবি বুঝতে শিখলে সমালোচনা করমুনে... আপাতত সৌন্দর্য্যের কথা কইয়া গেলাম

হাসান রায়হান's picture


Smile

স্বপ্নের ফেরীওয়ালা's picture


test 2.jpg

হাসান রায়হান's picture


এই ভিউ টাও দারুন।

রাফি's picture


ছবি সৌন্দর্য্য হৈছে, তবে অ্যানিমিক মনে হৈতেছে। পেছনের ঘোলা সাদা ব্যাকগ্রাউন্ডরে কিছু করা যায় না বস?

হাসান রায়হান's picture


ঐদিন আকাশটা ডাল ছিল। তারপর সন্ধ্যা হয়ে গেছিল। সাদাকালো করে দেখা যাইতে পারে।

জ্যোতি's picture


জায়গাটা সুন্দর। ছবিটাও খুব সুন্দর। একলা পাখি।আপনে তো আমার পছন্দের ফটোগ্রাফার, সব ছবিই সুন্দর লাগে।

হাসান রায়হান's picture


Love

শওকত মাসুম's picture


পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি–
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি ।।
ডাক উঠেছে মেঘে মেঘে, অলস পাখা উঠল জেগে–
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি ।।
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে ।
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে ।
গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে–
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী ।।

১০

জ্যোতি's picture


কাহিনী কিতা? পাখি কারে শিষ দিয়ে ডাকে?

১১

হাসান রায়হান's picture


বস রোমান্টিক হয়ে উঠছেন দিন্দিন। Smile

১২

লিজা's picture


জালের ছবিটা সুন্দর । আর পাখিটা সুন্দর । এই পাখির আরো ছবি নাই?

১৩

হাসান রায়হান's picture


একটা ছবিই তুলেছিলাম পাখিটার।

১৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


৩টি বাশ আর ফিঙ্গে,ব্যাকগ্রাউন্ডের ৩টি বৈদ্যুতিক খুঁটি। আপনার থিমটাই বেশি ভাল লাগল।

১৫

হাসান রায়হান's picture


ধন্যবাদ

১৬

গৌতম's picture


কীভাবে ছবি তুলতে হয়- এই বিষয়ে আপনারে যে নিয়মিত উপদেশ দেয় তার কথা তো কিছুই বললেন না! নাহ্ আপনারে আর উপদেশ দিমু না।
ছবি সোন্দর হৈয়েসে!

১৭

হাসান রায়হান's picture


হায় হায় গৌতম ঠাকুরে উপদেশ না পাইলে ছবি তুলুম কেমনে?

১৮

আনন্দবাবু's picture


পাখিওয়ালা ছবিটা কথা বলতেসে!

আমি ছবির সাথে সাথে শওকত মাসুম ভাইয়ের কমেন্টেও লাইক দিতে চাই।

১৯

হাসান রায়হান's picture


ধন্যবাদ আনন্দ।

২০

আহমাদ মোস্তফা কামাল's picture


আমার মনে হলো - দুটো ছবির সাবজেক্টই নিঃসঙ্গতা। প্রথম ছবিতে লোকটি একা, জাল ফেলে দাঁড়িয়ে আছে - যেন অন্ততকালীন এই প্রতীক্ষা।

তুমি এমনই জাল পেতেছ সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়াজাল ছিঁড়ে যেতে পারে...

দ্বিতীয় ছবির পাখিটিও একা। প্রকৃতি-সৃষ্ট বা মনুষ্য-সৃষ্ট (বাঁশ ও খুঁটি) সবকিছুরই সঙ্গী আছে (তিনটে, একসঙ্গে), কেবল প্রাণীরাই নিঃসঙ্গ - মানুষ বা পাখি যাই হোক না কেন!

অসাধারণ রায়হান ভাই।

মাসুম ভাইকেও ধন্যবাদ রবীন্দ্রনাথের অসাধারণ গানটি মনে করিয়ে দেয়ার জন্য।

২১

হাসান রায়হান's picture


এত সুন্দর কমেন্ট করেন কীভাবে বস! মনে হয় যে ছবি তোলা স্বার্থক।

২২

তানবীরা's picture


জাল ফেলার ছবিটা অসাধারণ।

পাখির অরিজ্যিনাল ছবিটা আর স্বপ্নের ফেরিওয়ালার ক্রপটা বেশি ভালো হয়েছে। নিঃসংগতাটা বেশি ফুটেছে

২৩

হাসান রায়হান's picture


থ্যান্কু বাজি।

২৪

সাঈদ's picture


ওস্তাদ মানুষের ছবি নিয়ে সমালোচনা করা পাপ হুক্কা

২৫

হাসান রায়হান's picture


মাইর খাইবা

২৬

লীনা দিলরুবা's picture


আমি ছবি বুঝিনা Sad

২৭

একজন মায়াবতী's picture


ছবি বুঝি না। দেখে ভালোই লাগলো। Smile
জাল এম্নে ফেলে নাকি Shock

২৮

নাজনীন খলিল's picture


চমৎকার ছবি দুটো। প্রথমটা বেশী ভাল লাগল।

২৯

রায়েহাত শুভ's picture


দ্বিতীয় ছবিটার এক্সপোজারে কি একটু এদিক ওদিক করে দেখার অবকাশ আছে?

পয়লা ছবিটায় উপরে বামপাশের গাছের ডালটা আমাকে ছবির ভেতর ঢুকতে খানিকটা বাধা দিচ্ছে। দুই তিন স্টেপ এগিয়ে ছবিটা তুললে মনেহয় ডালটা আসতো না, ছবিটাও সর্বাঙ্গসুন্দর হইতো...

৩০

জেবীন's picture


জাল ফেলার ছবিটা ভালো লাগছে বেশি। এইটাকে কি জাল বলে? খইয়া জাল নাকি?

৩১

মীর's picture


প্রথম ছবিটায় ভোট দিলাম।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs