ইউজার লগইন

মাসব্যাপী কার্ণিভাল পিডিএফ

কয়েক বছর আগে সামহয়ারইনব্লগে রেজিঃ করি ততদিনে রাসেল সেখানে প্রতিষ্ঠিত ব্লগার। রাসেলের নিকটা ছিল একটু অন্যরকম। নামের পর ব্র্যাকেটে আট টা ডট। ভাষার উপর অসাধারণ দখল, যুক্তিপূর্ণ আলোচনা, পর্যবেক্ষণ ও বিশ্লেষনী ক্ষমতায় সে তখন মোটামুটি সেলিব্রিটি ব্লগার। তখন লিখতো প্রচুর। আমার সবচেয়ে ভালো লেগেছে তার ভারত ভ্রমনের কাহিনি। খুব কম ভ্রমন কাহিনিই আমার কাছে এতো ভালো লেগেছে। এত সাবলীল বর্ণনা যে পুরা লেখা এক বসায় পড়লেও ধৈর্য্য বিচ্যুতি ঘটেনা। সেই সিরিজটা নিয়া একটা বই প্রকাশ হতেই পারে।

আমার আজকের এই পোস্টে দেয়ার কারণ হল আমি একটা পিডিএফ বানিয়েছি সেইটা জানান দেয়া। রাসেলের মাসব্যাপী কার্ণিভাল সিরিজটা একসাথে করে তাড়াহুড়া করে এই পিডিএফ বানাইলাম। যদিও রাসেলের অনুমতি নেই নাই। এইটা নিয়া অবশ্য দুশ্চিন্তা নাই। এত অমায়িক যে ভদ্রতার খাতিরে কিছু বলবেনা। বললেও চা সিগারেট খাইয়ে ম্যানেজ করা যাবে।

একটা প্রচ্ছদ বানাতে চাইছিলাম। সময়াভাবে পারলামনা। লেখা হুবহু দিয়ে দিয়েছি। বানান যেমন ছিল তেমন। কেউ যদি পুরা সিরিজটা একসাথে পড়তে চান নিচের লিংক থেকে পিডিএফ টা নামিয়ে পড়তে পারেন।

মাসব্যাপী কার্ণিভাল পিডিএফ

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


ধইন্যা পাতা THNX
সিরিজটা আমার ভীষণ পছন্দের ছিলো। রায়হানকে ভাইকে এক কোটি ধইন্যা।

জ্যোতি's picture


লিংক তো আসে না। Sad

নজরুল ইসলাম's picture


দারুণ কাজ করছেন
ধন্যবাদ

জ্যোতি's picture


মদন বইলেন না। পাইছি Big smile
জট্রিল।

শাতিল's picture


তাইলে কি বলা হইবেক Wink

ঈশান মাহমুদ's picture


রায়হান ভাই, পিডিএফ ডাউনলোড করলাম ।ওপেন হইলো ফটোশপে। কিন্তু ফন্ট এতো ছোট যে পড়া যায়না, আবার বড় করে পড়তে চাইলে লেখা ফেটে যায়।

সমাধান কি ?

সাহাদাত উদরাজী's picture


সমস্যা শেষ হলো দেখছি। ধন্যবাদ।

ঈশান মাহমুদ's picture


রায়হান ভাই, পিডিএফ ডাউনলোড করলাম ।ওপেন হইলো ফটোশপে। কিন্তু ফন্ট এতো ছোট যে পড়া যায়না, আবার বড় করে পড়তে চাইলে লেখা ফেটে যায়।

সমাধান কি ?

হাসান রায়হান's picture


আপনার কম্পিউটারে কি পিডিএফ রীডার নাই? সেজন্যই মনে হয় ফটোশপে খুলছে। পিডিএফ রীডার ডাউনলোড করে নেন। তারপরও যদি ফোটোশপে খুলে তাহলে ডাবল ক্লিক না করে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ > পিডিএফ রীডার।

১০

নাজ's picture


আমি আগে ভেবেছিলাম এই সিরিজে এক পর্বের সাথে আরেক পর্ব সম্পর্কযুক্ত এবং আগের পর্বগুলো মিস করেছি বলে এই সিরিজটা পড়া হয়নি। পরে জানতে পারি যে এই লেখা গুলো এক একটি সম্পুর্ন আলাদা লেখা। তখন পড়তে চেয়েছিলাম কিন্তু পরে আর খুঁজে পড়া হয়ে ওঠেনি।

রায়হান ভাই'কে থ্যাঙ্কস, সবগুলো লেখা একত্রিত করে দেয়ার জন্য!

১১

তানবীরা's picture


এ জন্মেতো হইলো না, পরের জন্মে সেলিব্রেটি ব্লগার হওয়ার চেষ্টা করবোনে। Puzzled

ভাবতেছি একটা সিরিজ লিখবো, বছরব্যাপী ঘর সংসার, আগ্রহী পিডিএফ বানানেওয়ালারা যোগাযোগ করতে পারেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কপিরাইট দেয়া হবে Tongue

১২

হাসান রায়হান's picture


ইচ্ছা ছিল তোমার অহনা শেষ হলে পিডিএফ করব। কিন্তু যে টিটকারী মারলা !

১৩

জ্যোতি's picture


Big smile Tongue

১৪

তানবীরা's picture


হা হা হা হা হা হা হা সে সুযোগ তুই পাবি না'রে শয়তান (পোয়েটিক তুই তোকারী) মাইন্ড খাইয়েন না প্লীজ।

আপনেতো বায়োলজিক্যাল হিসাবনুযায়ী অহনার আগে মরার কথা @লল

১৫

মীর's picture


ভাই অতি উমদা একখানা কাজ করিয়াছে। তার লাগি ফ্রেশ ধইন্যাপাতা এক কেজি ধইন্যা পাতা

১৬

হাসান রায়হান's picture


সবাইকে অসংখ্য ধন্যবাদ।

১৭

লীনা দিলরুবা's picture


খুব ভালো একটা কাজ করেছেন রায়হান ভাই। প্রচ্ছদটাও সুন্দর। কিন্তু রাসেল ভাই গর্তে ঢুকলো ক্যান! এত বড় উপহার পাইয়া একটা লাজুক কমেন্টতো করতে পারে Smile

১৮

শওকত মাসুম's picture


খুব ভালো একটা কাজ করেছেন রায়হান ভাই। Smile

১৯

আহমাদ মোস্তফা কামাল's picture


দারুণ একটা কাজ করেছেন!

এই সিরিজের সবগুলো লেখাই পড়েছি এবং ব্যক্তিগত আলাপচারিতায় রাসেলকে সেসব মতামত জানিয়েছিও। এখন মনে হচ্ছে, কথাগুলো এখানে এসে লিখে জানালেই ভালো হতো!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs