ইলেকশন সুখের হয় রমনীর গুনে
ইলেকশন সুখের হয় রমনীর গুনে
এই কথা সত্যি হয়েছিল (ওবা) মায়ের জীবনে।
শেষ বেলায় স্যান্ডি মাথায় দিলো বাড়ি
নির্বাচনী ভাগ্য দিলো নাড়ি
যেটুকু সংশয় ছিল মনে
তাও উড়ে গেলো হায় গগনে
এই কথা সত্যি হয়েছিল (ওবা) মায়ের জীবনে।
পরাজয় দিয়ে তুমি জয় নিলে
হেসে হেসে টিভিতে ভাষন দিলে
মা আমার চেষ্টা করো
শান্তি যেনো থাকে এই ভুবনে
এই কথা সত্যি হয়েছিল (ওবা) মায়ের জীবনে
তানবীরা
০৭/১১/২০১২
হাহাহা। গানের জটিল ব্যবহার!
হে হে হে হে
আহা বেশ বেশ বেশ
ট্যাগানি দেখে হাস্তে হাস্তে শেষ!
যাক, লেখায় নাহোক, ট্যাগেতো হাসাতে পেরেছি
জটিল হইছে
কিসের জটিল হইছে? বক্স অফিসে মুখ থুবরাইয়া পড়ে গেছে
(
মাশাল্লাহ! কতোগুলা ট্যাগ! কইলজা আছে আপনের!
হ, মাশাল্লাহ কইলজার সাইজ বড় আছে
যারা পড়ছেন কিংবা পড়ে নাই, কমেন্ট করছেন কিংবা করেন নাই, সবাই ধণ্যবাদ জানবেন
নতুন লেখা নিয়ে আসুন।
হাহা, একটা কৌতুক মনে পড়ে গেল "ইলেকশান" শব্দটা শুনে, কিন্তু মুরুব্বিদের সামনে বলা ঠিক হবে না!
হিন্টস দেওয়া যায় তবে, সেটা হইল গিয়া জাপানিজ/চাইনিজরা নাকি "R(আর)" উচ্চারণ করবার পারে না, "L (এল)" উচ্চারণ করে।
লেখালেখি থেকে কি বিরতি নিয়েছেন?
নাতো!!! কোন দুশমন কইছে? রোজ বাজারের হিসাব লিখিতো!!!!
ভাই ল্যাপটপ কিনে দিচ্ছে না কেন?
মন্তব্য করুন