অসম্পুর্ণ
তুমি এসেছিলে সঙ্গী হয়ে
আমার দেয়ালবন্দী অন্ধকারে।
ছুঁয়ে ছিলাম তোমায়
মাঝ রাত্রির একাকিত্বে ।
তোমার প্রতিটি অঙ্গে ছিলো
আমার অবাধ বিচরণ।
অক্ষরগুলো আজো চিৎকার করে
প্রমান দেয় আমার গভীরতম স্পর্শের।
তুমি এসেছিলে বৃষ্টি হয়ে
আমার উত্তপ্ত শরীর উন্মুখ ছিলো
তুমি ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়েছিলো আমাতে।
জুড়িয়ে ছিলাম শরীর, মজে ছিলাম তোমাতে।
(অসম্পুর্ণ একটি উপাখ্যান-ফেসবুক নোট থেকে পরিমার্জিত)
মারহাবা মারহাবা! কোবতে ভালাইছে।
প্রথম কমেন্ট করতাম পারছি, হের লাইগা ব্যাফক আনন্দিত।
হিঃহিঃহিঃ বোনডী এইটা কোবতে না একটা অসম্পুর্ণ উপাখ্যান।
তোমার প্রতিটি অঙ্গে ছিলো
আমার অবাধ বিচরণ।
আসতাগফিরুল্লাহ ! নাউযুবিল্লাহ !!
ইহা ভাবার্থে একখান কীবোর্ড গাঁথা
হুম , বিয়াপক পাইলাম কবিতা।
সামঝদার আপ্নে, ইসারার দরকার পড়েনা।
ঢাকা ফিরছেন? ফিরলে লেখা কই?
ফটুক মটুক থাকলে পোষ্টান
কফিতা ব্যাফক অইছে মুরব্বি................
কস্কি মমিন
বিশালাকারে দনিয়া ক্ষেত্র দেয়া হইলো
প্রোপিক দেইখ্যা ডর করে ক্যান
ওয়েবে দেখলাম প্রোপিকটা মিট মিট করে এহেনেদেহী মিট মিটা মিট বন্ধ হেইলেইগ্যা মনয় ............
তুমি ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়েছিলো আমাতে।
জুড়িয়ে ছিলাম শরীর, মজে ছিলাম তোমাতে। ( থাম্বস আপ ইমো হবে )
হাঃহাঃহাঃ (ধনিয়া পত্রের ইমো হইপে)
অসম্পূর্ন উপখ্যান সম্পূর্ন হইবার সম্ভাবনা কতটুকু? :)
আপাতত কোন সম্ভাবিলিটি দেখতাছিনা
বুঝলাম না, বিষয় কি নারী না নেট? অক্ষর আবার শরীর দুইটাইতো কইলেন। যাউকগগা, পড়তে আরাম
নারী নয় অবশ্যই।
মাউস কি-বোর্ডের হা-হুতাস আর কি।
মন্তব্য করুন