ইউজার লগইন

অসম্পুর্ণ

তুমি এসেছিলে সঙ্গী হয়ে
আমার দেয়ালবন্দী অন্ধকারে।
ছুঁয়ে ছিলাম তোমায়
মাঝ রাত্রির একাকিত্বে ।

তোমার প্রতিটি অঙ্গে ছিলো
আমার অবাধ বিচরণ।
অক্ষরগুলো আজো চিৎকার করে
প্রমান দেয় আমার গভীরতম স্পর্শের।

তুমি এসেছিলে বৃষ্টি হয়ে
আমার উত্তপ্ত শরীর উন্মুখ ছিলো
তুমি ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়েছিলো আমাতে।
জুড়িয়ে ছিলাম শরীর, মজে ছিলাম তোমাতে।
(অসম্পুর্ণ একটি উপাখ্যান-ফেসবুক নোট থেকে পরিমার্জিত)

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

সুমনা's picture


মারহাবা মারহাবা! কোবতে ভালাইছে।
প্রথম কমেন্ট করতাম পারছি, হের লাইগা ব্যাফক আনন্দিত।

সোহেল কাজী's picture


হিঃহিঃহিঃ বোনডী এইটা কোবতে না একটা অসম্পুর্ণ উপাখ্যান। Tongue outCool

মেসবাহ য়াযাদ's picture


তোমার প্রতিটি অঙ্গে ছিলো
আমার অবাধ বিচরণ।

আসতাগফিরুল্লাহ ! নাউযুবিল্লাহ !!

সোহেল কাজী's picture


ইহা ভাবার্থে একখান কীবোর্ড গাঁথা Tongue outCool

সাঈদ's picture


হুম , বিয়াপক পাইলাম কবিতা।

সোহেল কাজী's picture


সামঝদার আপ্নে, ইসারার দরকার পড়েনা।

ঢাকা ফিরছেন? ফিরলে লেখা কই? Smile
ফটুক মটুক থাকলে পোষ্টান Laughing

বিহঙ্গ's picture


কফিতা ব্যাফক অইছে মুরব্বি................

সোহেল কাজী's picture


কস্কি মমিন Cool
বিশালাকারে দনিয়া ক্ষেত্র দেয়া হইলো Laughing
প্রোপিক দেইখ্যা ডর করে ক্যান Wink

বিহঙ্গ's picture


ওয়েবে দেখলাম প্রোপিকটা মিট মিট করে এহেনেদেহী মিট মিটা মিট বন্ধ হেইলেইগ্যা মনয় ............

১০

অতিথি পাখি's picture


তুমি ফোঁটায় ফোঁটায় আছড়ে পড়েছিলো আমাতে।
জুড়িয়ে ছিলাম শরীর, মজে ছিলাম তোমাতে। ( থাম্বস আপ ইমো হবে )

১১

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ Tongue out (ধনিয়া পত্রের ইমো হইপে)

১২

নীড় সন্ধানী's picture


অসম্পূর্ন উপখ্যান সম্পূর্ন হইবার সম্ভাবনা কতটুকু? :)

১৩

সোহেল কাজী's picture


আপাতত কোন সম্ভাবিলিটি দেখতাছিনা Cool

১৪

তানবীরা's picture


বুঝলাম না, বিষয় কি নারী না নেট? অক্ষর আবার শরীর দুইটাইতো কইলেন। যাউকগগা, পড়তে আরাম

১৫

সোহেল কাজী's picture


নারী নয় অবশ্যই। Cool
মাউস কি-বোর্ডের হা-হুতাস আর কি।Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।