ইউজার লগইন

আইয়ো আই গেছি

নয়া মাটিতে নয়া ঘর বানতে আইলাম। প্রতিবেশী কেঠা কেঠা আছেন জানান দেন।
ইয়াহু এবিতে দৌড়ায়া কুলাইতে না পাইরা এক সময় পেছনে পইরা গেছি। এতোক্ষনে ধরলাম।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


বুখে আয় শয়তান Cool

সোহেল কাজী's picture


বুকেই আছি

লোকেন বোস's picture


স্বাগতম

সোহেল কাজী's picture


মাই প্লেজার (বাংলা কি? Tongue out) ধনিয়া

টুটুল's picture


ঘড়-বাড়ি নতুন বানানো হৈছে... বানানো চল্তাছে..

সুন্দর এক্টা ঘড় বানাইয়া আড্ডাইতে চাই.. হাত লাগান...

পুরানা পাব্লিকগো পক্ষ থিক্কা স্বাগমত জানাইয়া গেলাম

সোহেল কাজী's picture


স্বাগতম নিলাম, আশা করি তারাতারি কাম কম্পলীট হোক।

হাসান রায়হান's picture


বুখে আয় শয়তান। সাইদ থিকা কপি মার্লাম। কারণ এরথিকা ভালো কিছু পাইলামনা।

সোহেল কাজী's picture


ওরি বস, কেমন আছেন। বুকেই আছি (সাঈদ ভাইর জবাব Tongue out)

নজরুল ইসলাম's picture


এন্ট্রি ফি দেন এইবার...

১০

সোহেল কাজী's picture


চেক না ক্রেডিট, চেক হইলে বইয়েরপাতা শেষ Tongue out ক্রেডিট হইলে ওভার ডিউ Tongue out
কেমন আছেন?
১১

সুমনা's picture


আম্মো আইছি

১২

সোহেল কাজী's picture


দেখছি Cool

আম্মো স্বাগতম জানাইছি

১৩

কাওছার আহমেদ's picture


মুহাহাহাহাহাহাহ!!! মঙ্গলবার দেখা হইবেক। দুইদিন বিজি আছি।

১৪

সোহেল কাজী's picture


ওরে শয়তান বুখে আয়। ওক্কে দেখা হবে। Laughing

১৫

হাসান রায়হান's picture


আছি ভালো। ধন্যবাদ।আপনার প্রোফাইল ছবি দেখে কয়েক বছর আগের কথা মনে পড়ল। আইজুদ্দিন তখন সামুতে একটা গাধার ছবি প্রোফাইলে দিয়া ব্লগাইতো। ব্লগাইতো মানে ব্যান খাইতো আরকি। বেনখাইতো আর ডেলি নতুন নিক নিয়া আসতো। সাথে গাধাটার ছবি। কেরম করুন দৃষ্টিতে তাকায় আছে। দেখতে দেখতে গাধাটার প্রতি মায়া লাইগা গেছিল। আপন আপন লাগত। হায়রে কতদিন ওরে দেখিনা!

১৬

সোহেল কাজী's picture


নষ্টালজিয়া বড়ই করুন জিনিষ বস। অনেক মধুর সৃতিও রক্তাক্ত করে।

দেখি একটা সুত টাই ওয়ালা ফটুক আপ্লোড দিমুনে। আপ্নে একে আমার এলাকার লোক(গেরাম্বাসী Tongue out)তার উপ্রে আবার বহুত সিনিয়ার। ইচ্ছা করলে তুই/তুমি যে কিছু ডাইক্কেন, আপ্নে আপ্নে কইলে লইজ্জা লইজ্জা লাগে Embarassed । মা মনিরে আদর দিয়েন

১৭

মলিকিউল's picture


Laughing আপনিও আইছেন তাইলে। কহেক কহেক......

এইখানেও স্বাগতম......।

 

১৮

সোহেল কাজী's picture


আহেম আহেম এয়েচিগো এয়েচি। এইখানেও ধনিয়া Cool

১৯

মলিকিউল's picture


কাজি সাব, আপনার লগে একটু চ্যাটাইতে চাই। জরুরি টেকি জিজ্ঞাসা আছে।

২০

সোহেল কাজী's picture


আপনের পোশটে মেসেজ ফলো করেন।

২১

পদ্মলোচন's picture


ভুখে আয় ভাভুল

২২

সোহেল কাজী's picture


ভুখে আয় কুদ্দুস hug

২৩

অতিথি পাখি's picture


চিয়ার্স !!! শুরু হোক নতুন আসরে শরাবান তাহুরা !!!

Funny Images Free Pics Funny Pics
Click here to more funny images

২৪

সোহেল কাজী's picture


ওরে ম্যায়তো টাল হোগেয়ারে।
ভুখে আয় শয়তান hug

২৫

অতিথি পাখি's picture


সিনায় সিনায় লাগুগ টান

মেজাজ বিলা !!! বুকে আসার ইমো পাই নাই !!!

২৬

সোহেল কাজী's picture


সিনায় সিনায় লাগুক টান
বুকে উঠুক বান তুফান

আপ্নের পোষ্টে লিঙ্ক দিয়া আইলাম
http://messenger.yahoo.com/features/emoticons/

২৭

অতিথি পাখি's picture


হুহ !! এইটা আরোও সহজ

Free Pics View Photos Photo Sharing
Click here to more funny images

২৮

টুটুল's picture


waitingapplauserolling on the floorbig hug

২৯

টুটুল's picture


পারছি yawn

৩০

সোহেল কাজী's picture


th
আপ্নে পাশ কর্ছেন

৩১

নীড় সন্ধানী's picture


উঁকি দিয়া গেলাম :)

৩২

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ দেখলাম Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।