শিশুর অটিজম : তথ্য ও ব্যবহারিক সহায়তা ~ এখন বই মেলায়
আজ বইমেলায় আসছে নুশেরা তাজরীনের "শিশুর অটিজমঃ তথ্য ও ব্যবহারিক সহায়তা"
প্রকাশক তাম্রলিপি। পৃষ্ঠাসংখ্যা ১২৮। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।
বইটি অটিজম নিয়ে মানুষকে সচেতন করে তোলার আপ্রান প্রচেষ্টারই অংশ। তথ্যটি চারিদিকে ছড়িয়ে দেয়ার জন্য বন্ধুদের সহযোগীতা চাই। নুশেরা তাজরীনের সাথে কণ্ঠ মিলিয়ে বলি "দুর হোক সমাজ থেকে অটিজম নিয়ে কুসংস্কার। দুর হোক অটিস্টিক শিশুর প্রতি অবহেলা...। "
বন্ধুরা বইটি দেখুন... প্রয়োজন মনে করেলে কিনুন... অথবা যে পরিবারে অটিস্টিক শিশু আছে সেই পরিবাকে উপহার দিন। তথ্য গুলো ছড়িয়ে পরুক সমাজের গলি ঘুপচিতে। অটিস্টিক শিশু প্রতি অবহেলা নয় ... ভালবাসা দিয়ে সারিয়ে তুলবো আমরা... এটাই হোক আমাদের অঙ্গিকার।
নুবুকে অভিনন্দন। আশাকরি আজকেই বইটা হাতে পাবো।
শুভকামনা রইলো। বইটি বিষয়ের দিক থেক নি:সন্দেহে গুরুত্বপূর্ণ। সেই সাথে নুশেরা'পুর লেখনীশক্তি ভিন্ন মাত্রা দিয়েছে। বইটি পাঠকের কাছে সমাদৃত হবে আশা রাখি।
প্রচ্ছদটি সুন্দর হয়েছে। যতদূর জানি আলমগীর ভাইয়ের করা প্রচ্ছদ।
গুজবে কান দেবেন না
ছবি অপনার আঁকা। আইসক্রিমের কাঠিতে রং লাগিয়ে কাগজে পেস্ট করেছিলো।
গতকাল আসলে গতকালই কিন্তে পারতাম। নেক্সট মেলায় গেলে কিনব। প্রচ্ছদ সুন্দর।
অনেক শুভ কামনা রইলো বইটির সফলতার।
প্রতিবন্ধী উন্নয়ন নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে পারলে হয়তো তারা এটাকে দেশের সর্বোস্থানে পৌছে দিতে পারবে।
প্রচ্ছদের রেডইন্ডিয়ানটা কিউট হইছে
টুটুলদা, আপনার পোস্ট দেখে আমি অভিভূত! একটু আগে খবরটা পেয়ে ভাবছিলাম বন্ধুদের সবাইকে জানিয়ে দেবো কি দেবো না... এখানে এসে দেখি এই অবস্থা! অনেক অনেক ধন্যবাদ...
এই বইটার প্রয়োজন নতুন করে যেন কারো না হয়, সেটাই মনেপ্রাণে চাই। যারা ইতোমধ্যে ভুক্তভোগী, তাদের কারো যদি সামান্য উপকারে আসে, সেটাই সার্থকতা।
আপনাদের কাছে আমার অনুরোধ, পরিচিত কারও পরিবারে অটিস্টিক সন্তান থাকলে তাদেরকে বইটির কথা বলুন। আমার বিশ্বাস, বইটি পড়লে তারা ঠকবেন না।
নজরুলভাই, মুকুল, অচিন্দা, কাজীদা--- সবাইকে অশেষ ধন্যবাদ
নুশেরা আপুকে অনেক অনেক অভিনন্দন
গুরুত্বপূর্ণ বই ।
যেসব মা- বাবারা এই বিষয়ে জানেন না, তাদের জানার ক্ষেত্রটা
সহজ করবে এই বই ।
নুরেশাবুকে অ ভি ন ন্দ ন !
পাঠকপ্রিয়তা পাক !
অত্যন্ত দরকারী বই, ভুক্তভোগীদের অবশ্যই কাজে লাগবে।
প্রচ্ছদ অপূর্ব। অপনাকে অফুরন্ত ভালোবাসা মা আমার আর নুশেরাকে অভিনন্দন।
নীড় সন্ধানী, শাতিল, শিপন, তানবীরা- সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছে যেন আমি বইমেলাতেই আছি, আশেপাশে আমরাবন্ধুর সবাই
প্রচ্ছদ অপনা'র করা!!... সুন্দরতো!... বইয়ের জন্যে অভিনন্দন!...
মেলায় যাওয়া হলে কেনার আশা রাখছি অবশ্যই...
আমার একটা অবজার্ভেশন, ব্লগারদের বই যেসব প্রকাশনীতে বের হয়, আমি কখনোই ওইগুলা মেলায় খুঁইজা পাই না
সংহতি শস্যপর্ব কোনোটাই চোখে পড়ে না, আজকে তাম্রলিপিও চোখে পড়ে নাই :-s
স্বাভাবিক সামাজিক শ্রদ্ধাবোধের প্রয়োজনেই এই ধরণের বই কিনাটা জরুরী...নেক্সট মেলায় গেলে কিনুম...
আমার একটা প্রস্তাব আছে। নুশেরা দেশে নেই। আমরা ব্লগাররা কি এই বইয়ের মোড়ক উম্মোচন টাইপ কিছু করতে পারি?
মাসুমভাই, নজরুলভাই'র সঙ্গে একটু কথা হয়েছিলো, আপনারা যদি থাকতে পারেন তো খুবই আনন্দের ব্যাপার হয়
আপা.. আমরা একটা প্লান করতেছি মোড়ক উম্মোচনের ... আপনার অনুমতি প্রথম দরকার হবে। আশা করছি নজরুল ভাই বিস্তারিত জানাবে
অনুমতি মানে, এটাতো আমার অভাবিত সৌভাগ্য! অবশ্য অবশ্যই করবেন। মনমতো চা-টা খাবেন, মনে করবেন আমিই খাওয়াইছি
টুটুলদার সাথে কথা হয়েছে। উনিই চূড়ান্ত সময় জানাবেন।
নুশেরাপুকে অভিনন্দন বই এর জন্য।আর অপনার জন্য দোয়া, অনেক আদর।আশা করি পরে যেদিন বইমেলায় যাব বইটি হাতে পাব।আমার খুব প্রিয় একজন মানুষ আছে যিনি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেন তাকে উপহার দিব।
যাদের জন্য বইটি প্রয়োজনীয় তাদের কানে বই এর কথা পৌছুক
জেবীন, ভাঙ্গা পেন্সিল, ভাস্করদা, মাসুমভাই, জয়িতা, কাঁকন- সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বলি, আমি সবাইকে নিয়ে বইমেলাতে আছি এমন একটা অনুভূতি হচ্ছে
অভিনন্দন আবারো। তবে নুবুরে না, নিজেরে- কারণ এই বইটা মায়াবই।
আমার তো সংগ্রহের সুযোগ নেই। নুবু, এই অধমকে সফট-কপিটা মেইলে পাঠানো যাবে?
=============
ইয়ে, উনি কি মিথ্যে বলেছেন? আমি তো জানতাম গুট্টুসের আঁকা ছবি দিয়ে প্রচ্ছদ! আলমগীর ভাই' কে? সকল ঘটনা প্রকাশ করা হোক।
অভিনন্দন আশরাফ
==================
ছবি অবশ্যই গুট্টুসের করা। সেখান থেকে ধার করে যে যা করুক না কেন।
অভিনন্দন আপুকে....মোড়ক উম্মোচনের দিনটা ব্লগে জানাইলে থাকার চেষ্টা কর্তাম...
মডুমামার পোস্টে টুটুলদা বলে দিছেন, ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০
একটা ছোট আনন্দের খবর শেয়ার করতে চাই বন্ধুদের সাথে। গত তিনদিনে দু'টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বইটির জন্য ধন্যবাদপত্র পেয়েছি; একটি মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে পঞ্চাশকপি বইয়ের চাহিদা এসেছে।
আপনাদের সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই বইটি যাদের কাজে আসতে পারে তাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।
এইটাতো আপা অনেক খুশির খবর
শিশুর অটিজম : তথ্য ও ব্যবহারিক সহায়তা বইটি আমার খুবই দরকার। কেউ কি বইটির সন্ধান দিতে পারবেন।
তাম্রলিপি বের করেছিল। আর আমার কাছে দুই কপি আছে। নিজে কিনেছিলাম, নুশেরাও একটা দিয়েছিল। কিভাবে দেবো?
মন্তব্য করুন