ইউজার লগইন

নজরুল ইসলামের একটি অসামান্য অর্জন :: অভিনন্দন নজরুল ভাই

পলান সরকার গ্রামে ঘুড়ে ঘুড়ে মানুষকে বই পড়ায়। তার ব্যাগে থাকে অনেক ধরনের বই। মানুষের পছন্দ অনুযায়ী গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে পৌছে দিয়ে আসে বই। মানুষের মধ্যে একটা পাঠ সচেতনতা তৈরীর এক মহান উদ্দেশ্য।

এবারই (মনে হয়) বাংলা একাডমী প্রথম বারের মত মানুষের মাঝে বই কেনায় উৎসাহ তৈরীতে নতুন এক পুরষ্কার ঘোষণা দেয়। সেই পলান সরকারের নাম অনুসারে সবচাইতে বেশী বই ক্রেতার হাতে তুলে দেয়া হবে "পলান সরকার পুরষ্কার"। আগামী কাল পুরষ্কার বিতরণী।

অভিনন্দন নজরুল ভাইকে ....

মাসুম ভাইয়ের ফোনে পুরা টাশকি ... অনেক খুশি লাগতেছে। আপনার মুখ থেকে বিস্তারিত শোনার অপেক্ষায়

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

অদ্রোহ's picture


ব্যাপক টাশকি খাইলাম ।

নজরুল ভাইকে অভিনন্দন Innocent ।দেউলিয়া হওয়ার জ্বালা এবার বোধ হয় কিছুটা হলেও ঘুচবে Smile

আপন_আধার's picture


অভিনন্দন নজরুল ভাই

আমরা আশেপাশের পাঠকরা আরো বেশী উৎসাহিত হইতে পারুম আপ্নেরে দেইখা

ভাঙ্গা পেন্সিল's picture


ওরা আসলে বুঝলো কেমতে কে কতো ট্যাকার কিনছে? Stare

নজরুল ইসলাম's picture


ক্যাশমেমো দেইখা। লগে আবার নানাবিধ প্রশ্ন তদন্ত ছিলো। আমি আসলেই এগুলো কিনেছি কী না, নিজের জন্য কিনেছি কী না... এসব নানাবিধ তদন্ত করেই তারা নিশ্চিত হইছে

আহমেদ রাকিব's picture


ভাঙ্গা পেন্সিলের প্রশ্নটা আমারো। তবে যাই হোক, নজ্রুল ভাইয়ের লিস্ট আর এমাউন্ট শুইনা বুঝছিলাম কেন্ডিডেট। সুখবর শুইনা ভালো লাগতেছে। অভিনন্দন। আর এই উপলক্ষে এবিতে একটা পার্টি চাই। Tongue

রন's picture


নাজু ভাইরে অভিনন্দন

পুতুল's picture


নজু কে অভিনন্দন । কিন্তু আমার ত আগামি মাসের খাওন দাওন র মেয়ে রে পালন এর টাকা নাই...।

অদিতি's picture


নজরুল, হেপি অভিনন্দন

নুশেরা's picture


বাহ্ খুবই আনন্দের খবর, তবে টাশকিত হবার মতো না, এটা প্রত্যাশিতই ছিলো। নতুন লেখকদের মধ্যে গল্প আর কবিতা দুই ক্যাটাগরিতেই এমন দু'জন স্বীকৃতি পেলেন যাদের লেখালেখির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ব্লগকে। এখন পাঠক (ক্রেতা বলবো না) হিসেবেও স্বীকৃতি পেলেন একজন ব্লগার। আমাদের জন্য বাড়তি আনন্দের খবর।

বিশাল অভিনন্দন নজরুলভাই।

[ভাবী, আপনি আগামী মাসটা না হয় বাপের বাড়ীতে একটু বেড়িয়ে আসলেন... কতোদিন বেড়ান না Tongue out ]

১০

নুশেরা's picture


**যাদের লেখালেখির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ব্লগকে
-> যারা লেখালেখির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ব্লগকে

১১

নুরুজ্জামান মানিক's picture


অভিনন্দন নজরুল ভাইকে

১২

জ্যোতি's picture


সকাল বেলায় প্রথমেই এত খুশির খবর!!!
নজরুল ভাইকে অভিনন্দন।খুবই ভালো লাগছে।

১৩

নীড় সন্ধানী's picture


আগেই জানা ছিল এই পুরষ্কার আর কেউ পাইতেছে না Tongue out

১৪

সাঈদ's picture


নজরুল পাইতে পারে মনে হইছে একবার কিন্তু পাইছে শুইনা খুবই ভালো লাগতেছে।

আসলেই , নুশেরাপুর সাথে একমত , ব্লগার দের এবার জয় জয়কার।

অভিনন্দন রইলো নজরুল ভাইয়ের প্রতি।

দেখি কবে পার্টি দেয় নজ্ররুল ভাই, সেই অপেক্ষায় রইলাম।

১৫

হাসান রায়হান's picture


নজরুল ভাইরে বিরাট অভিনন্দন

১৬

অপূর্ব সোহাগ's picture


অভিনন্দন গুরু

১৭

নজরুল ইসলাম's picture


আমি কিন্তু এই পুরষ্কারের কথা কিছুই জানতাম না। সেদিন এবিতে অদ্রোহর বইমেলার পোস্টেই প্রথম জানতে পারি 'পলান সরকার' পুরষ্কারের কথা।

ধন্যবাদ 'আমরা বন্ধু'কে... আনন্দ লাগতেছে। আর ফতুর হয়া গেছি। ঢাকাস্থরা রেডি থাইকেন... যে কোনোদিন আইসা ভাত খাওনের দাবী জানাইতে পারি Wink

১৮

আতিয়া বিলকিস মিতু's picture


এনি টাইম...!

১৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


নাজু রে বহিনন্দন ঃ)

~

২০

স্বপ্নের ফেরীওয়ালা's picture


নাজু রে বহিনন্দন ঃ)

~

২১

মলিকিউল's picture


কঠিন ব্যাপার, বিয়াফক...

 

অভিনন্দন নজরুল ভাইকে......

২২

টুটুল's picture


অভিনন্দন আবারো Smile

২৩

শওকত মাসুম's picture


চারিদিকে অনেক পুরস্কার দেয়। তবে আর কোনোটা না, এই পুরস্কার পেলে আমার আর কিছু কি চাই।

ধন্যবাদ  আবারো নজরুলকে।

২৪

মুক্ত বয়ান's picture


পুরস্কারের কথা কিন্তু আমি আগে কইছিলাম। মনে থাকে যেন। Smile Smile

২৫

বোহেমিয়ান's picture


পার্টি দিছিলেন নিকি?
আজকা যাইতে পারলাম না Sad

অভিনন্দন

২৬

আশরাফ মাহমুদ's picture


অভিনন্দন।

২৭

শাওন৩৫০৪'s picture


নজরুল ভাইকে শুভেচ্ছা এবং বুকিং...ওনার লিস্টে অনেক গুলা শাহরিয়ার কবির দেখছিলাম, অনেক দিন পড়িনা আরকি...Smile

২৮

ভেবে ভেবে বলি's picture


আরে বিশাল ব্যাপার তো! পুরষ্কারটা একজন ব্লগবন্ধু পেয়েছে ভাবতেই ভালো লাগছে। অভিনন্দন নজরুল ভাইকে। Smile

২৯

মাহবুব সুমন's picture


Smile

৩০

তানবীরা's picture


অভিনন্দন নজরুল ভাইকে ....

৩১

রুবেল শাহ's picture


ব্যাপক টাশকি খাইলাম .......

অফসুস ......

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ