ফেসবুক ঢোকা যাচ্ছে না... unexpected parser state
ফেসবুক খুলে বসে আছি কখন দেখবো কাঙ্খিত সেই রায়... মুর্হুমুহু স্টেটাস আপডেটে চোখ রেখে বসে আছি.. আমার মত অনেকেই আছেন অফিসে বসে উৎকণ্ঠিত... কিন্তু সমস্যা দেখা দিছে অন্য জায়গায়... বার বার রিফ্রেশ করতে করতে... হঠাৎ একটা ম্যাসেজ দেখালো "unexpected parser state"। আমরা সব্বাইকি ফেসবুকরে চাপের মুখে ফেলে দিলাম? বৈদেশীরা কি পারতেছেন?
এদিকে যুদ্ধাপরাধী দেলু রাজাকারের রায় পড়া শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রাইবুনাল ১ এ। তার বিরুদ্ধে মোট ৩১টি অপরাধের অভিযোগ আসে... ট্রাইবুনাল ১১টি বাদ দিয়ে ২০ অভিযোগ গ্রহন করেন।
সাঈদীর নয়, দেলুর রায় দিচ্ছি: বিচারপতি ফজলে কবীর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ট্রাইব্যুনাল থেকে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা শুরুর আগেই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান ফজলে কবীর বলেন- রায় ঘোষণার আগে আমরা কিছু কথা বলতে চাই।
তিনি বলেন, আসামি দেলোয়ার হোসেন সাঈদী গোটা বাংলাদেশে সুপরিচিত। তার বর্তমান নাম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি প্রখ্যাত মাওলানা এবং দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক পরিচয় তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তবে আমরা কি আজ সেই প্রখ্যাত মাওলানার বিচার করছি? না। আমরা কি জামায়াতের নায়েবে আমীরের বিচার করছি? না। আমরা কি সংসদ সদস্যের বিচার করছি? না।
বিচারপতি ফজলে কবীর বলেন, আসুন আমরা চলে যাই ৪০ বছর আগে। তখন তিনি ৩০ বছরের যুবক ছিলেন। পিরোজপুরে সাউথখালী গ্রামের বাসিন্দা। বিবাহিত জীবন ছিলো তার। এবং এক সন্তানের পিতা ছিলেন তিনি। তখন তিনি সাধারণ একজন মানুষ। কোনো ধর্মীয় নেতা ছিলেন না। পিরোজপুরের অনেক মানুষ তাকে চিনতেন। দেলু নামে ডাকতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তখন তিনি পাড়েরহাট এলাকার পিস কমিটির সাধারণ সদস্য ছিলেন। কোনো কমান্ডার নয়। তবে উর্দুতে ভালো কথা বলতেন তাই হানাদার বাহিনীর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এ কারণে প্রত্যেক অপারেশনেই তিনি অংশ নিতেন।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান আরও বলেন, “দেলুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগ দাখিল করা হয়েছে। যার মধ্যে হত্যা-অপহরণ-ধর্ষণ লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তর করা, নির্যাতন রয়েছে। সেই ৩০ বছর বয়সী দেলাওয়ার হোসাইন সাঈদী বা দেলুর বিচার করতেই আমরা এখানে এসেছি। আমাদের মনে রাখতে হচ্ছে সেই সময়ে তিনি কী করেছেন তারই বিচার হচ্ছে। এতে রাষ্ট্রপক্ষের ২৮ জন ও আসামি পক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা সবাই গ্রামের সাধারণ মানুষ। তাদের বক্তব্যের ওপরই আমরা এই বিচার পরিচালনা করেছি। এবং তার ভিত্তিতেই এই রায় দিচ্ছি।
আমি তো ভাবলাম আমার নেট প্রবলেম। বারবার রিফ্রেস দিচ্ছিলাম। হঠাৎ কেন ফেসবুক এমন বিগড়ালো?
সবাই সমানে রিফ্রেশ দিতেছে, ইনস্ট্যান্ট নিউজ পাওয়ার জন্য।
সার্ভার এই প্রেশার নিতে পারতেছে না আর কি!
আমার ফেসবুক কই গেলো? ফিরায়া দেননননননননননননননননননননননননননননন
যুকারবার্গ ভাই এবি তেও আছে নাকি?!

কলিজু ফেসবুক কই গেলো? ময়না পাখি উড়ে আয়য়য়য়য়য়
আমার সোনার ময়না পাখি,

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি.. !
নাক ডেকে ঘুমায় নাকি? এত ডাকলেও সাড়া দেয় না কেন? মরছে?
এখান থেকে লাইভ স্ট্রিমিং দেখার চেষ্টা করতে পারেন
http://www.jagobd.com/ekattortv.html
টিভি তো দেখছি । কিন্তু ফেসবুকে সবার সাথে ফিলিংসটা শেয়ার করা যায়। মজাই আলাদা।
আমি অনেকক্ষণ পরে ঢুকতে পারলাম
ফেসবুক পাইনা। কেমনে ঢুকলেন?
ব্লগই এখন ভরসা।
হায় হায়, ফেবুতে যাইতে পারতেছি না
এতক্ষণে টের পেলেন দাদাভাই? আমি তো প্রায় ২ ঘন্টা ধরেই পাইনা।
ফেসবুকে কেউ-ই ঢুকতে পারছে না! ব্যাপারটা তো চিন্তায় ফেলে দিলো!
টেনশন বেড়ে গেলো ।
যদি আগাম সতর্কতা হিসেবে সরকারি সিদ্ধান্তেই ফেসবুক বন্ধ করা হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকেন - ব্লগও বন্ধ করা হবে অচিরেই।
এবং বিচারের রায়টা বোধ হয়...
কাঙ্ক্ষিত রায় কখন আসবে? একে তো এখনো কোন সুসংবাদ পেলাম না, সেই সাখে কারো সাথে মনের কথাও ভাগ করার রাস্তা দিল বন্ধ করে... >:( কিছু একটা রহস্য আছে বলে মনে হচ্ছে....
বলতেছে, টেলিযোগাযোগের আন্তর্জাতিক গেটওয়েতে কারিগরি ত্রুটির কারনে নাকি ফেসবুকে ঢোকা যাচ্ছে না!
২০ টার মধ্যে ১৫টা রায় পড়া হইছে, মাত্র ৯টা অভিযোগ প্রমান হইছে!
ভয় করতেছে, ব্যাপারস্যাপার সুবিধার ঠেকতাছে না।
টিভিতে স্ক্রলে যাচ্ছে যে,
ফাত্রামি দেখাইতেছে কেন সরকারে?
ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
রায় হয়ে গেল। কী রায় ? কী আবার, ফাসি। জয় বাংলা !!!
জয় বাংলা।
বড়ো শংকায় ছিলাম। এখন নির্ভার লাগছে।
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
আমাদের সমস্যা হচছে না ফেসবুকে
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
এরম একটা সময়ে ফেসবুকে ঢুকতে পারছিনা
মেজাজ পুরাই বিলা
জয় বাংলা !

জয় জয় জয় বাংলা!
জয় বাংলা!
এই মাত্র আমিও সমস্যাটা ফেইস করলাম তবে আমি শুধু ফেইসবুক না আমি ব্লগেও ধুকতে পারি নাই!
যারা ফেইসবুকে লগইন করতে পারছেন না তারা আল্ট্রা সার্ফ ব্যাবহার করুন। ইংরেজীতে আল্ট্রা সার্ফ লিখে গুগল করুন পেয়ে যাবেন। আর না পেলে আমাকে ইনবক্স করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন