আড্ডা!!! :: এই মাসে ব্লগের আড্ডার সিডিউল
বন্ধুরা... আম্রাযে চ্রম আড্ডাবাজ ... আপ্নেরা হয়তো কিছুটা আঁচ কর্তে পার্ছেন এরমধ্যেই :)। ঢাকার শহরের বিভিন্ন গলিঘুপচিতে আম্রা একটু সময় বের করতে পার্লেই আড্ডাই। কখনো ঘোষণা দিয়া ... কখনো সময় স্বল্পতার কারণে অঘোষিত ... মানে হুট কইরা। আগে থেকে সিডিউল করা থাকলে সকলের কাছে আওয়াজ পৌছাই। এইবার দেখেন মার্চের আড্ডার সিডিউল ;)
:: আড্ডা ১ :: ব্লগার লাল দরজার তৈরী সিনেমা দর্শন
================================
কবে: বৃহষ্পতিবার, মার্চ ১১, ২০১০
কখন: ৩:০০PM - ৫:০০PM
কোথায়: University of Liberal Arts Bangladesh ULAB Auditorium
বাড়ি নং- ৫৬, সড়ক ৪এ, সাতমসজীদ রোড (মেডিনোভার অপজিটে)
আপনাদের সকলের জন্য আমন্ত্রণ ... লাল ভাইয়ের পক্ষ থেকে ...
:: আড্ডা ২ :: ব্লগার সাঈদের বাসায় দিন ব্যাপি ব্লগ আড্ডা
====================================
কবে: বুধবার, মার্চ ১৭, ২০১০
কখন: সকাল - বিকাল
কোথায়: পল্লবী (বাকি লোকেশন সাঈদ জানাইলে আপডেট হবে)
সময়ের প্যাঁচে ইচ্ছা থাকা সত্বেও অনেকেই পিকনিকে যেতে পারেননি... মিস্কর্সেন... আবার অনেক নতুন বন্ধু ইতিমধ্যেই আমাদের বন্ধু খাতায় এন্ট্রি হয়েছেন... বন্ধু ইজ বন্ধু... আসেন সকলকে নিয়ে একটা বিশাল জনসভা করি :)
ইতিমধ্যে পথিক আমাদের বাশিঁ শোনাবে বলে নিশ্চিত করেছিন। যার যা আছে তাই নিয়ে ঝাপিয়ে পরুন... আম্রা আম্রাইতো :)
আড্ডাইতে ইচ্ছুক? নারী পুরুষ নির্বিশেষে পোস্টে হাত তুলুন ...
মাইনাচ
যান; বেশি বেশি আড্ডাখান; সাঈদ শেষ পর্যন্ত ঠিকানা না দিলে খুসগি হমু;
ঠিক পরের কমেন্ট টাই দেখো...আহারে....
এইটা আসলে বিরোধিদলীয় চক্রান্ত
পিকনিকের মত দোয়া কইরেন ।
বাসার লোকেশন হইলঃ মিরপুর পুরবী সিনেমা হল পার হইয়া সোজা উত্ত্র দিকে গেলে হাতের ডান দিকে পড়বে সেতারা কনভেনশন সেন্টার। তার সামনে আইসা ডান দিকে।
ডান দিকে গেলে একটা গলি পড়বে, গলির বাম দিকে সিটি ক্লাব মাঠ। ঐ গলিতে ঢুকার পর প্রথম ডানের মোড় নিয়া কিছুদূর আগাইলে একটা চৌরাস্তার মত (ডাইনে-বায়ে আরেকটা গলির জয়েন্ট) পার হইলে দেখবেন বাম দিকে একটা দোকান , দোকানের সাথেই গলি- বাম দিকের গলিতে ঢুইকা ডানের ৩য় বাসার ৪ তলায় চইলা আইবেন।
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ ব্যেচেলর বাসা , নিজ দায়িত্বে প্রবেশ করবেন। বাসায় নোংরা/ময়লা নিয়ে কোন সমালোচনা বরদাশত করা হবেনা।
কারেকশনঃ উত্তর দিকে***
সংবিধিবদ্ধ সংশোধনীঃ
ভূলঃ পূরবী সিনেমা হল পার হইয়া উত্তর দিকে গেলে হাতের ডানে সিতারা কনভেনশন হল
শুদ্ধঃ পূরবী সিনেমা হল পার হইয়া উত্তর দিকে গেলে হাতের বামে সিতারা কনভেনশন হল
বাহ, ডিটেইলস পাওয়া গেলো....সবাই, আমীন
গুড গুড আড্ডা দেন, আমরা আর কি করি....দেখি ।
একবার লোকাল বাসে ভ্রমণের সময় কোত্থাইকা একটা নিউজপ্রিন্টের কাগজ/বিজ্ঞাপন জানলা দিয়া উইড়া আইসা পড়ল। তাতেও অনেকটা এই ধরনের ঠিকানা দেখছিলাম। এরপর এরম আরও যত কাগজ জানলা দিয়া উইড়া আইত সব গুলায় কোন না কোন সিনেমা হলের উল্লেখটা কমন থাকত।
-------------
ফাজিলতি কইরা কইলাম, মাইন্ড খাইয়েন না।
আমি আড্ডাবাজ না। এমুন অপবাদ দিলে জীবনে কত কি বাকি কিছুই হবে কিনা কে জানে!তবে আড্ডার যেফত পাইছি না গেলে গুনাহ হয় শুনছি। জেনে শুনে পাপের ভাগীদার হইতে চাই না।
ঠিকানার বণর্না চোখে দেখলাম। পড়লাম ।কিছুই চিনি না।
আপনের চেনার দর্কার কি ? কইছেন তো আইবেন না।
আমরা যারা নন-ঢাকাইয়া। তাদের কপালে আড্ডা নাই!
'হিছা' মারি..........
ছুটির দিন আছে, টাইম কইরা চইলা আসেন, সময় ম্যানেজ হইয়া যাইবো।
আড্ডা ব্লগের জন্য হুমকীস্বরূপ;ব্লগার রা যখন জায়গায় বেজায়গায় আড্ডা দেয় ব্লগ তখন ঝিমায়
দর্কার পর্লে আড্ডা ব্লগে লাইভ দেখামু এইবার । ঠিকাছে ????
লাইভ দেখাবেন না রেকর্ডিং দেখাবেন সেইটা কথা না কথা হইলো সবাই যদি আপনার বাসায় / মেসে আড্ডা দেয় তাহলে ব্লগে পোস্ট দিবে কে আর পোস্টে কমেন্ট করবে কে
এইটা একটা জনগুরুত্বপূর্ণ কমেন্ট!
স্টিকি করা হোক.........
ধন্যবাদ তায়েফ আহমাদ সাথে থাকার জন্য
বাইরে আড্ডার 'হিছা মারি'
হিছা মারা কি?
হিছা মারি কে ভদ্রার্থে ঝাঁটা মারি বলা চলে!
হাজার হোক, এইটা ভদ্রলোকের ব্লগ.....
আমি ভাবছি হিসু করি টাইপ কিছু একটা
একটা বই কিনেন।
বাংলা আঞ্চলিক ভাষার অভিধান- ড. মু. শহীদুল্লাহ্।
সাথে থাকার জন্য ধন্যবাদ
আড্ডা তাইলে বিকালে? আফসুস।
আমিত দুপুরে দাওয়াত পাইলাম...
সারাদিন ব্যাপি।
পল্লবীইইইই!!!!! ঐটাতো দুনিয়ার অপর প্রান্তে ...পরীক্ষার টাইমে পল্রবী ঠেঙাইতে গেলে বুয়েটের হাবিয়া দোযকেও জায়গা হবে না আমার
কাছেপিঠে হৈলে টেরাই মাইরা দেখতাম। আপ্সুস!
পুলাপান সব ফার্মের মুরগি।
আড্ডা খুবই খ্রাপ জিনিস। দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

সাঈদ ভাইর বাসায় আড্ডা শুইনা রায়হান ভাইয়ের মুরগী ধরার গল্প মনে পইড়া গেল
আবার মুরগি ধরা পর্তেছে
আড্ডা দিমু কি দিমু না, দ্যটিজ্দা কুচ্চেন
তুমি আড্ডা দিবা আমি আড্ডা দিমু না , কুন্টাযে ভালো অনলী উপরওয়ালা জানে
বাসার ঠিকানা দেইক্ষা টাশকিত। এই ঠিকানা ধৈরা গেলে, হারায়া যামু।
ঐদিন ঝড়-বৃষ্টি-তুফান সব হবে। আমি অভিশাপ দিলাম।
বাহ ,ঠিকানা তো খুবই সহজ সরল।কোন প্যাচ নেই ...
... হুইচ ইজ বেটার অনলি গড নোজ....
সিনেম্যানিয়ায় যাওয়া যায় কিনা চেষ্টা করব ।
তবে আড্ডা তো অনেক দূর!
আর পরীক্ষার মাঝখানে
আগামীকাল "সিনেম্যানিয়ায়"য় আসেন... ওইখানে বৈসা না হয় বাকি আলাপ...
তবে সাঈদের বাসায় না গেলে কৈলাম বিয়াফক ঠকা খাইপেন
...
ক্যান ক্যান ,সাইদ ভাইয়ের বাসায় আছেটা কি ??
ডালমে কুছ কালা হ্যায় ,টুটুলভাই খোলাসা করেন ...
।
এসে পড়লাম টুটুল, আপনাদের জগতে। আমন্ত্রণের জন্য ধন্যবাদ।
আরে বস...
স্বাগতম
স্বাগতম
স্বাগতম
আমাদের এই ব্লগে
আহা
ভালো লাগলো অনেক ...
জুলাই মাসের আড্ডা হবে ২৩শে জুলাইয়ের পর
আগষ্টে যেকোন সময়
সেপ্টেম্বরে হবে ৪তারিখের আগে ঃ)
মন্তব্য করুন