আলী মাহমেদ :: অভিনন্দন গ্রহণ করুন
গত রমজানের কোন একদিন... আমরা ইফতার করবো ল্যাব এইডে। ৮/১০ জন ব্লগার... রাসেল (ডটু) বললো শুভ ভাই ঢাকায় এবং কাছাকাছি ... আমরা একসাথে ইফতার করলাম। শুভ ভাই ঢাকায় এসেছেন। বাসায় তার ব্যবহারের ডেস্কটপ কম্পিউটার বিক্রির টাকা এবং সংসারের ঈদের খরচ। দুইটা একত্র করে নিয়ে এসেছেন। কি করেছিলেন সেই টাকা শুভ ভাই? নিজের সন্তান, স্ত্রীর জন্য নতুন কাপর কিনেছেন? আমরা তো তাই করি... শুভ ভাই কি আমাদের মত? একদম না... পুরা অন্যরকম
দুর্জয় শিশু নামে একটি সংগঠন। ভাসমান পতীতাদের সন্তানদের লালন পালন করে। কয়েকদিন আগের দৈনিক প্রথম আলোতে একটা নিউজ ছাপা হয়েছিল 'দুর্জয় শিশু'র শিশুদের ঈদ করার কোন টাকা নেই... নেই তাদের ঈদের একটু সেমাই খাওয়ার পয়সাও... সুদুর ব্রাহ্মনবাড়িয়া বসে শুভ ভাই সেই সংবাদ পড়ে। কষ্ট পায়... বিক্রি করে দেয় তার সাধের কম্পিউটার... ছুটে আসে ঢাকায়... আর আমরা? শহরে থেকেও কিছু করি না... চোখটা ভিজে যায় নিজের অক্ষমতায়
সহব্লগার শুভ ভাই... তার সামনে দাড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হয়... এই সময়ে এরম ভালো মানুষ বিরল... গত জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার ষষ্ঠ আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো ১৫ই এপ্রিলে। আমাদের প্রিয় আলী মাহমেদ- শুভ ভাইয়ের ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷
আজ আবার চোখের কোনায় চিক চিক করে ... এটা কোন বেদনার নয়... এটা প্রিয় শুভ ভাইরে সফলতায়... অন্তরের অন্ত:স্থল থেকে তার জন্য আমার সব সময় শুভ কামনা থাকে। অভিনন্দন গ্রহণ করুন আলী মাহমেদ ওরফে আমাদের প্রিয় শুভ ভাই।
শুভ ভাইয়ের ব্লগ : আলী মাহমেদএর ব্লগ
বেস্ট অফ ব্লগস এর ঘোষণা: এইখানে
ভোটের ফলাফল: এইখানে টিপি দ্যান
মানুষ হিসেবেও অসাধারণ। ব্লগার লেখক হিসেবেও।
অভিনন্দন শুভ ভাইকে!
আমরাবন্ধুর পক্ষ থেকে এই স্বীকৃতির প্রতি সম্মান জানিয়ে পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।
অভিনন্দন
সামু তে নিয়মিত না যাবার কারনে শুভ ভাইয়ের লেখা, পড়া হয় নাই।
তাঁর সম্পর্কে যা শুনলাম, মানুষ হিসাবে নিজের কাছেই লজ্জা লাগছে।
অভিনন্দন শুভ ভাইকে।
অভিনন্দন শুভ ভাই
সকালবেলাতেই সামুতে জানতে পেরেছি সব। সেখানেই শুভ ভাইর ব্লগ পড়লাম। তাঁকে অভিনন্দন আর এই লেখাটা স্টিকি হোক।
অভিনন্দন আলী মাহমেদ ভাই!!
শুভ ভাইকে অনেক অনেক অভিনন্দন
শুভ ভাই পুরস্কার পাইলেই কি আর না পাইলেই কি...এই বাংলা ভাষাভাষি জনপদে এই লোকের যেইসব লেখা পড়ি...তাতে তারে এমনেই শ্রেষ্ঠ ব্লগার বইলা জানি। ডয়শে ভেলে
তারে স্বীকৃতি দিতে পাইরা হয়তো ধন্য হইলো।
শুভ ভাইরে সালাম...
শুভ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ ভাইয়ের সাথে আমার পরিচয় অনেকদিন আগে থেকে। সেটা ৯৫/৯৬ সালে হবে।
তখন ব্লগের জন্ম হয়নি। তাদের বাসায়ও গিয়েছিলাম। তার বোন সালমা রুহী, একসময় ভোরের কাগজে লিখতেন। তুখোড় লেখিয়ে ছিলেন। সে সুবাদে শুভ ভাইদের বাসায় যাওয়া। তারপর অনেক দিন শুভ ভাইয়ের সাথে যোগাযোগ ছিলো না। এবারে বই মেলাতে আবার দেখা হলো।
সেই আগের মত, হাসি খুশিই আছেন মানুষটি। অনেকদিন বাদে দেখা হয়ে ভালো লাগলো। দীর্ঘসময় আড্ডা আর চা-বিড়ি চলছিলো। তার এই সাফল্যের খবরটা জেনে অসম্ভব ভালো লাগছে। অভিনন্দন শুভ ভাই। ধন্যবাদ, টুটুল ।
অভিনন্দন
অভিনন্দন
শুভ ভাইকে অভিনন্দন ...
শুভ ভাইয়ের শ্রেস্ঠ বাংলা ব্লগ পুরস্কার পাবার পর থেকে কিছু কুক্কুরি নন্দনের নোংরা কার্যকলাম ও হিংসাদ্ভুত তথাধিক নোংরা কথা কস্ট দিচ্ছে আমাকে।
অভিনন্দন জানাই শুভ ভাইকে।
অভিনন্দন
অভিনন্দন গ্রহণ করুন আলী মাহমেদ
http://www.somewhereinblog.net/blog/Hariblog/28801891
অনেক আগে গিয়েছিলাম শুভ ভাইয়ের বাসায়, তাঁর লেখার সাথে তখন পরিচিত ছিলাম না। শুধু মানুষ হিসেবে দেখেছিলাম তাঁকে, সে অভিজ্ঞতা লিখেছিলাম ২০০৮ সালের মে মাসে।
কিছু কিছু লেখা পড়ে বুকটা কেমন ধক করে উঠে! অসহ্য ভালবাসা সহ্য হয় না!
এই অন্যায়-অযাচিত-অন্যায্য-অহেতুক ভালবাসার উত্তরে কি লেখা যায়? আমি জানি না...।
বস এবিতে লেখেন... আমরা আপনার লেখা এই ব্লগে পড়তে চাই
আমরা খুশী হবো যদি আলি মাহমেদ এই ব্লগেও লেখেন
Congratulation Shuvo vai. You deserve it............
আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা আলী মাহমেদের প্রতি।
অনেক দেরীতে পোস্টটা দেখলাম; বিলম্বিত ধন্যবাদ টুটুলদাকে।
খুব ভাল লাগলো এই রকম একজন মানুষের কথা পড়ে। ধন্যবাদ টুটুল ভাই।
মাতৃভাষার ব্যবহারে তথ্য প্রযুক্তিতে পুরস্কার লাভ সৌভাগ্যের। ৪ বছর আগের সকল কথা মনে পড়ে যায়। কর্মের তাগিদে সৌদি আরবের জেদ্দায় আমাকে অবস্থান করতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া কর্মক্ষেত্রের কথা যখন দূর প্রবাস হতে শুনতে পাই, মনে হয় পুরোনো কর্মক্ষেত্রেই আছি।
মন্তব্য করুন