ইউজার লগইন

আমি ক্ষুদ্ধ... হতাশ সরকারের আচরনে...

কি যে লিখি.. কি যে লিখবো... বুঝতেছি না ... পুরাই তব্দা মাইরা আছি... কষ্টটা গলার কাছে আটকাইয়া আছে... গিলতেও পারছি না ... কীভাবে রাসেল'এর সামনে গিয়ে দাঁড়াব? ওর বাচ্চাটার দিকে তাকালে হুহু করে কান্না আসে... নিজের ছেলের কথা মনে হয় ... রাসেলের ছেলে ঋক জানে না ওর বাবার কি দোষ... লেখালিখিই যদি দোষ হয় তাইলে কি ঋক লেখাপড়া শেখা ছেড়ে দিবে? লেখাপড়া শিখে যদি বাবার মত লেখালিখি করতে আগ্রহ হয় তাহলে আবার জেলে যেতে হবে... শুধু কি জেল? আমাদের বাইঞ্চোৎ মিডিয়া গুলো ডিবির প্রেসক্রাইব করা ছবি তাদের মিডিয়াতে প্রচার করছে সমানে। সামনে তাদের প্রিয় কম্পিউটার গুলো। ভাবটা এরম যে, তারা এই কম্পিউটার গুলো চুরি করেছে এবং ডিবি সেইগুলো উদ্ধার করেছে। কি এক অসভ্য দেশে বাস করছি। পুরাই তব্দা মাইরা গেলাম Sad

কয়েকদিন আগে একজন বিচারককে এভাবে দাঁড় করিয়ে ছবি তোলার অপরাধে আদালত খেইপা গেলো... তাও মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরাপরার পরও বিচারে অপরাধী প্রমানের আগে অপরাধী হিসেবে ছবি ছাপানোর জন্য আদালত পুলিশকে জবাবদিহি করতে বলে।

রাসেল/বিপ্লব/শুভ কি গাড়ি ভাংছে? আগুন দিছে? পুলিশ পিটাইছে? মানুষ খুন করছে? কোন ধরনের নাশকতা করছে? ট্রেইন লাইন উপরে ফেলছে? যারা অপরাধের সাথে জড়িত তাদের ডিবি খুঁজে পায় না আর ব্লগারদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। যেখানে রাসেলরা প্রতিদিন শাহবাগে আসত।

গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ কর্মী হিসেবে রাসেল এবং বিপ্লবকে জানি... সব সময় তাদের উপস্থিতি ছিল শাহবাগে... সেটাই কি কাল হলো তাদের জন্য? এইসব মিথ্যাচার করে কি ব্লগারদের থামানো যাবে? আমরা কি থেমে যাবো? লেজ গুটিয়ে ঘরে বসে থাকবো?

আমি গনজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই গ্রেফতারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা গ্রহেনের আহ্বান জানাচ্ছি... না পারলে দয়া করে নিজেদের ব্লগার পরিচয় দেয়া থেকে বিরত থাকুন... অনেক হইছে এই বেলা ক্ষেমাদেন প্লিজ।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

রাফি's picture


রাসেল ভাই সহ বাকীদের ডিবি পুলিশের ঐ ছবিটা দেখে মনটা এত খারাপ হয়েছে। আমরা আসলে যাব কোথায়? সব তো এক! জামাত-বিএনপি'ই ভালো, ইসলাম নিয়া ভন্ডামিটা সামনা-সামনি করতেছে।

টুটুল's picture


আমি সত্যিই ব্যাথিত Sad .... সত্যিই ব্যাথিত Sad

রাফি's picture


আমিও। মেনে নিতে কষ্ট হচ্ছে।

যতদিন ধরে রাসেল ভাইরে চিনি, দেখেনি যে সে এমন কিছু লেখে যা মাহমুদুরকে ক্রস করে। এইভাবে ধরা মেনে নেয়া যায় না। মাহমুদুর এর কিছু হ্য় না।

সাঈদ's picture


প্রচন্ড মন খারাপ লাগতেছে ছবি দেখে , নিউজ শুনেই ।

রেল লাইন উপড়ে ফেলুক, পুলিশ মেরে তক্তা বানাক, দেশ গোল্লায় যাক - সেসব কিছু বড় না , কে কোন ব্লগে ধর্ম নিয়ে কি বললো সেটাই বড় ইস্যু।

জ্যোতি's picture


রাসেল ভাইয়ের ছবিটা দেখে চোখ ভিজে যাচ্ছে । অপরাধী লাগছে যে আমরা কিছুই করতে পারছি না । কিছূই করার ক্ষমতা নেই আমাদের । তবু মন বলে ভালো থাকুক রাসেল ভাই । নিরাপদে থাকুক সবাই ।

নাজনীন খলিল's picture


ক্ষোভে- দুঃখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। Sad

নাজনীন খলিল's picture


আমি গনজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই গ্রেফতারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা গ্রহেনের আহ্বান জানাচ্ছি... না পারলে দয়া করে নিজেদের ব্লগার পরিচয় দেয়া থেকে বিরত থাকুন... অনেক হইছে এই বেলা ক্ষেমাদেন প্লিজ।

সহমত।

জ্যোতি's picture


আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে - আমরা কি আর কোন জাগরণের শক্তি বাড়াতে অংশ নিবো? কেউ কেউ স্বার্থ আদায় করবে আর আমরা মার খাব আর তারা তখনও নিজেদের নিয়েই ভাববে শুধু!! এই জনমে আমাদের আর শিক্ষা হবে না। আমাদের আবেগ আমাদের বিপদ ।

নাজনীন খলিল's picture


মুক্তচিন্তার জানালা এভাবে বন্ধ করা যায়না।যাবেনা।
আমাদের প্রিয় ভাইদের প্রতি এই অন্যায় আচরণের বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হলে কোন শক্তিই ওদের বন্ধী করে রাখতে পারবেনা।

ব্লগারদের ঐক্যে ফাটল ধরানোর জন্য প্রতিক্রিয়াশীল একটি মহল সবসময় বিশেষ করে এই অস্থির সময়ে খুবই তৎপর।ওদের ব্যাপারে সচেতন থাকতে হবে।

১০

এ টি এম কাদের's picture


১] অন লাইনে ব্লগার গ্রেফ্তারের খবর পড়ে খুবই কষ্ট পেয়েছি ! তবে আশ্চর্য হইনি ! "আওয়ামী লীগকে যারা চিনে তারা জানে আওয়ামী লীগ কি জিনিষ ! " সাবেক স্বরাষ্ট মন্ত্রী নাসীমের উক্তি ।

২] শুধু এ'বার নয়, নিস্বার্থ আবেগ প্রবণ তরুণদের মার খাইয়ে আন্দোলনের ফসল এই কায়েমী স্বার্থবাদীরা বহুবার ঘরে তুলেছে । '৬৯ থেকে এপর্যন্ত যত আন্দোলন হয়েছ, সব গুলো শুরু করেছিলেন সাধারণ ছাত্ররা । কিনতু সাফল্যের সোনার ডিম বারবার ঝুড়িতে পুরেছে একটি বিশেষ গুষ্টি । শাহাবাগের ১ম দিকে মীর ভাইয়ের লেখায় আমার একটি মন্তব্যে একটু ঈংগিত দিতে চেয়েছিলাম, ঝাড়ি খেয়ে চুপ মেরে যাই । কারণ আবেগের কাছে যুক্তি পুরাপুরি অচল ।

৩ ] রাসেল ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে । যাদরে লেখা খুব ভাল লাগে রাসেল ভাই তাদের অন্যতম । সরকারের এ আচরণের জোরালো প্রতিবাদ জানাচ্ছি ।

৪ ] এই জঘন্য আচরণে ব্লগার ভাইদের কিছু করার নাই কি ? সবাই ভাল থাকুন ।

১১

মৃন্ময় মিজান's picture


ডিবি কি তাদের গোপন সংবাদের উৎস জানাইছে ? কারা ব্লগারদের নাম-ধাম পরিচয় জানে, কারা তা ডিবির কাছে হস্তান্তর করে-এই বেলা সেটাও আমাদের জানা দরকার।

রাসেল ভাইর ধর্মবিরোধী কোন লেখা আমি পড়ছি বইলা মনে পড়ে না। যতগুলো পড়ছি অধিকাংশই রাজনৈতিক এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রেক্ষিতে লেখা।

আবার দেখলাম তিন ব্লগারের সাত দিনের রিমাণ্ডও মঞ্জুর করছে। রিমাণ্ড কেন দরকার? তাদের সব ব্লগই তো উন্মুক্ত। সেগুলো পড়ে দেখুক ।

আমিতো পুরো ব্যাপারটায় শুধু সরকারের লেজে গোবরে অবস্থা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না.....

১২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভয়ংকর অস্হির লাগতেছে,
প্রচন্ড মন খারাপ। Confused Sad

১৩

সামছা আকিদা জাহান's picture


এ েদশ আমােদর নয়, এ েদেশ আমােদর জনমই আজেনমর পাপ।
বড় ভুল এই েবের উঠা । িছ, িছ, িছ।

১৪

শওকত মাসুম's picture


রাসেলের জন্য কষ্ট পাচ্ছি অনেক বেশি

১৫

তানবীরা's picture


আমি গনজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই গ্রেফতারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা গ্রহেনের আহ্বান জানাচ্ছি... না পারলে দয়া করে নিজেদের ব্লগার পরিচয় দেয়া থেকে বিরত থাকুন... অনেক হইছে এই বেলা ক্ষেমাদেন প্লিজ।

সহমত Sad(

১৬

অতিথি's picture


বড়ই কষ্টকর

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

টুটুল's picture

নিজের সম্পর্কে

আমি আছি, একদিন থাকবো না, মিশে যাবো, অপরিচিত হয়ে যাবো, জানবো না আমি ছিলাম।

অমরতা চাই না আমি, বেঁচে থাকতে চাই না একশো বছর; আমি প্রস্তুত, তবে আজ নয়। আরো কিছুকাল আমি নক্ষত্র দেখতে চাই, শিশির ছুতেঁ চাই, ঘাসের গন্ধ পেতে চাই, বর্ণমালা আর ধ্বনিপুঞ্জের সাথে জড়িয়ে থাকতে চাই, মগজে আলোড়ন বোধ করতে চাই। আরো কিছুদিন আমি হেসে যেতে চাই।

একদিন নামবে অন্ধকার-মহাজগতের থেকে বিপুল, মহাকালের থেকে অনন্ত; কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমি আরো কিছু দুর যেতে চাই।

- হুমায়ুন আজাদ